SBI: প্রতিদিনই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত কৌশলেরও পরিবর্তন হচ্ছে। আর সেই প্রযুক্তিগত পরিবর্তনকে যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে বিভিন্ন কাজে আমাদেরই পিছিয়ে পড়তে হবে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলাই জীবন। আর ব্যাংকের সঙ্গে জড়িত রয়েছে প্রত্যেকটি মানুষ তাই ব্যাংকের খুঁটিনাটি নিয়ম কানুন যদি আয়ত্ত না করা হয় তাহলে সবচেয়ে অসুবিধা হবে আপনারই।
SBI – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
বর্তমানে ব্যাংকে গিয়েও টাকা তুলতে হয় না আর। এটিএম কার্ড নিয়ে পাঞ্চ করলেই আমরা যেকোনো সময় টাকা তুলে নিতে পারি। তবে এটিএম কার্ডটি সঠিকভাবে পাঞ্চ না করলে টাকা কিছুতেই তোলা সম্ভবপর নয়।
এসবিআই এটিএম মেশিনে কিছু নতুন পরিবর্তন এনেছে। আজকের প্রতিবেদনে সেই পরিবর্তন কিম্বা নতুন কৌশল নিয়ে আলোচনা করা হবে।
সম্পূর্ণ বিষয়টি জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। দেশের সবচেয়ে বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল এসবিআই। প্রযুক্তিগত দিক থেকে এসবিআই অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য ব্যাংকে তুলনায়। এসবিআই এটিএম কার্ড নিয়ে এতদিন যেভাবে আপনি টাকা তুলেছেন এখন সেই নিয়মের কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
এতদিন আপনি এটিএম কার্ড ব্যবহার করার সময় দেখতেন বোতাম বিশিষ্ট এটিএম মেশিন। কিন্তু বর্তমানে আধুনিকতার সাথে সাথে যেভাবে কিপ্যাড ফোন থেকে টাচ স্কিন ফোন এসেছে সেভাবেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আনা হয়েছে টাচ স্ক্রিন এটিএম মেশিন। কিভাবে এই টাচ স্ক্রিন এটিএম মেশিনে আপনি টাকা তুলবেন জেনে নিন বিস্তারিত।
ATM থেকে কিভাবে টাকা তুলবেন
আপনার কাছে যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকে তাহলে নিম্নলিখিত পদ্ধতিতে খুব সহজেই টাকা তুলতে পারবেন এটিএম থেকে।
১) সর্বপ্রথম ডেবিট কার্ডের চিপ বিশিষ্ট অংশটি সামনের দিকে উপরে করে ATM মেশিনে প্রবেশ করান।
২) কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন মেশিন ATM পিন চাইছে। তখন আপনার ATM পিন প্রবেশ করিয়ে “Press Here” তে ক্লিক করতে হবে।
৩) এরপর “Withdrawal”-অপশনে ক্লিক করতে হবে।আর যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে “Savings Account” অপশনে ক্লিক করতে হবে।
৪)এরপর আপনি যত টাকা তুলবেন তার পরিমাণ দিয়ে “Yes”-তে ক্লিক করতে হবে। তাহলেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টাকা বেরিয়ে আসবে।
আপনার কাছেএটিএম কার্ড নাও থাকে তাহলেও আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন, কিভাবে জেনে নিন, স্টেট ব্যাংক এই সুবিধাটি দিচ্ছে যেখানে আপনার স্টেট ব্যাংকের এটিএম কার্ড নাও থাকলে আপনি অনায়াসেই এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন তবে হ্যাঁ তার জন্য আপনার স্মার্টফোনে এসবিআই YONO অ্যাপ থাকা জরুরী।
YONO অ্যাপ থেকে কিভাবে টাকা তুলবেন
১) সর্বপ্রথম YONO অ্যাপে লগইন করতে হবে।
২) এরপর “YONO Cash” ক্লিক করতে হবে।
৩) এরপর “ATM” বিকল্পে ক্লিক করতে হবে।
৪) এরপর আপনি যত টাকা তুলতে চান তার পরিমাণ লিখে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর ৬ অঙ্কের একটি পিন তৈরি করে নেক্সট ক্লিক করতে হবে।
৬) এরপর সমস্ত বিবরণ দেখতে পাবেন। এরপর সমস্ত বিবরণ দেখতে পাবেন। নিচের বক্সে ঠিক চিহ্ন দিয়ে Confirm-তে ক্লিক করতে হবে।
৭) এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ম্যাসেজ পাবেন, যেখানে একটি ট্রানজেকশন নম্বর থাকবে।
৮) এরপর ATM-এ গিয়ে “YONO Cash” বিকল্পে ক্লিক করতে হবে।
৯)এরপর ম্যাসেজে প্রাপ্ত ট্রানজেকশন নম্বর দিয়ে Confirm-তে ক্লিক করতে হবে।
১০) এরপর YONO অ্যাপে দেওয়া টাকার পরিমাণ নিয়ে Yes-তে ক্লিক করুন। এরপর YONO অ্যাপে তৈরি করা ৬ অঙ্কের পিন দিয়ে Confirm-তে ক্লিক করতে হবে। এরপর কয়েক সেকেন্ড পর আপনার টাকা বেরিয়ে আসবে।
আরও পড়ুন, ব্যাংক একাউন্টের সাথে আপনার নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি
এবার থেকে তাই কোন এটিএমে যদি স্ক্রিন টাচ মেশিন থাকে তাহলে আর আপনার কোন সমস্যাই হবে না টাকা তুলতে। এরপরও যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে এটিএম এ গিয়ে তাহলে এটিএম কর্মীর কাছে অনায়াসে জেনে নিতে পারবেন। এমন আরো অন্যান্য দরকারি খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে সমস্ত খবর আপনি জানতে পারবেন।
Written by Shampa Debnath.