Free LPG – কীভাবে পাবেন এই সুবিধা জানুন সঠিক পদ্ধতি।
গ্যাসের দাম (Free LPG) প্রতিদিন উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে। যা একদিকে দারিদ্র্য শ্রেণীর মানুষদের জন্য মাথায় হাত দেওয়ার জোগাড় তেমনি আর্থিক দিক থেকে ধনী ব্যক্তিদেরও বিপাকে পড়তে হয়। কিছুদিন আগেই রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে ৩৩ কোটি গ্রাহকের জন্য এল পিজি গ্যাসের দাম কমিয়ে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। আগেও উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারকে সিলিন্ডার পিছু ২০০ টাকা কম নেওয়া হতো। অর্থাৎ গ্যাসের ভর্তুকি দিয়ে দাম দাড়ায় ৪০০ টাকা করে।
এর ফলে দারিদ্র্য শ্রেণীর পরিবারদের মনে খুশির হাওয়া লাগে।
সামনেই লোকসভা ভোট ও বছর ঘুরলেই বিধানসভা ভোট তাই ভোটের আগেই আবারও ঘোষণা করা হলো উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ৭৫ লাখ পরিবারকে বিনামূল্যে এল পিজি গ্যাস (Free LPG) কানেকশন দেওয়া হবে। এতে সেই সাধারণ পরিবার গুলো অনেক সুরাহা পাবে। এই বাবদ কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৬৫০ কোটি টাকা বরাদ্দ করলো সেই সমস্ত পরিবারের জন্য।
বিরাট সুখবর! এবার থেকে মাত্র 450 টাকায় পাবেন রান্নার গ্যাস, এইভাবে সিলিন্ডার বুকিং করুন।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম উজ্জলা যোজনার (Free LPG) আওতায় থাকা পরিবারদের জন্য কম দামে এল পিজি গ্যাস সরবরাহ করা চালু করেছিলেন। তাতে ১২ টি করে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার পরিবার পিছু দেওয়া হতো। তাতে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হতো। এখনও পর্যন্ত উজ্জ্বল যোজনার আওতায় ৯.৬০ কোটি মানুষের নাম অন্তভূক্ত ছিল। এখন আরো ৭৫ লাখ পরিবার সেই তালিকায় নিযুক্ত হলো। উজ্জলা যোজনার আওতায় এখন সর্বমোট পরিবার মিলিয়ে দাড়ালো ১০.৩৫ কোটি।
মূলত যে সমস্ত দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবার গুলো কাঠ কয়লা দিয়ে রান্না করতেন তার ফলে পরিবেশ দূষিত হওয়ার চান্স বেশি থাকায় প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ভেবেছিলেন। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত থাকবে অন্যদিকে সেই পরিবারগুলোর সুরাহা মিলবে।
কোন পরিবার সুবিধা পাবে – যে সমস্ত পরিবারগুলো বি পি এল রেশন কার্ড আছে একমাত্র তারাই এই তালিকায় নিজের নাম অন্তভূক্ত করতে পারবেন। যাদের বার্ষিক আয় ২৭ লাখের কম তারাই পাবেন এই সুবিধা। কারণ বি পি এল কার্ড ধারি মানুষদের দারিদ্র্য সীমার নিচে ধরা হয়।
একমাত্র মহিলারই এই সুবিধা পাবেন। যাদের বয়স ১৮ বছরের ওপরে তারাই এই সুবিধা পাবেন।
যে সমস্ত পরিবার একবার উজ্জ্বল যোজনার আওতায় গ্যাস পেয়ে থাকেন তারা আর এই বিনামূল্যে গ্যাস পাবেন না।
কিভাবে আবেদন করবেন:- যাদের বি পি এল কার্ড আছে তারা আগে রেজিষ্টেশন করতে হবে তারপর বি পি এল কার্ড আপলোড করতে হবে।
কেন্দ্রের তরফ থেকে তাই আগামী ৩ বছরের জন্য অর্থাৎ ২০২৬ সাল অবধি ৭৫ লাখ দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবার গুলোর জন্য বিনামূল্যে এল পি জি গ্যাস (Free LPG) দেওয়ার কথা ঘোষণা করায় ওই সমস্ত পরিবার গুলো আর্থিক দিকটা অনেক সুরাহা হলো।
Written by Shampa Debnath