ভুলেও এই ধরনের নারীকে বিবাহ করবেন না।

বর্তমান যুগ যতই আধুনিক হয়ে যাক না কেন তবুও তারা বিবাহের প্রয়োজনীয় তাকে অস্বীকার করতে পারবে না। ‘বিবাহ’ একটি ছোট্ট শব্দ হলেও এর দায়িত্ব অনেক। দুটি মানুষের একসাথে সারা জীবন থাকা খুব একটা সহজ ব্যাপার নয়। সেটি আরো সহজ নয় যখন আপনার সাথে সেই মানুষটির মিল হবে না। কারণ আপনার পার্টনার যদি আপনাকে নাই বুঝে তাহলে সারা জীবন একসাথে পথ চলবেন কি করে।

এই নারীদের বিবাহ করলে জীবন ধ্বংস করে দিতে পারে।

তাই অনেকেই আছেন বিশেষ করে বাড়ির বয়স্ক মানুষেরা বিয়ের আগে পাত্র পাত্রির কুষ্টি বিচার করে। এখন অনেকে একটা বিশ্বাস না করলেও এ যথেষ্ট মান্যতা রয়েছে। এখন যেমন বিয়ের আগের সবাই ডেট করে একে অপরকে চেনার জন্য কিন্তু আপনি ওইটুকু সময় একটা মানুষকে চিনবেন কিভাবে এই জন্যই বর্তমান এবং ভবিষ্যতের জন্য কুষ্টি বিচার জরুরি। শুধু কুষ্টি বিচার নয় আপনি এই জীবনের বড় দায়িত্ব নিতে চলেছেন বিবাহ করে তার আগে অবশ্যই জেনে নিন আপনার কি রকম মেয়েকে বিয়ে করা উচিত।

অপ্রাপ্তবয়স্ক: আপনার নিশ্চয়ই জানেন এ দেশে অপ্রাপ্তবয়স্ক কোন মেয়েকে বা ছেলে বিয়ে করার অধিকার নেই। এদেশে আগে নিয়ম ছিল ১৮ বছরের আগে কোন মেয়ে বিয়ে করতে পারবে না যদিও নিয়মটি পাল্টে গিয়ে ২১ বছরের আগে কোন মেয়ে বিয়ে করতে পারবে না। সেজন্যই আপনি এরকম কোন মেয়েকে বিয়ে করে আপনি আইনের চোখে শুধু শুধু অপরাধী হতে যাবেন না। এর ফলে ছেলের ঘানিও টানতে হতে পারে।

বিবাহিত মহিলা: এরকম বহু পুরুষ আছে যারা বিবাহিত মহিলাদের প্রতি দুর্বল হয়। তবে তাদের ক্ষেত্রে বলি অবশ্যই জানতে হবে তাদের স্বামী কিছু ক্ষেত্রে সন্তানও থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এরকম কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তে নেওয়া উচিত।

মৃত মহিলা: অনেকেই আছেন যারা তার প্রেমিকাকে অতিরিক্ত ভালোবাসা বসেন। এর পর তার কিছু হয়ে গেলে মৃত দেহে সিদুর পরান। কিন্তু বাস্তব জীবনে ত করা উচিৎ নয়।

ডিপ্রেশন থেকে মুক্তির সহজ কিছু উপায়, মেনে চললেই পাবেন শান্তি।

অতিরিক্ত কল্পনা প্রবন মহিলা: বেশিরভাগ মেয়ে আছে যারা একটু কল্পনা প্রবণ আদুরে হয়। একটি মেয়েদের স্বাভাবিক স্বভাব কিন্তু যদি সেই মেয়েটি অতিরিক্ত মাত্রায় কল্পনা প্রবণ হয় এবং বাস্তবে কোন কিছুকে মানাতে চায় না সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনে সমস্যার কারণ হতে পারে। যদি আপনিও সেই ধরনের মানুষ হন তাহলে একটুখানি সচেতন হন কারন অতিরিক্ত কল্পনা প্রবণ মানুষ হওয়া ভালো নয়। এতে বাস্তবের পরিস্থিতি মানার ক্ষমতা আসলে যায়।

Leave a Comment