Home Loan – সবচেয়ে কম সুদে গৃহঋণ দিচ্ছে কোন ব্যাংক ? তালিকা দেখেনিন

আর চিন্তা নেই ব্যাংক আপনার জন্য নিয়ে আসেছে নতুন একটি লোন বা Home Loan যার মাধ্যমে আপনি বাড়ি তৈরি করতে পারবেন। প্রত্যেকটি মানুষ বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে। যে যেমন অর্থ উপার্জন করুক না কেন একটা নিজের বাড়ি করার স্বপ্ন সব মানুষের থাকে। কিন্তু স্বপ্ন থাকলেও সাধ্য থাকেনা সবার। মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটা বাড়ি করার মত আর্থিক ক্ষমতা অনেকেরই থাকেনা। তাহলে কি স্বপ্ন পূরণ হবেনা? স্বপ্ন তো সত্যি করতেই হবে আর সেই স্বপ্ন সত্যি করতে সাহায্য করছে ব্যাংকিং সংস্থাগুলো বিভিন্ন প্রয়োজনে পারসোনাল লোন (Personal Loan) দেয়।

Advertisement

Home Loan Rate of Interest

তেমনি হোম লোন তথা Home Loan ও দিচ্ছে ব্যাংকগুলো। তবে অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে কিছুটা ইতস্তত বোধ করেন। কারণ লোন নেওয়াকে অনেকেই ঝক্কির ব্যাপার বলে মনে করেন সেইসাথে লোন পরিশোধ করার একটা ঝুঁকি থেকে যায়, সেই কারণে অনেকেই লোন নেওয়া থেকে বিরত থাকেন। তবে বর্তমানে ব্যাংকগুলো খুবই সহজ শর্তে অল্প সুদে লোন দিচ্ছে।

Advertisement

তাই আপনি ব্যাংক থেকে খুব সহজেই লোন নিয়ে আপনার বাড়ি করার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন। তবে লোন নেওয়ার আগে কিছু তথ্য জেনে নেওয়া জরুরী। কোন ব্যাংক সবচেয়ে কম সুদ দিচ্ছে, মেয়াদ কাল কত, কি কি নথি প্রয়োজন ইত্যাদি বিষয়ে অবগত করবো আপনাদের আজকের প্রতিবেদনে।

বিভিন্ন ব্যাংকে গৃহঋণে সুদের হার

ব্যাঙ্ক অফ বরোদা সর্বনিম্ন সুদের হারে হোম লোন বা Home Loan দিচ্ছে। জানা যাচ্ছে ৩০ লাখ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন। সুদের হার থাকছে 8.40 থেকে 10.65% । 75 লক্ষ টাকার উপরে সুদের হার থাকছে 8.40% 10.90%।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 30 লক্ষ টাকার ওপর সুদের হার রেখেছে 8.45% 10.25%। 75 লক্ষ টাকার উপরে 8.40% 10.15% পর্যন্ত সুদের হার নিচ্ছে৷

দেশের বৃহত্তম এবং সরকারি ব্যাংক SBI 30 লক্ষ টাকার উপরে সুদের হার দিচ্ছে 8.40% 10.05%। 75 লক্ষ টাকার উপরে 8.40%-10.05% সুদের হার নিচ্ছে৷
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 30 লক্ষ টাকা পর্যন্ত 8.35%-10.75% সুদের হার দিচ্ছে। 30 লক্ষ টাকার উপরে 8.35%-10.90% সুদের হার দিচ্ছ। 75 লক্ষ টাকার উপরে 8.35%-10.90% সুদের হার নিচ্ছে৷

লোন নেওয়ার কথা ভাবছেন? তার আগেই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকুন! নইলে দিতে হবে দ্বিগুন সুদ।

তাই সবচেয়ে কম সুদে গৃহঋণ দিচ্ছে একই ব্যাংক অফ ইন্ডিয়া। গ্রাহকদের 8.30% কম সুদের হারে হোম লোন অফার করছে। আপনার যদি ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব কম সুদেই হোম লোন পাচ্ছেন। কী করে পাবেন এই হোম লোন বা Home Loan দেখেনিন।

bank account - (ব্যাংক অ্যাকাউন্ট)

হোম লোন পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি

১) পরিচয় প্রমাণ- আয়ের প্রমাণ, বয়স প্রমাণ, প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অন্তর্ভুক্ত।
২)ঠিকানার প্রমাণ – আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে।
৩) আয়ের প্রমাণ পত্র – ব্যাংকের পাশবুক, পাসপোর্ট সাইজ ফটো।

টাকার প্রয়োজনে সহজে ব্যাংক লোন পেতে, রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ। RBI এর নতুন নিয়ম জেনে নিন

আবেদন পদ্ধতি

আপনার নিকটবর্তী ব্যাংকিং শাখা তে গিয়ে ব্যাংক আধিকারিকের সাথে কথা বলে হোম লোন বা Home Loan নেওয়ার শর্ত ও আরো অন্যান্য বিষয়ে ভালো করে জেনে বুঝে নিজ দায়িত্বে ফ্রম ফিলাপ করুন। তারসাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। আপনার ফ্রমের সমস্ত কিছু সঠিক থাকলে কিছুক্ষণের মধ্যে ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তবে লোন নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ কেস তাই নিজের আয় বুঝে লোন পরিশোধ করার সম্পূর্ণ দায়িত্ত্ব নিয়ে তবেই লোন নেবেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button