বর্তমানে Whatsapp বা হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। আগের Whatsapp প্লাটফর্মে ঘনঘন আপডেট না দেখা গেলেও যেদিন থেকে মার্ক জুকারবাগের সংস্থার হাতে এসেছে হোয়াটসঅ্যাপ সেদিন থেকে ইউজারদের এক্সপেরিয়েন্স আরো বেটার করতে একের পর এক আপডেট এনে চলেছে মেটার অন্যতম এই মেসেজ সংস্থা। মার্চের শেষ দিকে হঠাৎ করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে হোয়াটসঅ্যাপ।
Whatsapp SMS Charge Will Hike on 1st June 2024
শোনা যাচ্ছে যে, এবার নাকি এসএমএস তথা SMS করতে গ্রাহককে দিতে হবে মোটা অংকের চার্জ! সম্প্রতি Whatsapp বা হোয়াটস অ্যাপ ইন্টারন্যাশনাল ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির (OTP) জন্য একটি বিশেষ ক্যাটাগরির উদ্ভাবন করা হয়েছে।
যে ক্যাটাগরির মাধ্যমে ভারতবর্ষের ব্যবসায়িক বার্তা পাঠানোর খরচ আগের চেয়ে অনেকটাই বেড়ে যাবে বলেই দাবি করছে। অন্যদিকে Whatsapp বা হোয়াটসঅ্যাপ এর মালিকানাধীন কোম্পানি আশা করছেন তারা নিজেদের আয় অনেকটাই বাড়িয়ে ফেলবেন।
- কতটা চার্জ বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ?
- কত চার্জ দিতে হতো আর এখন কত দিতে হবে?
- কবে থেকে চালু হচ্ছে এই বিশেষ নিয়ম?
- ভারতের ওপরেও এক্ষেত্রে কেন কোপ পরছে?
কতটা চার্জ বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ?
ইংলিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী ইন্টারন্যাশনাল বিজনেস (Business) মেসেজের দাম আগে থেকেই দিতে হতো প্রত্যেক মানুষকে। তবে সেই দাম এবারে বাড়ানো হচ্ছে প্রায় কুড়ি গুণ। যারা এসএমএস (SMS) এর মাধ্যমে ব্যবসা করে থাকেন তাদের পকেট থেকে খসবে একেবারে মোটা অংকের টাকা।
কত চার্জ দিতে হতো আর এখন কত দিতে হবে?
দেখা গিয়েছে টেলিকমিউনিকেশন সংস্থাগুলি লোকাল এসএমএস (SMS) পাঠানোর জন্য চার্জ করতো ০.১২ পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক মেসেজের জন্য এই দাম দিতে হতো ৪.১৩ টাকা। এক্ষেত্রে Whatsapp বা হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক এসএমএস (SMS) খরচ করতে হতো ০.১১ পয়সা। এখন সেই অ্যামাউন্ট অনেকটাই বাড়িয়ে একলাখে করে দেওয়া হচ্ছে ২.৩ টাকা।
ব্যাংক বা ATM থেকে আপনি একসঙ্গে কত টাকা তুলতে পারবেন? সমস্যায় পড়ার আগে জেনে নিন।
কবে থেকে চালু করা হচ্ছে এই বিশেষ নিয়ম?
জানা যাচ্ছে, আগামী পয়লা জুন বা 1st June থেকেই এই বিশেষ নিয়মের আওতায় পড়বেন সকলে। একবার যদি এই নিয়ম চালু হয়ে যায় তাহলে ভারত এবং ইন্দোনেশিয়া উভয় দেশেই একসঙ্গে চালু হবে। শুধুমাত্র Whatsapp বা হোয়াটসঅ্যাপ নয়, তাদের এই নতুন সিদ্ধান্তের পরে আমাজন গুগল এবং মাইক্রোসফট এর মতো বিভিন্ন সংস্থারগুলিরও বাজেট বাড়বে এমনটাই আশা করছেন প্রত্যেকে।
এত বছর ধরে Whatsapp বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারন্যাশনাল মেসেজ ভেরিফিকেনের চার্জ তুলনামূলক অনেকটাই সস্তা ছিল। যে কারণে ই-কমার্স প্ল্যাটফর্ম গুলি নিজেদের ভেরিফিকেশন বা সেলের মেসেজের জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করত হোয়াটসঅ্যাপকে। যার জন্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল জিও, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদির মতো এসএমএস প্রোভাইডকারী সংস্থাগুলিকে।
প্রতিমাসে মোবাইল রিচার্জ থেকে মুক্তি। SIM কার্ড ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
ভারতের ওপরেও এক্ষেত্রে কেন কোপ পরছে?
বর্তমানে বৈদেশিক কোম্পানিরগুলির জন্য ভারতবর্ষ একটি ভীষণ বড় বাজার হয়ে উঠেছে। আমাদের দেশে ম্যাসেজিং এন্টারপ্রাইজ গুলিতে লক্ষ্য করা যাচ্ছে দ্রুত বৃদ্ধি। এক্ষেত্রে শেয়ার মার্কেটে রেকর্ড প্রায় ৭৬০০ কোটি টাকা মতো। খুব স্বাভাবিকভাবেই এসএমএস (SMS) পোস্ট মেসেজ ওটিপি (OTP) ভেরিফিকেশন অ্যাপ লগইন আর্থিক লেনদেন ইত্যাদি পরিষেবার সরবরাহের মেসেজিং প্লাটফর্ম Whatsapp বা হোয়াটসঅ্যাপ।