Best college – ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল নিয়ে পড়বেন ভাবছেন! পশ্চিমবঙ্গের সেরা কতোগুলো কলেজের তালিকা রইলো।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন হল, উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই সর্বপ্রথম চিন্তা আসে কোন কলেজে পড়বো তথা Best college কী বা কোন লাইনে পড়াশোনা করব? এবং তার জন্য সবচেয়ে বেস্ট কলেজ কোনটি হবে? উচ্চ মাধ্যমিক পাস করার পরে অনেক ছাত্রছাত্রী জেনারেল লাইন নিয়ে কলেজে ভর্তি হয় আবার বিজ্ঞান শাখার পড়ুয়ারা মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য সেই সমস্ত কলেজে ভর্তি হয়ে থাকে।

Advertisement
এক নজরে

What is the Best College After High School

যেহেতু মেডিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা যে কোন কোর্সই টানা কয়েক বছরের জন্য এছাড়া এই কোর্সের মাধ্যমেই একজন ছাত্র ছাত্রী তার কর্মজীবনের ভিত স্থাপন করে তাইজন্য সবাই চায় একটি সেরা কলেজে বা Best college ভর্তি হতে যেখানে পড়াশুনার মান খুব ভালো। আজকের প্রতিবেদনে তেমন কয়েকটি পশ্চিমবঙ্গের নামকরা কলেজের নাম উল্লেখ করা হলো। সেই সাথে রইল ভর্তির পদ্ধতি প্রবেশিকা পরীক্ষা ও প্লেসমেন্ট এর খুঁটিনাটি তথ্য।

Advertisement

পশ্চিমবঙ্গের সেরা মেডিক্যাল কলেজ

পশ্চিমবঙ্গের সেরা ৫টি মেডিক্যাল কলেজ

১) বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
২) বাঁকুড়া এইমস কল্যাণী
৩) কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হাসপাতাল কল্যাণী
৪) সিএনএমসি কলকাতা
৫) আইপিজি এমইআর কলকাতা

পশ্চিমবঙ্গের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ

পশ্চিমবঙ্গের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো

১) বিসিডিএ কলেজ অফ ফার্মেসি অ্যান্ড টেকনোলজি
২) হৃদয়পুর ইঞ্জিনিয়ারিং কলেজ
৩) কলকাতা অ্যাডামাস ইউনিভার্সিটি
৪) বিআইপিএস কল্যাণী
৫) ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়
৬) হাওড়ার ভারত প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং কলেজ

পশ্চিমবঙ্গের সেরা পলিটেকনিক কলেজ

পশ্চিমবঙ্গের সেরা ৫ টি পলিটেকনিক কলেজ হল

১) জেআইএস স্কুল অফ পলিটেকনিক,কলকাতা
২) টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলকাতা
৩) ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়, কলকাতা,
৪) বিবিআইটি কলকাতা,
৫) ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা

পশ্চিমবঙ্গের সেরা বি.টেক কলেজ

পশ্চিমবঙ্গের সেরা ৫টি বি.টেক কলেজ হল

১) আইআইইএসটি শিবপুর,
২) আইআইটি খড়গপুর,
৩) যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা,
৪) এনআইটি দুর্গাপুর
৫)আইইএম কলকাতা

সেরা ৫টি বেসরকারি মেডিক্যাল কলেজ

সেরা ৫টি বেসরকারি মেডিক্যাল কলেজ বা Best college

১) আনন্দ মোহন কলেজ, কলকাতা
২) অ্যাডামাস ইউনিভার্সিটি, কলকাতা
৩) অ্যাপোলো গ্লেনিগেলস নার্সিং কলেজ, কলকাতা
৪) অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, কলকাতা
৫) বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া

পশ্চিমবঙ্গের সেরা ৫টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ

পশ্চিমবঙ্গের সেরা ৫টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা Best college

১) গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি,
২) আইইএম কলকাতা
৩) বিপিপিআইএমটি
৪) এমসিকেভি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, হাওড়া
৫) অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, হুগলি

পশ্চিমবঙ্গের সেরা ৫টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ

পশ্চিমবঙ্গের সেরা ৫টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা Best college

১)আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা
২) আচার্য প্রফুল্ল চন্দ্র রায় পলিটেকনিক, কলকাতা
৩) আশুতোষ কলেজ, কলকাতা
৪) বাঘমুন্ডি সরকারি পলিটেকনিক, বাগমুন্ডি বাকুড়া
৫) বাঁকুড়া খ্রিস্টান কলেজ, দূর্গাপুর

গরমের ছুটিতে কাটছাঁট! কিছু দিনের মধ্যে খুলতে পারে স্কুল। শিক্ষক ও পড়ুয়াদের জন্য জরুরি বার্তা

পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ভর্তির জন্য যোগ্যতা, বি.টেক পড়ার জন্য প্রার্থীদের অবশ্যই উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
এম. টেক কোর্সের জন্য যোগ্য প্রার্থীদের অবশ্যই বি.টেক পরীক্ষায় ৫০ শতাংশ পেতে হবে। প্রার্থীদের অবশ্যই JEE Main, JEE Advanced, GATE, UKSEE ইত্যাদি পরীক্ষায় পাশ করতে হবে।

student loan - (স্টুডেন্ট লয়ান)

প্রবেশিকা পরীক্ষায় কাটঅফ নম্বর উপযুক্ত থাকলে প্রার্থীদের কাউন্সেলিং সেশন এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয়।
পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলির ভর্তির জন্য যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই NEET-UG, NEET-PG ইত্যাদি পরীক্ষায় পাশ করতে হবে। তারপরই কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা।

এখন অন্যায় করলেই শাস্তি পাবে পড়ুয়ারা! কড়া ভাষায় বকুনি দিতে পারবেন শিক্ষকরা। এমনই রায় দিলো

আজকের প্রতিবেদন পড়ে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কলেজ নির্বাচনে অনেকটাই সুবিধা হবে বলে আশা করা যায়। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সের জন্য উপযুক্ত সেরা কলেজ গুলোর নাম ওপরে উল্লিখিত করা হয়েছে এর মধ্য থেকে বেছে নিয়ে যেকোন একটি কলেজ যা আপনি এডমিশন নিতেই পারেন।
পড়াশুনা ও এডমিশন সংক্রান্ত এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য এই পেজটি নিয়মিত ফলো করে পাশে থাকুন।
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button