Weather Update – আবহাওয়ায় আবারও নিম্নচাপের প্রভাব, হতে পারে লাগাতার বৃষ্টি, কেমন যাবে পূজোর কদিন, জানুন বিস্তারিত।
এবছর যেন বৃষ্টি পিছু ছাড়ছেনা। বর্ষা বিদায় নিলেও নিম্নচাপের (Weather Update) দরুন একটানা কিছুদিন আগেও বৃষ্টি হয়ে বন্যার মতন পরিস্তিতি সৃষ্টি হলো। প্রত্যেক মানুষের মনে একটাই আশঙ্কা ছিল পূজোর দিনগুলো বৃষ্টিমুখর থাকবে কিনা! এক সপ্তাহ হলো বৃষ্টির দেখা তেমন নেই। কিন্তু আবহাওয়ার দপ্তর থেকে শোনা যাচ্ছে আবারও মঙ্গলবার থেকে বৃষ্টি হবার সম্ভাবনা। নিম্নচাপের কারণেই এই বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার নিম্নচাপ সৃষ্টি হবে এবং তার ৪৮ ঘণ্টা পর নিম্নচাপ আরও শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে। সোমবার থেকেই দক্ষিণ কর্ণাটকের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। তবে পশ্চিমবঙ্গ বাসীর জন্য সুখবর। এর প্রভাব রাজ্যে পড়বেনা। আপাতত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে।
পুজো দেখুন লাইন ছাড়াই, বিরাট সুবিধা দিচ্ছে সরকার। আগে এলে আগে পাবেন।
মৌসুম ভবনের কাছে জানতে পারা যাচ্ছে তামিলনাড়ুর উপকূলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী মঙ্গলবার সেটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। দক্ষিণ পূর্ব কেরল উপকূলে, তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটকে এর প্রভাব পড়তে পারে বলে জানা যাচ্ছে।
এছাড়া লাদাখ, জম্মু, কাশ্মীর, পাঞ্জাব প্রভৃতি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে মৌসুম ভবন (Weather Update) থেকে এখনো কোনো লাল সতর্কতা জারি করেনি এইসব জায়গায়। তবে নিম্নচাপ বেশিদিন স্থায়ী হবে বলে মনে করছেন না আবহাওয়াবিদরা।
এদিকে পশ্চিমবঙ্গ কিছুদিন আগেই নিম্নচাপ ও ভারী বৃষ্টিপাত (Weather Update)থেকে সবে রেহাই পেয়েছে। পূজার দিনগুলো আর সেরকম বৃষ্টিপাত না হওয়ার দিকেই আশা করা যাচ্ছে। ফলে বাংলার মানুষ নির্বিঘ্নে দুর্গাপূজায় আনন্দ করতে পারবে বলে আশা করা যায়।
Written by Shampa Debnath
পুজোর আগেই পশ্চিমবঙ্গের কর্মীদের বেতন ভাতা বাড়লো। ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। কমপক্ষে 500 টাকা বাড়বে।