School Holidays – স্কুল শিক্ষকরা পাবে এক্সট্রা ছুটি! কোন কোন বিশেষ কারণে ছুটি নিতে পারবেন বলে জানালো পর্ষদ?

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ অনেক ছুটি বা School Holidays দেওয়া থাকে পর্ষদ থেকে। তবে নতুন শিক্ষাবর্ষে আরও কিছু অতিরিক্ত ছুটির ঘোষনা করলেন পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এই সময়েই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি রামানুজ গাঙ্গুলি ঘোষনা করলেন কিছু অতিরিক্ত ছুটির তালিকা। কি কারণে ছুটি? কাদের জন্য এই ছুটি সকল খবর জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি

WBBSE Decleard Extra School Holidays for Teachers

মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সবেমাত্র। এই মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার জন্য কিছু শিক্ষক শিক্ষিকার দায়িত্ত্ব দেওয়া হয় পর্ষদ থেকে। তাই তাদের জন্যই রয়েছে এই অতিরিক্ত School Holidays বা ছুটি। যদি তারা স্কুল করেন তাহলে উত্তরপত্র দেখতে অসুবিধা হবে যেহেতু এটি একটা বড়ো বোর্ড পরীক্ষা তাই খুব সাবধানতার মধ্যে খাতা দেখতে হয়।

তাই যে সকল শিক্ষক শিক্ষিকারা এই কাজের দায়িত্ত্ব পেয়েছেন তারাই এই অতিরিক্ত School Holidays বা ছুটি পাবেন। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের তাড়াহুড়ো থেকেই থাকে তাই জন্য পরীক্ষক ও মূল পরীক্ষক কে সরকারি ছুটির দিনেও কাজ করতে হয়েছে। এমন ৪ দিন তারা খাতা দেখার কাজ করেছে স্কুলে এসে।

আবারও টানা 6 দিন ব্যাংক বন্ধ! কী কারণে কোন কোন দিন ছুটি জানুন?

যেদিন গুলো ছিল হলিডে। অন্যান্য শিক্ষকরা হলিডে ছুটি কাটালেও তাদের খাতা দেখার জন্য ১৮ই ফেব্রুয়ারী রবিবার, ২৫শে ফেব্রুয়ারী রবিবার, ২৬শে ফেব্রুয়ারী সোমবার শবেবরাত এবং ৮ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির দিনও কাজ করতে হচ্ছে পরীক্ষক ও প্রধান পরীক্ষককে।

Holidays - ছুটি

তাই পর্ষদ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইসময় বাড়তি কাজের জন্য পরবর্তীতে এই চারদিনের School Holidays বা ছুটি মেকাপ করা হবে। অর্থাৎ বাড়তি আরো চারদিন তারা ছুটি নিতে পারবেন। তার জন্য কোনো ছুটির কারণ দেখাতে হবেনা। তবে সেটা শুধু পরীক্ষক ও প্রধান পরীক্ষকের জন্যই। অন্যান্য শিক্ষকরা সেদিন গুলো স্কুলে আসবেন।

পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ। কারা কারা এই ছুটি পাবেন?

তবে সেই ছুটি ৩০শে এপ্রিলের মধ্যে এই চারটি দিন School Holidays বা ছুটি নিয়ে নিতে বলেছে পর্ষদ। তারপরে নিলে আর বৈধ থাকবেনা ছুটি। এই খবরে পরীক্ষক ও প্রধান পরীক্ষকরা খুবই খুশি। এই বাড়তি ছুটি পেয়ে তাদের একদিকে বেশ ভালই হলো। খাতা দেখার একটা চাপ রয়েই যায়। পরবর্তীতে সেই ছুটি পেলে খানিক নিজের মতো রিফ্রেশ করে আবার স্কুলে যেতে পারবেন।
Written by Shampa Debnath.

Leave a Comment