Primary TET – প্রাইমারি টেট প্রার্থীদের জন্য সুখবর! 50 হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পর্ষদ।

রাজ্যে সরকারি চাকরি পাওয়া যেন দুষ্কর ব্যাপার। তারমধ্যে Primary TET শিক্ষক নিয়োগ নিয়ে যে অরাজকতা পরিস্তিতি সৃষ্টি হয়ে রয়েছে, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে আজও মামলা চলছে সুপ্রিমকোর্টে। তারই মধ্যে ডিসেম্বরে Primary TET বা প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হলো। আগের বছরের টেট এর রেজাল্ট এখনো প্রকাশ হয়নি তারই মধ্যে নতুন করে টেট পরীক্ষা নেওয়া হলো। এরই মধ্যে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন করে 50 হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই খবর অনেক বেকারদের মুখে হাসি ফোটাতে পারে। আপনিও যদি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে থাকেন এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Advertisement

WBBPE Primary TET Recuitment

2022 সালে যে Primary TET বা প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভাগ্য সহায় হয়েছেন। অনেক দিনের দেখা স্বপ্ন হয়তো এবার পূর্ণতা পেতে চলেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাতে লেখা রয়েছে 50 হাজারেরও অধিক শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে।

Advertisement

2022 সালের Primary TET বা প্রাথমিক টেট উত্তীর্ণ হলেও একাধিক ভুল ত্রুটির জন্য মামলা চলে অনেকদিন। প্রথমে বলা হয়েছিল বি এড ও ডি এল এড প্রশিক্ষণ প্রাপ্তরা প্রাথমিক শিক্ষক পরীক্ষায় বসতে পারবেন। কিন্ত পরে অনেক বিষয় নিয়ে মামলা হলে রায় অনুযায়ী প্রাথমিক শিক্ষক পরীক্ষায় শুধুমাত্র ডি এল এড প্রশিক্ষণ প্রাপ্তরাই প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্য বলে বিবেচিত হবে।

তাই মামলার রায় অনুযায়ী Primary TET বা প্রাথমিক টেট পাশের পর যারা বিএড (B.ED) করা সেই সমস্ত চাকরি প্রার্থী এবং NOIS থেকে D.EL.ED করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের বাতিল বলে ঘোষণা করা হয়। বর্তমানে যে সমস্ত প্রার্থী কেবলমাত্র রেগুলার D.EL.ED করছেন তারাই প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউয়ের যোগ্য বিবেচিত হবেন।

এই প্রসঙ্গে প্রাইমারি শিক্ষা বোর্ডের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন 2017 সালের মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর পরই 2022 সালে Primary TET বা প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। আর তখনই 50 হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া তিনি বলেছিলেন 2017 সালের মেধাতালিকা প্রকাশের 20 থেকে 48 ঘণ্টার মধ্যেই 2022 সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে।

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট। সুপ্রীম কোর্টের সবুজ সংকেত।

কিন্ত এমন কথা বলার পরও নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও কোনো ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি বেরোয়নি। ফলে 2022 সালের টেট উত্তীর্ণরা 4 দিনের অনশনে বসছে। এমত পরিস্থিতিতে পর্ষদ তড়িঘড়ি ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে তৎপর হয়েছেন। পর্ষদ সভাপতি আরও বলেন যে 2017 সালের মতন আইনি জটিলতা 2022 এর টেট এ হবেনা। কারণ 2022 সালের পরীক্ষা হয়েছে খুবই স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে।

Teacher Recruitment - শিক্ষক নিয়োগ

তাই এই Primary TET বা প্রাথমিক টেট নিয়োগ নিয়ে কোনো আইনি জটিলতা আসবার কথা নয়। তাই খুব দ্রুত নিয়োগ হওয়ার আশা রাখছেন। যেমন স্বচ্ছ ভাবে টেট হয়েছিল তেমন স্বচ্ছতার সাথেই ইন্টারভিউ নেওয়া হবে আর তার ফল খুব দ্রুত প্রকাশ করা হবে। অন্যদিকে 2017 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর সময় 11,765 টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।

প্রাইমারী TET নিয়ে খুশির খবর! আরও 2225 জন চাকরি পাবে। লেটেস্ট তালিকা দেখে নিন।

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর যাদের মধ্যে থেকে 9,533 জনের একটি মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই বিষয়ে দ্রুত নিয়োগ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে পর্ষদকে। বাকি প্রার্থীদের নাম বর্তমানে আইনি জটিলতার মধ্যে রয়েছে। আইনি জটিলতা কাটলে তাদের মেধাতালিকা ও প্রকাশ করা হবে। পর্ষদ সভাপতির কথায় আশ্বস্ত হয়ে নিয়োগের আশায় অপেক্ষারত 2022 সালের Primary TET বা প্রাথমিক টেট উত্তীর্ণরা। দেখা যাক কবে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এমন আরও গুরুত্তপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের পেজ নিয়মিত ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button