WBBPE Primary TET – প্রাইমারী টেট এর মেধা তালিকা প্রকাশ, নতুন নিয়োগ শুরু। 32000 বাতিল শিক্ষকদের ভবিষ্যৎ কি?

WBBPE Primary TET – পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হলেও রাজ্যের যুবক-যুবতীদের চাকরিতে নিয়োগ (WBBPE Primary TET) করার জন্য প্রক্রিয়া শুরু করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। কোনোভাবেই যাতে রাজ্যের যুবক-যুবতীরা চাকরিতে নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত না হন, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেতে পারেন, সেই দিকেই এবার গুরুত্ব দিয়ে নজর দিয়েছে সরকার। ইতিমধ্যেই প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET) শেষ হয়ে গিয়েছে। রেজাল্ট আউট হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ মেরিট লিস্ট প্রকাশ হবে? কবে বেরোবে প্যানেল? কবে শুরু হবে প্রাথমিক শিক্ষকের নিয়োগ?

Advertisement

এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE Primary TET) তরফে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও একটা বিষয় জানা যাচ্ছে, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। ১৯ দফার ইন্টারভিউ প্রক্রিয়া (Primary Teachers Recruitment Process) নেওয়া হবে আগামী সোমবার ২৪ জুলাই। যেহেতু এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বহু অভিযোগ রয়েছে, তাই এবারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট সতর্ক। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগের আঙুল না ওঠে।

Advertisement

রেশন নিয়ে বড় খবর। এবার থেকে চাল, গমের পাশাপাশি রেশনে পাবেন নতুন নতুন জিনিস।

এর মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের (WBBPE Primary TET) ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায় এসে দাঁড়িয়েছে। এবারের ইন্টারভিউ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের চক, ডাস্টার নিয়ে ডেমো ক্লাস (Demo Class) করে দেখাতে হবে। পুরো ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি (Interview Process Videography) করা হবে। পাশাপাশি, পরীক্ষকরা চাকরিপ্রার্থীদের যে নম্বর দেবেন তা সরাসরি পর্ষদের সার্ভারে আপলোড করা হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতেই এই পদক্ষেপ।

তবে কবে নাগাদ বের হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল (WBBPE Primary TET)? এই প্রশ্নের জবাব এখনো স্পষ্টভাবে পাওয়া না গেলেও পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, নিয়োগ প্রক্রিয়ার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। যথাসময়েই প্রাথমিক শিক্ষকের নিয়োগের প্যানেল প্রকাশিত হবে।
এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রায় কম-বেশি ৪০ হাজার প্রার্থী ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। সেখানে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন ১১ হাজার। ফলে প্রতিযোগিতাও রয়েছে যথেষ্টই বেশি। আর তাই প্রত্যেক চাকরিপ্রার্থীকে ডেমো ক্লাস করে দেখাতে হবে।

ভবিষ্যতে ক্লাসে গিয়ে পড়ুয়াদের সামনে কিভাবে তিনি ক্লাস নিতে পারেন। কারণ এই বিষয়টি একজন শিক্ষক- শিক্ষিকার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সেই দিকেই গুরুত্ব দিয়ে নজর দিচ্ছে পর্ষদ। আগামী সোমবার ২৪ জুলাই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ১৯ দফার ইন্টারভিউ নেওয়া হবে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, এর পরে আর কারো ইন্টারভিউ নেওয়া হবে না। তাহলে কবে নাগাদ বের হতে পারে মেরিট লিস্ট বা প্যানেল? স্পষ্ট ভাবে কিছু না জানা গেলেও আগস্ট মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হয়ে যাবে। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই যত শীঘ্র সম্ভব প্যানেল প্রকাশের জন্য সমস্ত প্রসেস সম্পন্ন করে দেওয়া হবে। আর আগস্ট মাসের মধ্যেই প্রকাশিত হয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট বা প্যানেল।

পুজোর আগে ৮০ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। Business Loan নিয়ে মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button