আর কিছু দিনের অপেক্ষা। যদিও এই বছর টেট (Primary TET Exam) হওয়ার কথা ছিল ১০ই ডিসেম্বর। সেই অনুযায়ী পরীক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছিল। কিন্ত হটাৎ পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয় ১০ই ডিসেম্বর টেট হবে না। তার পরিবর্তে ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা (TET Exam) হতে চলেছে। চাকরির আকালের যুগে একটি সরকারি চাকরি পাবার জন্য সবাই রাত না ঘুমিয়ে নিজের সব টুকু প্রচেষ্টা দিয়ে থাকে। তেমনি এই টেট পরীক্ষা দিতে চলেছে লাখ লাখ ছাত্র ছাত্রী।
Primary TET Exam 2023.
তবুও আগের বারের তুলনায় যদিও এবারের সংখ্যাটা কম তবুও প্রায় ৩ লাখের কাছাকাছি পরীক্ষার্থী টেট দিচ্ছে এবছর। আর এই টেট নিয়ে দুর্নীতির (Primary TET Exam Scam) অভিযোগ কম ওঠেনি বারংবার। তাই সকল পরীক্ষার্থীদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করতেই থাকে। তাই এবছর পর্ষদ একদম প্রথম থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যাতে পরীক্ষা কেন্দ্রে কোনো রকম দুর্নীতি অভিযোগ না উঠতে পারে।
আর সেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়েই আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে টেট। আগামী ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা (Primary TET Exam) অনুষ্ঠিত হতে চলেছে। আর এবছর টেট হলে গিয়ে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক নেওয়া হবেনা সেটা আগেই বলে দেওয়া হয়েছিল পর্ষদ থেকে। পরীক্ষা হলে ঢোকার পূর্বেই সকল পরীক্ষার্থীদের বায়োমেট্রিক নিয়ে নেওয়া হবে। সেইসাথে পরীক্ষা হলের মধ্যেই সি সি টিভি ক্যামেরা থাকবে।
এবছর টেট (Primary TET Exam) হলে কোনো রকম কথার মধ্যে যাতে না পড়তে হয় সেই দিকে নজরদারি রেখেছে পর্ষদ। কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে পর্ষদ থেকে আরও একগুচ্ছ নিয়ম জারি করেছে। আপনি কি জানেন যদি না জেনে থাকেন পড়ুন সম্পূর্নটি। নাহলে পরীক্ষা হলে গিয়ে বিপদে পড়বেন। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, তিনি জানিয়েছেন পরীক্ষা হলে জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা।
তার বদলে পরীক্ষা হলে (Primary TET Exam) প্রত্যেক পরীক্ষার্থীদের জলের পাউচ দেওয়া হবে। পরীক্ষা হলে কোনো গহনাও পরে যাওয়া যাবে না। হাতে রাখা যাবে না শাঁখা পলার মতো বিবাহের প্রতীক। এমনই নির্দেশ দিয়েছেন সকল টেট পরীক্ষার্থীদের জন্য। গত বারও এই সকল নিয়ম রাখা হয়েছিল কিন্ত এই নিয়ম মানতে রাজি থাকেননি পরীক্ষার্থীরা। তারা এই নিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল।
পোস্ট অফিসের এই স্কিমে পাবেন অবাক করা রিটার্ন, একবার বিনিয়োগে সারা জীবন নিশ্চিন্ত।
তবে পর্ষদ (West Bengal Board Of Primary Education) এই নিয়ম একটুও পরিবর্তন না করেও একই নিয়ম জারি রাখছে এটা বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন। ফলে পরীক্ষার্থীরা যেন পরীক্ষা হলে যাওয়ার আগে অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যান এবং তার সাথে টেট পরীক্ষা (Primary TET Exam) নিয়ে রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ এর ওয়েবসাইটে গিয়ে আরও একবার সমস্ত নিয়মকানুন গুলো যাচাই করে নিয়ে পরীক্ষা হলে যাবেন।
Written by Shampa Debnath.
প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে