Summer Vacation – তীব্র গরমে রাজ্যে আরো বাড়লো গরমের ছুটি। কবে স্কুল বন্ধ হবে জেনে নিন।

রাজ্যে অতিরিক্ত গরমের জন্য সমস্ত স্কুলগুলিতে Summer Vacation বা গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এপ্রিল সবে পড়েছে আর এর মধ্যেই গরমের মাত্রা এতটাই বেশি যে মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। দিনের বেলা এতটাই সূর্যের প্রখরতা যে দরকারি কাজ ছাড়া মানুষজন বাইরে বেরোতে চাইছেননা। বাচ্চাদের পক্ষেও স্কুল যাওয়া সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট শিশুদের এই তীব্র গরমে হাঁসফাঁস করছে। স্কুল ড্রেস পরে গরমের মধ্যে থাকা সত্যিই কষ্টসাধ্য ব্যাপার। তাই রাজ্যের একাধিক স্কুল মর্নিং স্কুল চালু করেছে।

WB Summer Vacation Extended for Heat Wave

যদিও দুপুরের দিকে প্রায়ই ঝড় বৃষ্টি হচ্ছে তবুও গরম কমার কোনো লক্ষণ নেই। টানা বৃষ্টি না হলে এই গরম কমবেনা। রাজ্য সরকার তাই স্কুল পড়ুয়াদের কথা ভেবেই Summer Vacation বা গরমের ছুটি ঘোষনা করলেন। এই মুহুর্তে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে ছুঁয়েছে। এখনই যদি এই অবস্থা হয় গ্রীষ্মকালে পরেই আছে আর কত পরিমাণ বাড়বে সেটাই ভয়ের ব্যাপার।

তবে এবার শীত যেমন জাঁকিয়ে পড়েছিল তেমনি গরম পড়বে অনেক। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তার জন্য কোনো জরুরী দরকার (Summer Vacation) ছাড়া বাইরে বেরোতে বারণ করা হয়েছে। প্রচুর পরিমাণে জল ও ফল খেতে বলা হচ্ছে। যাতে শরীরে জলের ঘাটতি না হয়।

এদিকে সমনেই লোকসভা নির্বাচন তাই সেই কথা মাথায় রেখেই ছুটির ঘোষনা করেছেন রাজ্য সরকার। জানা যাচ্ছে, স্কুলগুলিতে আগামী ৬ই মে ২০২৪ থেকে ছুটি পড়বে এবং শেষ হবে ২ জুনে। চলবে টানা প্রায় এক মাস ছুটি। এদিকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরে প্রথম সামেটিভ পরীক্ষা হবে কিছুদিন পরেই আর তারপরেই স্কুলগুলোতে গরমের ছুটি শুরু পড়বে।

অর্থাৎ ছুটির আগেই স্কুলগুলোতে সামেটিভ পরীক্ষা নিয়ে নিতে হবে। শেষ হবে ২রা জুনে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই সময়সীমার মধ্যে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি (Summer Vacation) থাকবে। এই ছুটির আগে প্রত্যেকটি স্কুলে পড়ুয়াদের প্রথম সামেটিভ পরীক্ষা নিয়ে নিতে হবে।

এপ্রিল মাসে থাকছে একাধিক ছুটি! সম্পূর্ণ ছুটির তালিকা দেখে নিন।

এছাড়া Summer Vacation বা গরমের ছুটিতে প্রজেক্ট করতে দিতে হবে যাতে পড়ুয়ারা গরমের ছুটিতে পড়ার একটা রুটিনে থাকে তারজন্য। প্রসঙ্গত, অন্যান্য বারের তুলনায় এবছরের গরমের ছুটি অনেকটাই বাড়ানো হয়েছে। ভোটের জন্য এই ছুটি বাড়ানো হয়েছে। গত বছর গরমের ছুটি দেওয়া হয়েছিল ৯ মে থেকে ২০ মে পর্যন্ত।

Summer Vacation বা গরমের ছুটি

তবে এবছর ভোটের জন্যই এই ছুটি বাড়ানো হয়েছে। তবে ২ জুন স্কুল খুলবে আর সেদিন পড়ছে শনিবার। তাই অনেকের মতে একবারে সোমবার থেকে অর্থাৎ ৪ ঠা জুন থেকে স্কুল খুললে ভালো হতো। অন্যদিকে ৪ ঠা জুন লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার দিন।

এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে স্কুল ছুটি থাকবে রাজ্যে। টানা ছুটি থাকবে? আবার কবে খুলবে?

তাই সেদিন স্কুল খুললেও ফের ছুটি পড়বে কিনা সেটা এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। যদিও টানা একমাসের ছুটি থাকায় পড়ুয়াদের পক্ষে একপ্রকার ভালই হয়েছে। এই গরমে বাইরে না বেরিয়ে বাড়িতে থেকেই পড়াশুনা করা শরীরের পক্ষেই ভালো। এই ধরনের আরও গুরুত্বপূর্ন খবর পেতে আমদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment