রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম জনকল্যাণকর প্রকল্পের ব্যবস্থা করেছেন তার মধ্যে অন্যতম এই প্রকল্প Yuvashree New List এইসব প্রকল্পের মাধ্যমে সাধারণ জনজীবন অনেকটাই আর্থিক সুবিধা পেয়ে থাকেন। সরকার যেমন বৃত্ত বিধবা মহিলা প্রত্যেকের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন ঠিক তেমনি বাংলার যুব সমাজের জন্যও একটি অভিনব প্রকল্পের ব্যবস্থা করেছেন যার নাম যুবশ্রী প্রকল্প।
WB Scheme Yuvashree New List 2024 Download Now
যুবশ্রী প্রকল্পের বা Yuvashree New List মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কর্মসংস্থান হীন মানুষদের প্রতি মাসে ১৫০০/- টাকা থেকে ২৫০০/- টাকা পর্যন্ত বেকার ভাতা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হলো সমস্ত বেকার যুবক-যুবি তারা রয়েছে যারা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেননি, তাদের জন্য নির্দিষ্ট একটি ভাতা দেওয়া হয় প্রত্যেক মাসে সেই ভাতার মাধ্যমে একজন বেকার যুবক-যুবতী কিছুটা আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
যাতে বর্তমান সমাজের যুবকরা মনে সাহস পান, হতাশা গ্রস্থ না হয়ে পড়েন তাই তাদের জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে সরকারি চাকরি পাওয়া যেন লাখ টাকার কথা। অন্যদিকে ব্যাবসা করার মতন সবার কাছে তেমন মূলধন নেই। তাই অগত্যা বেকার হয়ে ঘরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। এই সমস্ত বেকার যুবক যুবতীদের মনোবল বাড়ানোর জন্য মাসিক ইনকাম এর রাস্তা বার করেছে সরকার। এই প্রকল্পে (Yuvashree New List) আবেদন করলে প্রতিমাসে ২০০০ টাকা করে পেয়ে যাবেন যুবকরা।
কারা আবেদনের যোগ্য
১) এই প্রকল্পে আবেদনের জন্য যুবকের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
২) আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে তিনি কোন সরকারি বা বেসরকারি তাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
৪) আবেদনকারী কে ন্যূনতম অষ্টম পাস হতে হবে।
আবেদন পদ্ধতি
১) যুবশ্রী স্কিমের বা Yuvashree New List জন্য আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল (www.employmentbankwb.gov.in) এ যান।
২) এরপর হোমপেজে, Job Seeker অপশনে ক্লিক করুন।
৩) New Enrolment Job Seeker অপশনে ক্লিক করুন।
৪) এরপর ফ্রমে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, জাত, জন্ম তারিখ ইত্যাদি লিখুন।
৫) Submit অপশনে ক্লিক করুন।
এরপর আবেদনগুলি যাচাই-বাছাই পর্ব চলবে। যাদের ফ্রম সঠিক ও নির্ভুল হবে তাদের লিস্ট তৈরি করা হবে। এরপর সেই তালিকা অনুযায়ী আবেদনকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে দুই হাজার টাকা করে পেয়ে যাবেন। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের কারণে বেশ কয়েক মাস ধরে যুবশ্রী প্রকল্পের বা Yuvashree New List সমস্ত কার্যকলাপ বন্ধ ছিল। ইতিমধ্যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং ফলাফলও বেরিয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব ফলাফলের পর পরই রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। যুবশ্রী প্রকল্পের বা Yuvashree New List নতুন করে তালিকা প্রকাশিত করা হচ্ছে। আপনিও কি এই তালিকায় নাম রয়েছে সেটা কিভাবে দেখবেন চলুন জেনে নেওয়া যাক। আর সবচেয়ে খুশির খবর এতদিন যারা আবেদন করার পরও তালিকায় নাম আসছিল না এবার তাদের নামও চলে আসতে পারে তাই তালিকাটির দেখার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে নিন।
কীভাবে গ্রাহকের নতুন তালিকা দেখবেন
১) আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গুগল ক্রমে গিয়ে ‘emplymentbank.wb.gov.in‘ লিখে সার্চ করুন।
২) হোম পেজের মধ্যে থাকা ‘VIEW YUVASHREE NEW WAITING LIST‘ অপশনটা দেখ ক্লিক করে নিন।
৩) এরপরে সম্পূর্ণ ওয়েটিং লিস্টটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে।
৪) সেখান থেকে ভালোভাবে সমস্ত নাম দেখে নিজের নাম খুঁজে নিন অথবা ওপরে থাকা সার্চ বাটনের নিজের নাম লিখে সার্চ করে নিতে পারেন।
আরও পড়ুন, বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে সরকার। PM Wani Scheme প্রকল্পে আবেদন করলেই পাবেন
নাম খুঁজে পেয়ে যাওয়ার পর কী করতে হবে
রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশ হওয়ার পর Annexure I ও Annexure II নামের আরও দুটি ফর্ম ফিলাপ করতে হবে ইচ্ছুক গ্রাহকদের। Annexure I এর মাধ্যমে মূলত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া হবে এবং Annexure II এর মাধ্যমে গ্রাহকদেরকে যেকোন গ্রুপ এ অফিসারের থেকে নিজের বেকারত্বের সার্টিফিকেট সই করিয়ে জমা করতে হবে। তাই তালিকায় আপনার নাম দেখামাত্রই ৭ জুনের মধ্যে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে একদম ভুলবেন না।
পরবর্তী ধাপের জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটটি মাঝেমধ্যে চেক করবেন। এছাড়া যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি, আপনারা যদি আবেদন করতে চান তাহলে অতি সত্ত্বর আবেদন করুন তবে আবেদনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করতে হবে। এমন সরকারি আরও অন্যান্য প্রকল্প (Yuvashree New List) সম্বন্ধে জানতে আমাদের এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.