রাজ্য সরকার কর্তৃক যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প বা Rupashree Prakalpa. এই প্রকল্পের মাধ্যমে একজন মেয়ে তার বিয়ের জন্য বরাদ্দ খরচের অনেকটা অংশই পেয়ে থাকেন। আমাদের রাজ্যে যে সমস্ত দরিদ্র পরিবার রয়েছে সে সমস্ত পরিবারের কন্যা সন্তানের বিয়েতে খরচা করার মতো সামর্থ্য অনেক বাবা মায়ের হয়ে ওঠেনা। তাই রাজ্য সরকার সেই সমস্ত পরিবারের কন্যাদের বিয়ে বাবদ কিছু অর্থ বরাদ্দ করে থাকেন রূপশ্রী প্রকল্পের মাধ্যমে।
WB Rupashree Prakalpa Amount Details Apply Online
রুপশ্রী প্রকল্পের বা Rupashree Prakalpa মাধ্যমে একজন বিবাহযোগ্য কন্যা এককালীন 25000 টাকা পেয়ে থাকেন। তবে এই প্রকল্পের মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের দ্বারা জানা যায় আবেদন করার পরেও বিয়ের পর্ব মিটে যাওয়ার পরে তাদের কাছে রূপশ্রী প্রকল্পের টাকা গিয়ে পৌঁছেছে। এবার যাতে বিয়ের আগেই রূপশ্রীর টাকা হাতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।
যে এবার থেকে আবেদন করার কয়েক দিনের মধ্যেই অর্থাৎ বিয়ের আগেই কিংবা বিয়ের দিন আবেদনকারীর ব্যাংক একাউন্টে টাকা দিয়ে দিতে হবে। যদিও সেক্ষেত্রে টাকা পাঠাতে দেরি হওয়ার কারণ ছিল সময়ের মধ্যে আবেদনপত্র যাচাই করে উঠতে না পারা। তাই সেই নিয়মে বদল আনা হয়েছে। জানা যাচ্ছে, শনিবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। প্রসঙ্গত জানা যাচ্ছে, এতদিন আবেদন যাচাইয়ের কাজ চলত ধীরগতিতে। সেক্ষেত্রে আধিকারিকদের গাফিলতিও ছিল বলে অভিযোগ ওঠে।
ফলে অনেকেরই টাকা বকেয়া পড়ে থাকছিল। শুধু তাই নয়, আবেদন করলেও আবার এই প্রকল্পের সুবিধা অনেকে পাননি বলেও অভিযোগ উঠেছিল। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিয়ের আগেই রূপশ্রীর বা Rupashree Prakalpa টাকা পাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে খুব দেরি হলে বিয়ের দিনই পাত্রীর পাঠিয়ে দিতে হবে। সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নতুন নির্দেশের বিষয়ে সব জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন দফতরের আধিকারিকরা।
শুধু তাই নয় আবেদনকারীদের পাঠানো সকল নথিপত্র যাচাই করুন করে খুব দ্রুততার সাথে আপলোড করতে হবে পোর্টালে এছাড়া ব্যাংক অ্যাকাউন্টেও খুব দ্রুততার সাথে টাকা পাঠাতে হবে বিয়ের দিনের আগে কিংবা খুব দেরি হলেও বিয়ের দিনের মধ্যেই। এছাড়া যে সমস্ত আবেদনকারী টাকা পাননি তাদের নথিপত্র যাচাই করণ করেও তাদের অবিলম্বে টাকা দেওয়ার ব্যবস্থা করে নির্দেশ পাঠাতে হবে জেলার প্রশাসকদের কাছে।
আবেদন সম্বন্ধে জেনেনিন
রূপশ্রী প্রকল্পে বা Rupashree Prakalpa আবেদন করার পদ্ধতি দুই রকম ভাবেই করা যায়। অনলাইন এবং অফলাইন দু-ভাবেই আবেদন জানানো যাবে। ‘রূপশ্রী’ প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে একটি ফর্ম পূরণ করতে হবে। তার সঙ্গে জমা দিতে হবে নথিপত্র যেমন আবেদনকারী ব্যাংক একাউন্ট, আবেদনকারীর আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের কার্ড।
আবেদনের ফর্ম পঞ্চায়েত অফিস থেকে পাওয়া যায় সহজে। অথবা আবেদনপত্র নিজেই কম্পিউটার থেকে সরাসরি ডাউনলোড করা যায়। আপনি যদি আবেদন করতে চান তাহলে ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে পারেন উক্ত পদ্ধতিতে। আর পেয়ে যান এককালীন ২৫০০০ টাকা। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে।
Written by Shampa Debnath.