Civik Volunteer – ভলান্টিয়ারদের জন্য নতুন নিয়ম জারি করল সরকার। এখন নিজের প্রয়োজনে বদলি নিতে পারবে কর্মীরা।

পশ্চিমবঙ্গের Civik Volunteer বা মহিলা সিভিক ভলান্টিয়ার বা লেডি ভলান্টিয়ারদের জন্য নতুন নিয়ম জারি হল সম্প্রতি। বিগত কয়েক বছরে লেডি ভলান্টিয়ার পদে নিয়োগ পেয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী তরুণী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে লেডি ভলান্টিয়ার পদের শূন্যপদ পূরণ হয়েছে। তবে সিভিক ভলান্টিয়ারদের জন্য বেশ কিছু নিয়ম জারি করেছে রাজ্য সরকার।

New Transfer Rules for Lady Civik Volunteer

সম্প্রতি সরকারের তরফে একগুচ্ছ ঘোষণা হয়েছে সিভিকদের জন্য। এর পাশাপাশি সিভিকদের বদলি নিয়েও এবার পদক্ষেপ আসতে চলেছে সরকার তরফে। পুলিশদের মতো Lady Civik Volunteer বা ভলান্টিয়ারদের দায়িত্বও কিছু কম নয়। আদালতের তরফে সিভিকদের কাজের বিবরণী আলাদা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার সিভিকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে। যেমন, ভলান্টিয়ারদের মাসিক বেতন বা ভাতা এক হাজার টাকা করে বেড়েছে। আগে সিভিক ভলান্টিয়াররা মাসে নয় হাজার টাকা করে বেতন পেতেন। কিন্তু বর্তমানে তাঁদের বেতন হয়ে দাঁড়িয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের শূন্যপদ বেড়েছে।

যাতে আরও চাকরিপ্রার্থীরা নিয়োগ পান, তার জন্য কোটা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে, প্রতি বছর সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্তদের সংখ্যা বেড়েছে। ফলে বহু চাকরিপ্রার্থী তাঁদের নিয়োগে নতুন দিশা দেখছেন। ইতোমধ্যে রাজ্যের সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত প্রার্থীদের মধ্যে ৪০ শতাংশ সিভিক ভলান্টিয়ার হলেন মহিলা বা Lady Civik Volunteer.

মোদী সরকারের বড় আপডেট! কর্মচারীরা পাবেনা পেনশন ও গ্রাচুইটি।

সিভিক ভলান্টিয়ার পদের নিয়ম হল প্রার্থীরা যে জেলায় নিযুক্ত হন, তাঁদের সেই জেলা তেই কর্মরত থাকতে হয়। ট্রান্সফারের সুযোগ তেমন থাকে না। অথবা বলা যায় এই ধরণের নিয়ম চালু হয়নি এখনও। তবে সূত্রের খবর, ভলান্টিয়ারদের ট্রান্সফার নিয়মে আসতে চলেছে বড়সড় বদল
(Lady Civik Volunteer).

বেতন বৃদ্ধি তথা Govt Salary

সাধারণত অনেক সময়েই দেখা যায়, মহিলা প্রার্থী সিভিক ভলান্টিয়াররা বিয়ের আগে কাজে নিযুক্ত হন ও বিয়ের পর ট্রান্সফার না পেলে তাঁদের সেই জেলাতেই থেকে যেতে হয়। তাই Lady Civik Volunteer বা লেডি ভলান্টিয়ার পদে কর্মরতদের সুবিধার্থে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।

সংশ্লিষ্ট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, Lady Civik Volunteer বা মহিলা সিভিক ভলান্টিয়াররা যে জেলায় নিযুক্ত হবেন, তাঁদের বিয়ে যদি কোনো দূরবর্তী স্থানে হয়, তবে তাঁদের বদলির জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। শোনা যাচ্ছে, আপাতত এই প্রস্তাব পাঠানো হয়েছে ওপরমহলে। খুব শীঘ্রই এর উত্তর মিলবে বলে আশা করা হচ্ছে।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment