Teacher Promotion – কোন কোন পদে হবে প্রোমোশান, জানুন বিস্তারিত।
শিক্ষকদের জন্য (Teacher Promotion) রাজ্য সরকারের তরফে খুশির সংবাদ। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হলো শিক্ষকদেরও প্রমোশন দেওয়া হবে। তাই এই নিয়ে চলতি মাসেই বিকাশ ভবনে বৈঠক হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য প্রমোশন নীতি চালু করায় শিক্ষকদের খুবই উপকার হবে। এই প্রমোশন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। সেটা কোন বিষয়ের উপর নির্ধারণ করা হবে সেই নিয়ে কমিটি গঠন করা হবে স্কুল কমিশনারের নেতৃত্বে।
যেভাবে প্রত্যেকটি সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতার ওপর বিচার করে প্রমোশন (Teacher Promotion) দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়া কলেজের অধ্যাপক এর ক্ষেত্রেও প্রমোশনের নিয়ম আছে। অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্টেন্ট প্রফেসর তেমনি শিক্ষকদেরও পদোন্নতি ঘটবে যেমন সিনিয়র শিক্ষক বা অ্যাসোসিয়েট শিক্ষক। এই নিয়ে রাজ্য সরকারের তরফে খুবই দ্রুত ৬ সদস্যের কমিটি গঠন করে মিটিং করা হবে। যাতে এই কর্মসূচি খুব তারাতারি শুরু করা যায়।
কোন কোন বিষয়ের ওপর পদোন্নতি নির্ভর করবেঃ
যে কোনো কাজে অভিজ্ঞতা ও কাজের প্রতি দায়বদ্ধতা দেখে তার পদোন্নতি ঠিক করা হয়। এক্ষেত্রেও দেখা হবে কোন টিচার গুণগত মানে ভালো ক্লাস নিচ্ছেন, নিজের ক্লাসের পরেও এক্সট্রা ক্লাস নিচ্ছেন। কোনো শিক্ষামূলক ভ্রমণ করার জন্য নিজে থেকে উৎসাহী হচ্ছেন কিনা। এছাড়া ক্লাস টেস্ট নেওয়া, ছাত্রছাত্রীর কাছে সহজ ও ভালো টিচারদের মাত্রা পাওয়া তার ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট হিসাবে দেখা হবে।
এছাড়া কোনো টিচারদের (Teacher Promotion) নিজের লেখা কোনো বই থাকলে সে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন এই পদোন্নতির ক্ষেত্রে। যেমন অধ্যাপকরা নিজের বই প্রকাশনার কাজ করে তেমনি শিক্ষকের কোনো নিজের লেখা বই থাকলে সেটি প্লাস পয়েন্ট হবে। কোনো টিচার পরীক্ষার সময় হেড এক্সামিনার হিসাবে দায়িত্ব নিচ্ছে কিনা সেটাও দেখা হবে পদোন্নতির জন্য।
এইসমস্ত বিষয় নিয়ে বৈঠক হওয়ার কথা ৬ সদস্য দলকে নিয়ে। তবে শিক্ষক (Teacher Promotion) মহলের কিছু জন এই বিষয়ে সন্তুষ্ট হলেও একাংশ এই বিষয়ের ভালো কিছু দেখতে পারছেননা। কারণ অধ্যাপকরা যেমন নিজের বই প্রকাশনা করতে পারেন শিক্ষকদের ক্ষেত্রে সেটা কি আদৌ সম্ভব। সেই নিয়ে একাংশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
কিছু রাজনৈতিক মন্তব্যও ভেসে আসে এই কর্মসূচির জন্য। যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলে বসলেন, হঠাৎ করে এই বিলের কারণ তো আমরা জানি না। এছাড়া যে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়, এখনো হাজার হাজার শিক্ষক চাকরির জন্য পথে অবরোধ করে চলেছে তাদের সঠিক ভাবে নিয়োগ না করে সেইসব শিক্ষকদের বঞ্চিত করে শিক্ষকদের পদোন্নতি ঘটানোর মতন কোনো ব্যাবস্থা করা এই রাজ্যে কোনো শিক্ষককূলের জন্য উচিত কাজ নয়। এখন দেখা যাক এই নিয়ে কবে চূড়ান্ত রিপোর্ট কবে বের হয়। শিক্ষকদের এই পদোন্নতি কতটা ফলপ্রসূ হয় সেটাই দেখার।
Written by Shampa Debnath.