Holidays – ভাইফোঁটার পরেও রাজ্য জুড়ে ঢালাও ছুটি ঘোষণা করলো সরকার, কবে কবে ছুটি থাকবে?

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর পার্বণ বা উৎসব মানেই ছুটি (Holidays). কিছুদিন আগেই দূর্গাপূজা শেষ হলো। এবার দুর্গাপূজায় রাজ্য সরকারি কর্মচারীরা চতুর্থী থেকেই ছুটি পেয়েছে। আর ছুটি শেষ হয়েছে সেই লক্ষ্মী পূজা পার করে। এতেই শেষ নয়। লক্ষ্মী পূজা শেষ হলে সমস্ত স্কুল, কলেজ ও সরকারি অফিস খোলার পর আবারও কালীপূজা ও ভাইফোঁটার ছুটি পড়েছে। তবে আবারও ছুটির ঘোষনা করা হলো নবান্ন তরফে।

Holidays List After Diwali.

১৯ নভেম্বর ছট পূজা পড়েছে। সেদিন রোববার। তাই এমনিতেই ছুটি থাকার কারণে ছট পূজা উপলক্ষ্যে সোমবার ছুটি (Holidays) দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০ নভেম্বর। আগে ছট পূজার জন্য শুধু যারা পূজা করতেন তাদের ছুটি দেওয়া হতো কিন্তু এই কয়েক বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হয়।

এছাড়া কোনো উৎসব ছুটির দিনে (Holidays) পড়ে গেলেও তার পরের দিন ছুটি ঘোষনা করা হয়। সেইভাবেই ১৯ নভেম্বরের ছুটি ২০ নভেম্বর পাচ্ছে সবাই। ফলে কালীপূজা থেকে ছট পূজা পর্যন্ত একটা লম্বা ছুটি পেয়ে গেলো রাজ্য সরকারি কর্মচারীরা। তাই তাদের আনন্দের শেষ নেই। এই বছর শুধু ছুটি ই ছুটি।

গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা গোপন কোডের মানে কি? 99% লোকই পারবেন না।

তবে এর পরের বছর ছুটিও কিছু কম নেই। পরের বছরের ছুটির তালিকা ইতিমধ্যে নবান্ন থেকে প্রকাশিত হয়েছে।
আগামী বছর ২০২৪ সালে দুর্গাপুজোর ছুটির তালিকা : আগামী বছর এবছরের মতই চতুর্থীর দিন থেকেই পুজো শুরু হচ্ছে তবে তার আগে দ্বিতীয়া ও তৃতীয়া যেহেতু শনি ও রবিবার পড়েছে তাই দ্বিতীয়া থেকেই ছুটি শুরু হয়ে যাচ্ছে।

পুজোর ছুটির পর লক্ষ্মী পুজো ১৬ অক্টোবর পড়লেও তার পরের দু’দিন ছুটি অর্থাৎ ১৭ ও ১৮ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা (Holidays) করা হয়েছে। সবমিলিয়ে পুজোতে সরকারি কর্মীরা সেই দ্বিতীয়া থেকে শুরু করে মোট দুসপ্তাহের ছুটি উপভোগ করতে পারবেন। ফলে এখন থেকেই আগামী পূজার ছুটির তালিকা দেখে এবছরের মতই খুশিতে মত্ত রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে পারেন।
Written by Shampa Debnath.

এই বিশেষ ধরনের পুরনো 5 টাকার নোট থাকলেই পাবেন লাখ টাকা। সঠিক উপায়ে বিক্রয় করার পদ্ধতি।

Leave a Comment