Rice Price – বাংলার কৃষকদের মুখে হাসি ফুটলো, ধানের সহায়ক মূল্য বাড়ালো রাজ্য সরকার। জানুন নতুন রেট।

Rice Price – ঠিক কতটাকা বাড়লো, জানুন বিস্তারির।

অবশেষে বেড়েই গেল ধানের সহায়ক (Rice Price) মূল্য। এবার থেকে কুইন্টাল পিছু ধানের মূল্য হবে ২২০৩ টাকা। ইতিমধ্যে খাদ্য দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সম্বন্ধে জানিয়ে দেওয়া হয়েছে। এতদিন কুইন্টাল পিছু ধানের সহায়ক মূল্য ছিল ২০৪০ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২১৮৩ টাকা। এর সাথে যুক্ত করা হবে ২০ টাকা বোনাস। সবমিলিয়ে ধানের সহায়ক মূল্য দাঁড়িয়েছে ২২০৩ টাকা। বুধবার থেকে এই দাম রাজ্যে সর্বত্র গণ্য হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

কেবলমাত্র ধানের সহায়ক মূল্য (Rice Price) বৃদ্ধি হয়নি, এর পাশাপাশি প্রতি মরসুমে একজন কৃষক কত পরিমান ধান বিক্রি করতে পারবেন সে সম্বন্ধেও জানানো হয়েছে। জানা যাচ্ছে, একজন কৃষক প্রতি মরসুমে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। আর চলতি মরসুমে অর্থাৎ খারিফ মরসুমে সরকার অতিরিক্ত ৭-৮ লাখ টন ধান কিনবে। সম্প্রতি এই নিয়ে বৈঠক হয়ে গেছে খাদ্য ভাবনে।

Advertisement

এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও এই দুই দপ্তরের শীর্ষ আধিকারিকেরাও এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ধানের সহায়ক মূল্য ও ধান কেনাবেচা সম্পর্কে। এরপরেই বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দপ্তর।

৮২ নম্বর না ৮৩ নম্বর কত পেলে পাস? টেট পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত জানালেন কলকাতা হাইকোর্ট?

আপনাদের জানিয়ে রাখি, এবার থেকে ধান কেনার যে প্রক্রিয়া তাতে কিছু ছাড় দেবে রাজ্য সরকার। আগে ঠিক হয়েছিল, চাষিদের আধার কার্ডের সাথে বায়োমেট্রিক যাচাই করা হবে। কিন্তু আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি পরিমাণ ধান (Rice Price) যাতে দ্রুত কেনা যায় সেই কথার মাথায় রেখে চাষিদের আধার কার্ডের সাথে বায়োমেট্রিক যাচাই করা হবে না। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে ৫০ লাখ টন -এর কাছাকাছি ধান চাষিদের কাছ থেকে কিনে নিয়েছে খাদ্য দপ্তর।

এই চাল কাজে লাগানো হবে রেশন সরবরাহ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও মিড ডে মিলের ক্ষেত্রে। জানা যাচ্ছে, এইসব কাজের জন্য বর্তমানে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ আছে। কিন্তু রেশন প্রকল্পের গ্রাহকদের জন্য আরও বেশি পরিমাণে চালের প্রয়োজন হবে। তাই খাদ্য দপ্তর এই মুহূর্তে দ্রুত ধান কেনার উপর দৃষ্টি দিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই উচ্চ পর্যায়ের বৈঠক সংঘটিত হওয়ার আগে রাজ্যের খাদ্য সচিব পারভেজ আমেদ সিদ্দিকী ভিডিও কনফারেন্সে কথা বলেছেন রাজ্যের জেলাশাসক ও খাদ্য দপ্তর এর আধিকারিকদের সাথে। সেখানেই সম্পূর্ণ কথাবার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল। এরপরে উচ্চ পর্যায়ের বৈঠকে ধানের সহায়ক মূল্য বৃদ্ধি ও কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে খাদ্য দপ্তর।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটে জিতে কে কত টাকা পাবেন? প্রধান, সদস্য, সভাধিপতি, সভাপতিদের ভাতা কত, জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button