সরকারি কর্মীদের বর্ধিত DA নিয়ে মিলল ইতিবাচক ইঙ্গিত, দেখে নিন ঠিক কি বললো রাজ্য সরকার।

কবে পাবে বর্ধিত DA? কোন ইঙ্গিত মিলছে দেখে নিন।

খবর সামনে আসছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগেই বাড়তে পারে মহার্ঘ ভাতা (DA)! প্রায় ৩ শতাংশ বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা! মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে প্রায় ৪৫ শতাংশে! কিন্তু সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের সাথে বঞ্চনা হচ্ছে বলে দাবি। দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। দীর্ঘ সময় ধরে শহীদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের সদস্যরা। কর্ম বিরতি, প্রতিবাদী অবস্থান, মিটিং, মিছিল ইত্যাদি করেও কোনও সুরাহা পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। দীর্ঘ সময় ধরে তাঁদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হয়নি। তাঁরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি ও বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছেন। তাঁদের এই দাবি এখনও পর্যন্ত রাজ্য সরকার মেটায়নি। এই বঞ্চনা তাঁরা আর মানতে পারছেন না।

একদিকে কেন্দ্র সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ মাত্র ৬ শতাংশ। তাও দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে আছে। এখন প্রশ্ন রাজ্য সরকার কেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটাচ্ছে না? আর কবেই বা মহার্ঘ ভাতা বাড়ানো হবে?

5 টাকায় ভাগ্যবদল! হাতে আসবে লাখ টাকা, জানুন কীভাবে?

রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা মেটানো ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ, কর্ম বিরতি ও মিছিল করেও যখন কোনও লাভ পাননি, তখন বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টের দোর গোড়াতেই আটকে রয়েছে। এই মামলার শুনানি জুলাই মাসে হয়।

সেই শুনানিতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন আছে বলে জানিয়েছে। আর এই কারণেই এখন প্রহর গুনতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। তাঁদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। সূত্র মারফত জানা যাচ্ছে, এই মামলার আগামী শুনানি হবে নভেম্বর মাসে।

কিন্তু নভেম্বর মাসে একাধিক ছুটি রয়েছে। ফলে আবার শুনানির দিন বদলাতে পারে বলে সংশয় প্রকাশ করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি নভেম্বরের কত তারিখে আগামী শুনানি হবে। তবে নভেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ নাগাদ এই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের কাছে মহার্ঘ ভাতা সংক্রান্ত দাবি করছিলেন। কিন্তু সরকার পক্ষ থেকে কোনও আশাবাদী উত্তর পাননি তাঁরা। বরং কেন্দ্র সরকারকেই দোষারোপ করতে বেশি মনোনিবেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সুপ্রিম কোর্টের রায় দানের পর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকার কবে মেটাবে? এই প্রশ্নের এখনও কোনো উত্তর পাওয়া যায়নি।

Primary TET এর ঘুষ দেওয়া শিক্ষকদের ডাক পড়ছে CBI দপ্তরে, 2014 – 2021 লিস্ট সহ হাজিরার নোটিশ।

Leave a Comment