আজকের থেকে ১৬০ বছর আগে ১৬’ই এপ্রিল ১৮৫৩ সালে প্রথম যাত্রা শুরু করেছিল ভারতীয় রেল। সেই দিনের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এবার সেই গতিতে বাংলার সামনে করা নাড়ছে “বন্দে ভারত”। কবে থেকে এই রেলের চাকা গড়াবে এখানে দেখে নেওয়া যাক। কিছুদিন আগে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে দেশের বাকি জায়গার মতো এবার পূর্ব ও উত্তর পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গেও গড়াতে চলেছে বন্দে ভারতের চাকা।
বন্দে ভারতের যাত্রা পথ, সময় জেনে নিন।
এখনো পর্যন্ত এই সমস্ত জায়গায় কমপক্ষে ৫ টি রেল চালানোর কথা প্রাথমিক ভাবে ভাবছে রেল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন “MAKE IN INDIA” এই স্বপ্নের বাস্তব রূপ হল এই “বন্দে ভারত”। প্রযুক্তি গত দিক থেকে বিশ্বের সমস্ত ট্রেনকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত এই রেল। এখনো পর্যন্ত দেশের বেশ কয়েকটি জায়গায় চলা ফেরা করছে এই ট্রেন।
কিন্তু আগামী দিনে সারা দেশ জুড়ে ৭৫’টি এই ধরণের ট্রেন চালানোর কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। আর এই জন্য ২০২৩ সালের ১৫’ই আগস্ট এর শেষ সীমা রাখা হয়েছে। ১৫’ই ফেব্রুয়ারি ২০১৯ সালে প্রধানমন্ত্রী এই রেলকে সবুজ সংকেত দেখায় তার পর ১৭’ই ফেব্রুয়ারি থেকে এই ট্রেনের যাত্রা শুরু হয়। প্রথম বারের জন্য নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র বারানসি থেকে দেশের রাজধানী দিল্লী পর্যন্ত যাত্রা শুরু করে। এই রেলের প্রতি ঘণ্টায় ১৩০ কিলো-মিটার হতে চলেছে।
জানেন কি একটি ট্রেনের মাইলেজ কত কিম্বা সারা ভারতে মোট কতগুলি রেল স্টেশন আছে??
কিন্তু ভবিষ্যতে দেশের রেলপথ আরও উন্নত হলে ১৬০-১৮০ কিলোমিটার ঘণ্টার গতিতে এই ট্রেন দৌড়াতে পারে। কিছু দিন আগে আরও দুটি বন্দে ভারত ট্রেন রুটের ঘোষণা করা হয় ভারতীয় রেলের তরফ থেকে। গুজরাত রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত প্রথম রুট এবং হিমাচল প্রদেশের আন্দরা থেকে নিউ দিল্লী পর্যন্ত।
এছাড়াও দক্ষিণ ভারতের দুই রাজ্যের মধ্যে অর্থাৎ কর্ণাটকের মৈসুর থেকে তামিলনাড়ুর রাজধানী পর্যন্ত এই ট্রেনের রুট চালু হয়েছে। দক্ষিণ ভারতের মধ্যে এটাই প্রথম বন্দে ভারত রেলপথ হতে চলেছে।
উত্তর থেকে দক্ষিণ ও দক্ষিণ থেকে পশ্চিম দেশের সমস্ত প্রান্তেই প্রায় পৌঁছে গেছে বন্দে ভারত। এবার অপেক্ষায় পূর্ব সহ উত্তর-পূর্ব ভারত।
কিন্তু এই অপেক্ষা যে আর বেশি দিন করতে হবে না সেই বিষয় সাফ জানিয়ে দিলো ভারতীয় রেল। এই সকল রাজ্য জুড়ে প্রথমে ৫ টি ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সম্ভবত এই রুট গুলি হতে চলেছে হাওড়া-রাঁচি। হাওড়া-ঝাড়সুগুদা। হাওড়া-ভুবনেশ্বর। পাটনা-হাওড়া। শিয়ালদা বা হাওড়া থেকে উত্তর বঙ্গের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই ট্রেন। এই রুটে পরিষেবা চালু হলে এই সকল এলাকা আরও উন্নত হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
রেলের তরফে বিপুল নিয়োগ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
এছাড়াও এই ফলে পর্যটন ও ব্যবসার উন্নতি হবে তার সঙ্গে যোগাযোগ উন্নত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবার জেনে নেওয়া যাক কবে থেকে পশ্চিমবঙ্গে চলবে এই বন্দে ভারত রেল সেটা ঠিক রেলের আধিকারিকরা না বললেও বিভিন্ন সূত্র মারফৎ খবর অনুসারে আগামী ৬ মাসের মধ্যে অন্তত হাওড়া ও শিয়ালদা থেকে চালু হয়ে যাবে এই রেল পরিষেবা এমনই আশা করছে নানা মহল।