বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা – বর্তমানে জীবাশ্ম জ্বালানি গুলির দ্রুত ক্ষয়ের ফলে তার পরিমাণ অনেক কমে এসেছে। সেজন্য মানুষ বিভিন্ন প্রকারের বিকল্পের সন্ধানে লিপ্ত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এমনই এক বিকল্পের সন্ধান হলো বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে প্রকাণ্ড দৈত্যাকার উইন্ডমিলের বদলে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আকারে অত্যন্ত ছোট উইন্ড টারবাইন আবিষ্কার করা সম্ভব হয়েছে।
বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা সারাজীবন কিভাবে পাবেন।
এই টারবাইনগুলি এতটাই ছোট যে সেগুলি বাড়ি বা অফিসের ছাদেও খুব সহজে বসানো যাবে।
সম্প্রতি এইরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের এই পোস্ট রীতিমতো সারা ফেলে দিয়েছে সোশ্যাল জগতে। এটির নাম হল টিউলিপ উইন্ড টারবাইন। এই জাতীয় টারবাইনগুলিকে খুব অল্প জায়গায় ইন্সটল করা যেতে পারে।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা এ প্রসঙ্গে বলেন, “এগুলি ভারতের জন্য ভালো : এমতাবস্থায়, এই উইন্ড টারবাইনের ভিডিও শেয়ার করে আনন্দ মাহিন্দ্র জানিয়েছেন, “আমি প্রায়ই ভাবি যে প্রচলিত টারবাইনগুলিকে এত বড় জায়গায় এবং উচ্চতায় রাখা কতটা টেকসই? শক্তি উৎপাদনের অন্যান্য উপায়কে স্বাগত জানানো উচিত।
” পাশাপাশি, তিনি আরও জানান যে, “এই টিউলিপ টারবাইন ভারতের জন্য আদর্শ হতে পারে। কম খরচ (বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা) এবং জায়গায় এগুলি শহুরে এবং গ্রামীণ উভয় এলাকার জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে।”
বিশেষত্বঃ-
১) এই টারবাইনগুলি ইন্সটল করা খুবই সহজ।
২) এই জাতীয় টারবাইনগুলিকে খুব অল্প জায়গায় ইন্সটল করা যেতে পারে।
৩) টিউলিপ উইন্ড টারবাইনের ২টি ডানার মধ্যে একটিতে যখন বাতাস আঘাত করে, সেটি অন্য ডানাটিকেও ঘোরাতে শুরু করে।
৪) এতে খরচও নিতান্তই কম।
৫) এতে খুব সরলভাবে গ্রিন এনার্জি উৎপন্ন করা যায়। (বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা)
৬) এই টারবাইনগুলি বিভিন্ন রঙেও পেতে পারেন।
হবে।
এবিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম আরো খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট।
Written by Raju.