Job Vacancy – মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদনে আর মাত্র কিছু দিন বাকি আছে।

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর দুর্দান্ত চাকরি পাওয়ার বা Job Vacancy সুযোগ। বর্তমানে সরকারি চাকরির পাওয়া একটি দূষ্কর ব্যাপার। তবে সরকারি চাকরি ছাড়া আরও অনেক এমন কোর্স রয়েছে যেগুলোর মাধ্যমে ভালো চাকরি পাওয়া যায় বা যেতে পারে। তেমনি আপনার জন্য অপেক্ষা করছে, এমন একটি ভালো পদের ভালো বেতনের চাকরি।

Advertisement

Urgent Job Vacancy Apply Online

এই চাকরি বা Job Vacancy সংক্রান্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে। এই প্রতিবেদনের মাধ্যমেই আমরা তুলে ধরব এই চাকরি সংক্রান্ত তথ্য যেমন প্রয়োজনীয় যোগ্যতা, শূন্য পদ, বেতন স্কেল, বয়স সীমা, আবেদন প্রক্রিয়া সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনার বয়স হতে হবে, ১৮ থেকে ৩০-৩৫ বছরের মধ্যে।

Advertisement

নিয়োগ ও শূন্যপদ, নাম

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) দিল্লি এবং এনসিআর এর একটি কেন্দ্রীয় হাসপাতালে আউটসোর্সিং এর ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ বা Job Vacancy প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। মোট শূন্য পদের সংখ্যা ৩৯৮ টি। বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল, ১) ডাটা এন্ট্রি অপারেটর, ২) মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ৩) MTS, ল্যাব আটেন্টেড ও আরো বিভিন্ন শূন্যপদ।

আবেদন শুরুর ও শেষ তারিখ

এই পদে আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে এই খানে বলে দেওয়া তারিখের মধ্যে আবেদন করতে হবে তা হলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে বা জমা নেওয়া হবে, জেনেনিন কবে দিয়ে শুরু হবে। শুরুর তারিখ, ২৯/০৫/২০২৪ এই তারিখ দিয়ে আবেদন করতে পাড়বেন আপনি এবং ১২/০৬/ ২০২৪ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে আপনাকে তা হলে আপনার চাকরির আবেদন বা Job Vacancy সম্পূর্ণ হবে।

বেতন স্কেল

যেহেতু বিভিন্ন রকম পদ রয়েছে, তাই পদ অনুযায়ী বেতনস্কেল বিভিন্ন। কোন পদের জন্য কেমন বেতন থাকবে জেনে নিন,
১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইউনিটি পদের জন্য প্রাপ্ত বেতন ০২ ৪০৭১০ টাকা
২) জুনিয়র ফিজিওথেরাপিস্ট এর জন্য ০৩ ২৫০০০ টাকা
৩) MTS (মাল্টি-টাস্কিং স্টাফ) ১৪৫ ১৮৪৮৬ টাকা
৪) ডেটা এন্ট্রি অপারেটর ১০০ ২২৫১৬ টাকা

৫) পেসেন্ট কেয়ার ম্যানেজার ( পিসিএম) ১০০ ৩০০০০ টাকা
৬) ইমেজেন্সি মেডিকেল টেকনিশিয়াম ০৩ ২২৫১৬ টাকা
৭) ড্রাইভার ০২ ২২৫১৬ টাকা
মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (এমএলটি) ০৮ ২৪৪৪০ টাকা
৮) পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর ( পিসিসি) ০৭ ২৪৪৪০ টাকা

৯) রেডিওগ্রাফার ৩২ ৪০৭১০ টাকা
১০) ল্যাব অ্যাটেনডেন্ট ০৩ ২২৫১৬ টাকা
১১) অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট (ওটি) ৩৭ ২২৫১৬ টাকা
১২) চক্ষু প্রযুক্তিবিদ ০৫ ৩১০০০ টাকা
১৩) ফার্মাসিস্ট ১৫ ২৪৪৪০ টাকা
১৪) নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর/ নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার ০১ ২৪৪৪০ টাকা

যোগ্যতা

বিভিন্ন পদের চাকরির বা Job Vacancy জন্য বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ইউনিটি বিএসসি স্বীকৃত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা ও শ্রাবণে ডিগ্রি
জুনিয়র ফিজিওথেরাপিস্ট পদের জন্য উচ্চমাধ্যিক পাস ফিজিওথেরাপিতে ডিগ্রি নিয়ে
MTS (মাল্টি-টাস্কিং স্টাফ) পদের জন্য মাধ্যমিক পাশ
ডেটা এন্ট্রি অপারেটর এর জন্য উচ্চমাধ্যমিক পাশ
পেসেন্ট কেয়ার ম্যানেজার ( পিসিএম) পদের জন্য জীবন বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সাথে হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ইমেজেন্সি মেডিকেল টেকনিশিয়ান পদের জন্য EMT- বেসিক এবং এডভান্সড সার্টিফিকেশন।
ড্রাইভার পদের জন্য মাধ্যমিক পাশ সাথে ড্রাইভার কাজের ০৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (এমএলটি) পদের জন্য মেডিকেল ল্যাবরেটরিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর ( পিসিসি) পদের জন্য জীবন বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

রেডিওগ্রাফার পদের জন্য B.SC অনার্স রেডিওগ্রাফিতে স্নাতক ডিগ্রি সাথে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ।
অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট পদের জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ( অ্যানেসথেসিয়া এবং অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট) ডিগ্রি থাকতে হবে।
গবেষণা সহাকারী পদের জন্য জীবন বিজ্ঞানে M.sc।
বিকাশকারী পদের জন্য MCA/B.Tech/M.Tech/M.sc(IT) (কম্পিউটার সায়েন্স)

জুনিয়র হিন্দি অনুবাদক পদের জন্য ইংরেজি ও হিন্দিতে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
সহাকারী ডাইটিসিয়ান পদের জন্য M.sc ( খাদ্য ও পুষ্টি)।
ফ্রেবোটামিস্ট পদের জন্য মেডিকেল ল্যাবরেটরিতে স্নাতক ডিগ্রি।
চক্ষু প্রযুক্তিবিদ পদের জন্য B.SC চক্ষু সংক্রান্ত প্রযুক্তি।
ফার্মাসিস্ট ফার্মেসিতে ডিপ্লোমা।
নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর/ নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার পদের জন্য m.SC/M. Tech ( বায়োইনফরমেটিক্স)

নিয়োগ প্রক্রিয়া

BECIL Recruitment 2024 শূন্যপদ গুলির জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না । শুধুমাত্র যোগ্যতার সার্টিফিকেট এবং ইন্টারভিউর মাধ্যমে নির্ধারিত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকেই নির্বাচিত করা হবে।
আবেদন ফিস, জেনারেল / OBC/ প্রাক্তন সৈনিক / মহিলা এদের জন্য ৮৮৫ টাকা আবেদন ফিস দিতে হবে এছাড়া প্রত্যেক অতিরিক্ত পোস্টের জন্য ৫৯০ টাকা, SC/ ST/EWS/ PH – ৫৩১ টাকা এছাড়া প্রত্যেক অতিরিক্ত পোস্টের জন্য ৩৫৪ টাকা (Job Vacancy).

আবেদন পদ্ধতি

উক্ত পদগুলোতে আবেদনের (Job Vacancy) জন্য সর্বপ্রথম BECIL- এর অফিসিয়াল ওয়েবসাইট www.bencil.com যেতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগইন করার পর একটি ফর্ম আসবে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে সাথে যে সমস্ত ডকুমেন্ট সেগুলো আপলোড করে সাবমিট করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলি হল,

আরও পড়ুন, রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

১) পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
২) আবেদনকারীর স্ক্যান করা স্বাক্ষর
৩)শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৪)ত্রডেসিমাইল সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
৫)অক্ষমতার সার্টিফিকেট (যদি থাকে)
৬)জাত/ নন ক্রিমি লেয়ার/ EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

aadhaar card - ( আধার কার্ড)

আবেদন করার আগে ওয়েবসাইটটি বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে সমস্ত শর্তগুলি সম্বন্ধে অবগত হয়ে আবেদন করবেন কারণ একবার আবেদন করা হয়ে গেলে আপনার ফিস জমা পড়ে গেলে আপনি আর সেই ফিস ফেরত পাবেন না। তাই আবেদনের পূর্বে সমস্ত দিক বিবেচনা করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এমন আরো গুরুত্বপূর্ণ জবের আপডেট পেতে এই পেজটি ফলো করে সাথে থাকুন (Job Vacancy).
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button