Govt Job Vacancy – ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স কর্মী নিয়োগ, বেতন, শূন্যপদ ও আবেদন পদ্ধতি দেখেনিন।

সরকারি চাকরির বা Govt Job Vacancy জন্য অপেক্ষা করে আছেন এমন চাকরিপ্রার্থীর সংখ্যা প্রচুর। আপনিও কি একটি ভালো সরকারি চাকরি খুঁজছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নুন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আইটিবিপি ফোর্সে এস আই, এএসআই ও হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ হতে চলেছে। এ প্রতিবেদনের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে এই চাকরি পরীক্ষায় আবেদন করার প্রক্রিয়া সম্পন্ন তথ্য।

Advertisement

Urgent Govt Job Vacancy Apply Now

নিয়োগ ও পদের সংখ্যা

আইটিবিপি সম্পূর্ণ অর্থ হলো ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স তথা ITBP এর পক্ষ থেকে SI, ASI ও হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগের বা Govt Job Vacancy বিজ্ঞপ্তি জারি হয়েছে। উল্লেখিত পদগুলিতে মোট ২৮টিরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে কজন করে নেওয়া হবে তার একটি তালিকা নিচে দিয়ে দেয়া হলো। তাই আর দেরি না করে ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করুন।

Advertisement
  • হেড কনস্টেবল ১৪ টি
  • সাব ইন্সপেক্টর ১০ টি
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ০৫

বয়স সীমা

বিভিন্ন পদের (Govt Job Vacancy) জন্য আবেদনকারীদের বয়সসীমা ভিন্ন রয়েছে। যেমন, হেড কনস্টেবল পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে২০-২৮ বছরের মধ্যে।

যোগ্যতাবেতন স্কেল

হেড কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক ও ANM পাস ।
সাব-ইন্সপেক্টর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক ও GNM পাস।
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বৌদিদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পাস।
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের SI, ASI ও হেড কনস্টেবল পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহী প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৫,৫০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতি

ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স তথা আইটিবিপি ফোর্সের হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
১) প্রথমে আইটিবিপি ফোর্সের recruitment.itbpolice.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
৩) ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে সেখানে অ্যাপ্লাই নাউ বলে একটি অপশন আসবে সেই অপশনে ক্লিক করলেই আবেদন ফর্ম দেখা যাবে।

আবেদন ফর্ম টি যে সমস্ত তথ্য যাওয়া হয়েছে সে সমস্ত তথ্য নির্ভুলভাবে ফিলাপ করতে হবে এবং তার সাথে প্রয়োজনে ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান করে। তারপর ভেরিফাই করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আবেদন ফরমটি এর পরের প্রিন্ট আউট করে নেবেন পরীক্ষার দিন সেটি কি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

আবেদন ফী

পদ অনুযায়ী আবেদন ফি ভিন্ন রকমের রয়েছে এছাড়া সংরক্ষিত শ্রেণী এবং মহিলাদের জন্য কোনোরকম আবেদন মূল্য লাগছে না। দেখে নেওয়া যাক কোন পদের জন্য আবেদন ফী কত রয়েছে-
সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য অসংক্ষরিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মুল্য হিসেবে ২০০ টাকা লাগছে।
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য অসংক্ষরিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মুল্য হিসেবে ১০০ টাকা লাগছে। হেড কনস্টেবল পদে অসংক্ষরিত শ্রেণীর প্রার্থীরাও সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন (Govt Job Vacancy).

আরও পড়ুন, রাজ্যের মিউনিসিপ্যালিটি তে কর্মী নিয়োগ। বেতন, শূন্যপদ ও নিয়োগ প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়া

আইটিবিপি কোর্সে যে সমস্ত পথগুলো রয়েছে তাতে নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), প্র্যাকটিক্যাল পরীক্ষা ও সর্বশেষ ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে নির্বাচিত করা হবে (Govt Job Vacancy).

Railway Recruitment - (রেলে নিয়োগ)

যে সমস্ত প্রার্থীরা উক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ২৯ শে জুন 2014 তারিখ থেকে ২৮ শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত সময় পাবেন আবেদন ফর্ম ফিলাপ করার জন্য। উপরে বর্ণিত পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এমন আরো অন্যান্য চাকরির সংক্রান্ত খবরের জন্য এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন (Govt Job Vacancy).
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button