রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে, নতুন বছর থেকে TRAI এর নতুন নিয়ম চালু হলো

সিম কার্ড চালু রাখতে আর মাসে মাসে প্রচুর টাকা রিচার্জ করার দিন শেষ। নতুন নিয়ম আনতে চলেছে TRAI বা ভারতীয় টেলিকম নিয়ামক সংস্থা। নতুন বছর ২০২৫ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন নিয়ম কানুনে যেরকম পরিবর্তন আসে, ঠিক তেমনি রিচার্জ সংক্রান্ত বা মোবাইল অ্যাপ সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে মুঠোফোন ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভবপর নয়। এই মুঠোফোন সংক্রান্ত নতুন নিয়ম চালু করল ট্রাই।

TRAI New Rules of Monthly recharge on SIM Card

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করলে কিছুদিন পর সিম বন্ধ করে দেওয়া হত। এইজন্য অনেক ব্যক্তির রিচার্জ শেষ না হলেও অগত্যা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরেও আবারও রিচার্জ করতে হতো।

এমন অনেক ব্যক্তিই থাকেন যাদের রিচার্জের সম্পূর্ণ প্যাকটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা হয়ে ওঠে না। এদিকে নিয়ম অনুযায়ী, রিচার্জের সময়সীমা শেষ হয়ে যাওয়ার সময় হয়ে যায়। সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় থেকে আবার পুনরায় রিচার্জ করতে হয়, এতে রিচার্জের টাকাটাই নষ্ট হয়।

২০২৫ সালে নতুন নিয়ম অনুযায়ী, ট্রাই এর পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে আপনার রিচার্জ করতে দেরি হলেও সিম বন্ধ হয়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী, ট্রাই এর নির্দেশ মেনে চলতে হবে দেশের সমস্ত টেলিকম অপারেটরকে। জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (ভি), এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ছাড়াই সিম ব্যবহার করা সুবর্ণ সুযোগ দিচ্ছে TRAI.

জেনে নেওয়া যাক, টেলিকম কোম্পানিগুলো কতদিন সময় দিচ্ছে রিচার্জ না করে সিম কার্ড চালু রাখার জন্য।

জিও (Jio)

জিও কানেকশন নিয়ে থাকলে আপনি যদি রিচার্জ নাও করেন, তাহলেও রিচার্জ না করার পরবর্তী ৯০ দিন আপনার সিম কার্ড চালু থাকবে। কিন্তু আপনি যদি ৯০ দিন পার হয়ে যাওয়ার পরও রিচার্জ না করে ফোনটি ফেলে রাখেন, তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে বা আপনার নম্বরটি অন্য কোন গ্রাহককে ট্রান্সফার করা হবে।

এয়ারটেল (Airtel):- এয়ারটেল গ্রাহকদের জন্য সময়সীমা থাকছে ৬০ দিন। আপনার রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরও আপনি ৬০ দিন পর্যন্ত রিচার্জ না করে থাকতে পারবেন। ৬০ দিন পর্যন্ত আপনার সিম কার্ড বন্ধ হওয়ার কোন চিন্তা নেই। ৬০ দিন শেষ হয়ে যাওয়ার পরে আপনি রিচার্জ না করেন, তাহলে আপনার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে কিংবা আপনার মোবাইল নাম্বারটি অন্য কোন গ্রাহককে দিয়ে দেওয়া হবে।

ভোডাফোন-আইডিয়া (Vi)

ভোডাফোন আইডিয়া ব্যবহারকারী যারা রয়েছেন, তাদের জন্য রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরও সিম কার্ড চালু রাখার সময়সীমা থাকছেন ৯০ দিন। ৯০ দিন হয়ে যাওয়ার পরও যদি আপনি রিচার্জ না করেন, তাহলে আপনার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে কোম্পানি থেকে।

বিএসএনএল (BSNL)

Bsnl গ্রাহকদের জন্য রিচার্জ শেষ হয়ে যাওয়ার পরেও SIM কার্ড বন্ধ না হওয়ার জন্য সময়সীমা থাকছে ১৮০ দিন। অর্থাৎ ১৮০ দিনের মধ্যে রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যাবে এবং নম্বরটি অন্য গ্রাহকের কাছে দেওয়া হবে।

আরও পড়ুন, বেকার ছেলে মেয়েদের একাউন্টে টাকা ঢুকবে। বিরাট সুবিধা ঘোষণা

রিচার্জ না করেও অনেকদিন পর্যন্ত সিম কার্ড বন্ধ না হওয়ার যেরকম সুবিধা দিচ্ছে ট্রাই, এছাড়াও ট্রাই নতুন বছরের আরও একটি সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে। বর্তমান সময়ে দাড়িয়ে ফেক কল বা ফেক মেসেজের পরিমাণ অত্যাধিক বেড়ে গিয়েছে। সাইবার ক্রাইম যেন তাদের জাল আরও ছড়িয়েছে। এজন্য ট্রাই এর তরফ থেকে বারংবার টেলিকম কোম্পানির গ্রাহকদের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে, কোন ভুয়ো কল বা মেসেজ আসলে সেগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে।

নতুন বছর ২০২৫ এর শুরু থেকেই ট্রায়ের তরফ থেকে এই সতর্কবার্তা দেওয়া, এছাড়া রিচার্জ না করেও অনেকদিন পর্যন্ত সিম বন্ধ না হওয়ার যে সুবিধা দেওয়া হচ্ছে তার ফলে উপকৃত হবেন আপামর জনগণ।

আপনিও এবার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করেও অনেকদিন পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারবেন, তবে খেয়াল রাখবেন আপনি যে কোম্পানির সিম ব্যবহার করছেন, সেই কোম্পানির নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিচার্জ করার। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করার আগে মনে করে রিচার্জ করে নেবেন এবং রিচার্জের নিরবিচ্ছিন্ন সুবিধা গ্রহণ করুন।