Recharge Plan – খরচ কমলো মোবাইল রিচার্জের! এখন থেকে কম টাকাতে মিলবে আর্কষণীয় অফার

Recharge Plan: বর্তমানে ফোন আমাদের নিত্য সঙ্গী। ফোন শুধুমাত্র ই কথা বলার জন্যই নয়, দৈনন্দিন জীবনে যেকোনো সমস্যার সমাধানে ও বিভিন্ন রকম ইনফরমেশন পেতে আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে প্রত্যেকটি মানুষের জীবনে। তবে জুলাই মাসেই হঠাৎ করে ই বিভিন্ন টেলিকম কোম্পানি যেমন জিও, এয়ারটেল তাদের প্ল্যান এর দাম হঠাৎ করে অনেকটা বাড়িয়ে দেয় তারপরে মধ্যবিত্ত মানুষকে পকেটে অনেকটাই চাপ পড়েছে।

Recharge Plan – রিচার্জ প্ল্যান

এমনিতেই যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে একজন ব্যক্তির মাসিক খরচ চালাতে হিমশিম খেতে হয় সেখানে যদি সেই মাসিক খরচের বেশ কিছুটা অংশই এই মোবাইল রিচার্জে চলে যায় তাহলে একজন ব্যক্তির সংসারের খরচ চালানো অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। জিও ও এয়ারটেল কোম্পানি তাদের রিচার্জ বাড়িয়ে দেওয়ার ফলে বেশিরভাগ মানুষই হঠাৎ করে বিএসএনএল এর প্রতি আগ্রহ দেখাচ্ছে আর তার জন্যেই এই এক মাসের মধ্যে বিএসএনএল অনেক গ্রাহক সংখ্যা বাড়িয়ে ফেলেছে।

রিচার্জ প্ল্যানের (new recharge plan) দাম বাড়িয়ে দেওয়ার ফলে মোবাইল গ্রাহকদের অনেকটাই সমস্যা হয়েছে তাই সে সমস্যা থেকে রেহাই দিতেই এবার ভারতের ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটি উপায় বার করলেন। যার মাধ্যমে মধ্যবিত্ত মানুষের পকেটের চাপ অনেকটাই কমতে পারে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) আনছে।

একটি নতুন ব্যবস্থা চালু করার কথা ভাবছে যার মাধ্যমে আগের মতো ডেটা প্যাক ছাড়া শুধু ভয়েস কলিং এর রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে দেশের প্রথম সারির জনপ্রিয় টেলিকম সংস্থা গুলিকে। দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলো যদি ট্রাই এর এই প্রস্তাব মেনে নেয় তাহলে আগের মত ডেটা প্যাক ছাড়া শুধু ভয়েস কলিং-এর রিচার্জ (Trai Recharge Plan) প্ল্যান সুবিধা পাবেন দেশবাসী।

এখনো অনেক ব্যক্তি রয়েছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না তেমন শুধুমাত্র ফোন কল বা মেসেজ এর সুবিধা নিয়ে থাকেন তাই তাদের ক্ষেত্রে এই ভয়েস কল এবং এসএমএস এর প্যাক ফিরে আসলে অনেকটাই খরচ কমবে। শুক্রবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই সূত্রে জানিয়েছেন এই মুহূর্তে দেশজুড়ে যে সমস্ত প্ল্যানগুলি চালু রয়েছে তার মধ্যে অধিকাংশ প্ল্যানই হল বান্ডিল প্ল্যান অর্থাৎ ডেটা ভয়েস, এসএমএস এবং ওটিটি প্যাকের মিশ্রণে তৈরি একটি প্যাকেজ।

কিন্তু আমাদের দেশে এমন অনেক গ্রাহক রয়েছে এই সমস্ত প্যাকেজগুলো যাদের একটাও কাজে লাগে না। শুধুমাত্র ভয়েস কল বা এসএমএসের জন্যই এরকম একটি প্যাকেজ সম্পন্ন প্ল্যানে রিচার্জ করতে হয় শুধুই। তাই শুধুমাত্র অকারণে টাকা দেওয়ার কোন মানে হয় না। শুধু তাই নয় এখনো প্রচুর গ্রাহক রয়েছে যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করেই না তাদের কাছে এখনো সেই আগেকার কিপ্যাড ফোনে তার স্বাচ্ছন্দ বোধ করেন। এই অবস্থা দেখে অব্যাহতি দিতেই ট্রাই এর তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন, BSNL গ্রাহকদের সুখবর। বেড়ে গেল ইন্টারনেট এর গতি। শুধু এই কাজ করুন

যেহেতু কিপ্যাড ফোন ব্যবহারকারীদের কোন রকম ডেটা বা ওটিটি সাবস্ক্রাইশনের প্রয়োজন হয় না তাই শুধু শুধু রিচার্জ করে অকারণের টাকা ব্যয় করার কোন মানে দাঁড়ায় না তাদের জন্য শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের প্যাকেজ হলে অনেকটাই টাকা সাশ্রয় হবে। আগামীতে যদি ভারতীয় জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলো ট্রাই এই উদ্যোগ মেনে নেন তাহলে সবচেয়ে বেশি উপকার হবে বর্তমান যুগে কিপ্যাড ব্যবহার করা গ্রাহকদের। এই বিষয় নিয়ে ট্রাই একটি প্রস্তাব সহ কনসালটেশন পেপার প্রকাশ করেছে।

ট্রাই এর এই প্রস্তাব সাধারণ মানুষ কতটা গ্রহন করছে সেই ব্যাপারেও মতামত নেওয়া হবে। সেইসাথে দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলো কি মতামত দিচ্ছে সেটাও দেখা হবে। উভয় পক্ষের মতামত নিয়ে ট্রাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন। আশা করা যাচ্ছে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে কিপ্যাড ব্যবহারকারী গ্রাহকদের রিচার্জ প্ল্যানের খরচের মাত্রা অনেকটাই কমে যাবে। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আমাদেরই পেজে।
Written by Shampa Debnath.

Leave a Comment