Gold Price – ধনতেরাসের আগেই সোনার দামের বিরাট পতন, বিগত 6 মাসের মধ্যে সবথেকে কম দাম।

Gold Price – এবার আপনার সাধ্যের মধ্যে সোনার গয়না, কারণ এখন দাম অনেক কম চলছে, জেনে নেওয়া যাক এইমুহুর্তে হলমার্ক সোনার দাম কত?

সোনার অলংকার কে না চায়, সোনা (Gold Price) পছন্দ করেনা এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। যে কোনো পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা পূজা এর বিয়েতে তো কথাই নেই সোনা ছাড়া বিয়ে ভাবা যায়না। মেয়েদের কাছে সোনার অলংকার যতটা পছন্দের ছেলেদের জন্য কিন্ত সোনা ও কম কিছু নয়। একজন নারীকে সাবেকি গয়না দিয়ে সাজলে যেন অন্য রকম দেখতে লাগে।

Advertisement

তবে সোনার দাম প্রায়ই বাজারে ওঠানামা করে। তাই যখন সোনার দাম একটু কমে সেই সুযোগে সোনা কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ সোনার অলংকার শুধুই সৌন্দর্য্য বৃদ্ধিতে কাজে লাগে সেটা নয়। এগুলো খারাপ দিনেও অনেক সাহায্যে আসে। তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের মতই সোনা সঞ্চয় অধিক লাভজনক।

Advertisement

মধ্যবিত্তের হেঁশেলে উত্তাপ! নভেম্বর মাস পড়তেই বাড়লো রান্নার গ্যাসের দাম, জানুন নতুন দাম কত?

এখন হলমার্ক সোনার দাম (Gold Price) অনেক কম চলছে। এদিকে সামনে দীপাবলি, ভাইফোঁটা, ধনতেরাস এর মতন উৎসব। তবে ধনতেরাস উপলক্ষ্যে অনেকেই সোনার জিনিস কেনে। তাই এই সময় দাম কম থাকলে অনেকের সেটা লাভজনক হবে। আর সামনেই বিয়ের মরশুম । বিয়েতে কনের জন্য গহনা এখন থেকেই কিনে রাখা আপনার অর্থের সাশ্রয় হবে। তাই কম দাম থাকতেই কিনে রাখুন। সোনার দাম শুনে মধ্যবিত্তদের দেখা ছাড়া কেনার নাম করা দাইদেখে নেওয়া যাক একনজরে সোনার মূল্য।

১০ গ্ৰাম ২৪ ক্যারেট সোনার দামঃ
সোনা (Gold Price) মানেই হলমার্ক। আর যখন হলমার্ক সোনার দাম বাজারে কম থাকে তখন তো আর কথাই নেই । ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৬২৬৩০ টাকা। ২৯ অক্টোবর, ২০২৩ তারিখে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬২৬৩০ টাকা। অর্থাৎ একই রয়েছে সোনার দাম।

অন্যদিকে পূজোর আগে ১৭ অক্টোবরে প্রকাশিত রেট চার্টে দেখা গেছে যে সেদিন কলকাতায় জি এস টি বাদ দিয়ে ২৪ ক্যারেট সোনার বাটের ১০ গ্রামের মূল্য ছিল ৫৯ হাজার ৪৫০ টাকা। তার আগের দিন ১৬ অক্টোবর কলকাতায় দশ গ্রাম ওজনের ২৪ ক্যারেট এই সোনার বাটের দাম ছিল ৫৯ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ সেই সময়ে বেড়েছিল দাম।

২২ ক্যারেট সোনার দামঃ
৩০ অক্টোবর তারিখে ১০ গ্ৰাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) যাচ্ছে ৫৭৪১০ টাকা। ২৯ অক্টোবর তারিখে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৫৭৪১০ টাকা। এক্ষেত্রেও একই আছে গয়নার দাম। গতকাল পর্যন্ত ২২ এবং ২৪ দুই ক্যারাটেই সোনার দাম বেড়েছে ১ টাকা করে। তারপর থেকে আর দাম বাড়েনি।

১৭ অক্টোবর অনূযায়ী কলকাতায় জি এস টি ও টি সি এস বাদে প্রতি ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) ছিল ৫৬ হাজার ৮০০ টাকা। ১৬ তারিখ এই দাম ছিল ৫৭ হাজার ৫৫০। সেক্ষেত্রে বেড়েছিল দাম। সামনেই ধনতেরাস আর সেদিন সোনা কেনার জন্য দোকানে হুড়মুড়িয়ে পড়বে সবাই। তাই এখনি কম মূল্যে সোনা কিনে রাখুন। এতে লাভ আপনারই হবে।
Written by Shampa Debnath.

নভেম্বরের শুরুতেই ব্যাংক একাউন্টে ঢুকবে 8000 টাকা। আপনি পাবেন কিনা জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button