Gold Price – উৎসবের মরসুম কাটতে না কাটতেই একধাক্কায় অনেকটাই কমে গেলো সোনার দাম, জানুন নতুন রেট কত?

Today Gold Price In Kolkata, West Bengal.

সোনার মূল্য (Gold Price) কখনোই এক থাকেনা। বাজারে প্রতি মুহূর্তে সোনার দাম ওঠানামা করে। আর এই কম থাকার সুযোগেই কিনে রাখতে হয় সোনা। কারণ সোনা এমন এক জিনিস যা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের বিকল্প পথ বলা যায়। আর পূজোর মরশুম চলে গেছে ভাবছেন এখন আর সোনা কিনে কি হবে? কিন্ত পূজা চলে গেছে তো কি হয়েছে সামনেই আসছে বিয়ের মরশুম।

আর আপনার বাড়ির কারোর যদি সামনেই বিয়ে থাকে তবে তো এখনি সুবর্ণ সুযোগ সোনা কেনার। কিংবা আপনার কোনো আত্মীয়ের বিয়ে আপনাকে সোনা উপহার দিতে হবে সেক্ষেত্রে কিন্ত এই দাম পতনের (Gold Price) সময় সোনা কিনেই রাখুন। বলা যায়না পরে আবার দাম বেড়ে যেতেই পারে।

দীপাবলির সময় ও সোনার দাম অনেকটাই বেড়েছিল। কিন্ত শুক্রবার থেকেই দাম অনেকটাই কমেছে। গত সপ্তাহেই সোনার দাম (Gold Price) সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছিল। এমনকি, দীপাবলির পরেও সোনার মূল্য বেড়ে ৬১,৯১৪ টাকায় পৌঁছে যায়। যদিও, এর ২৪ ঘন্টার মধ্যেই এই দাম অনেকটাই হ্রাস পেয়েছে।

জানা যাচ্ছে, গত শুক্রবার সোনার দাম ১,৩০০ টাকা কমেছে। ফেডের সুদের হার বৃদ্ধির ইঙ্গিতের কারণে এই পতন দেখা গেছে বলে জানা গিয়েছে। এদিকে, সপ্তাহ শেষে সোনার দাম আবারও ৬১ হাজার টাকার নিচে নেমে গেছে।
বর্তমানে সোনার দাম কত করে যাচ্ছে সেটাই দেখা যাক। গত বৃহস্পতিবার, সোনার দাম ৬১,৯০০ টাকার বেশি ছিল। এরপরে, ফেড থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে।

লটারি জিততে হলে কীভাবে টিকিট কাটতে হয়, জেনে নিন গোপন পদ্ধতি।

যার কারণে ডলারের ইনডেক্স বেড়েছে এবং সোনার দাম কমেছে। আর এই জন্য ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই সোনার দামে প্রায় ১,৩০০ টাকার নিচে সোনার দাম গেছে। শুক্রবার ট্রেডিং সেশনে চলাকালীন সোনার দাম ৬০,৬৩৩ টাকার নিচে নেমে আছে।

বাজাজ ফিনান্স এর কার্ড আছে? রিজার্ভ ব্যাংকের করা শাস্তি। গ্রাহকদের সতর্কবার্তা।

শুক্রবারে সোনার দাম ছিল ৬০,৭১৩ টাকা। যেখানে বৃহস্পতিবার সোনার দাম পৌঁছে গিয়েছিল ৬১,৯১৪ টাকায়। অর্থাৎ এখন সোনার দাম ১,২০০ টাকা কম রয়েছে। যদিও, শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬১,০০০ টাকা ছিল। তাই সোনার দাম পতন চলছে এই মুহূর্তে। তবে এটা বেশিদিন স্থায়ী হবেনা। তাই যদি সোনা কেনার প্রয়োজন আপনার থাকে তবে এই সুযোগ কাজে লাগাতে পারেন।
Written by Shampa Debnath.

Leave a Comment