Holiday: প্রত্যেকটা দিন অফিস,কাছারি স্কুল, কলেজে যেতে যেতে প্রত্যেকে ব্যক্তির জীবনে একটা একঘেয়েমি চলে আসে। প্রত্যেকটা ব্যক্তি চায় কর্ম জীবন হোক কিংবা পড়াশোনা থেকে একটু কয়েক দিনের জন্য অব্যাহতি পেতে। আর বাঙালিরতো বারো মাসে তেরো পার্বণ বলেই একটা কথা রয়েছেই। তার মধ্যে আবার আগস্ট মাসে রয়েছে একাধিক পুজো পার্বণ ও সামাজিক উৎসব।
Holiday – ছুটির দিন
তাই বলাই যাচ্ছে আগস্ট মাসে পর পর অনেক দিনের ছুটি পেতে চলেছে পড়ুয়া ও সরকারি অফিসের কর্মীরা।
যদিও জুলাই মাসেও ১৭ তারিখ মহরম উপলক্ষে স্কুল, কলেজ, ব্যাংক ও সরকারি অফিস ছুটি (Govt Holiday) ছিল তবে আগস্ট মাসে রয়েছে পরপর অনেকগুলো ছুটি। অনেকগুলো ছুটি থাকার ফলে আপনি অনায়াসে কোথাও সামনে থেকে ঘুরে আসার জন্য ট্যুর প্ল্যান করে নিতেই পারেন।
আগস্ট মাসের ছুটির তালিকা
৩ আগস্ট, ২০২৪ (শনিবার) – কের পুজো
৪ আগস্ট, ২০২৪ (রবিবার) সাপ্তাহিক ছুটি।
৮ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) সিকিমের তেন্দা লো রাম ফাত উপলক্ষে ছুটি।
১০ আগস্ট, ২০২৪ (দ্বিতীয় শনিবার) ছুটি।
১১ আগস্ট, ২০২৪ (রবিবার) সাপ্তাহিক ছুটি।
১৩ আগস্ট, ২০২৪ (মঙ্গলবার) দেশভক্ত দিবস উপলক্ষে ইম্ফলে ছুটি।
১৫ আগস্ট, ২০২৪ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস।
১৮ আগস্ট,২০২৪ (রবিবার) সাপ্তাহিকছুটি।
১৯ আগস্ট, ২০২৪ (সোমবার) রাখি বন্ধন উৎসব উপলক্ষে আহমেদাবাদ, জয়পুর, কানপুর, লখনউ এবং অন্যান্য জায়গায় ছুটি।
২০ আগস্ট, ২০২৪ (মঙ্গলবার) শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষে ছুটি।
২৫ আগস্ট, ২০২৪ (রবিবার) সাপ্তাহিক ছুটি।
২৬ আগস্ট, ২০২৪ (সোমবার) জন্মাষ্টমী উপলক্ষে ছুটি।
৩১ অগাস্ট, ২০২৪ (চতুর্থ শনিবার) ছুটি।
তাহলে বুঝতেই পারছেন আগস্ট মাসের পূজো পার্বণ এবং সামাজিক উৎসব থাকায় অনেকগুলো ছুটি রয়েছে আগস্টের ছুটির তালিকায় (Govt Holiday List). তবে একদিন ছুটি পেলে ট্যুর প্ল্যান করা যায় না সেভাবে তবে বাড়িতে বসেই পরিবারের সাথে ভালো মন্দ খেয়ে আরাম আয়েশ করে ছুটিটা কাটিয়ে দিলে মন্দ হয়না। তবে পরপর তিন দিনের ছুটি পেলে তো ছোট্ট একটা ট্যুর প্ল্যান করে ফেলাই যায় ।
আরও পড়ুন, বাড়ানো হলো রেশন দ্রব্যের পরিমাণ! আগস্টে ফ্রী তে কত করে পাবে চাল গম, দেখেনিন তালিকা
তেমনি ছুটির তালিকা বা Holiday List দেখতে গেলে আগস্ট মাসের ১০ ১১ তারিখ পরপর দুদিন ছুটি পাচ্ছেন আর তারপরে দুই দিন কাজ কর্ম করেই আবার ১৮ ও ১৯ তারিখ দুদিনের ছুটি পাচ্ছেন। এরপর একবারে তিনদিনের ছুটি পাচ্ছেন ২৪ ,২৫, ২৬ তারিখে। এই টানা তিনদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন কাছাকাছি কোথাও থেকে। সুন্দরবনে এখন চলছে ইলিশ উৎসব, তাহলে আর দেরি কেনো এখনই প্ল্যান রেডি করে ফেলুন। একঘেয়েমি জীবন থেকে একটু মুক্ত বাতাসের খোঁজ করেই নেওয়া যায় এই কাজের ফাঁকফোকরে।
Written by Shampa Debnath.