বাইকপ্রেমীদের জন্য একটি নতুন বাইকের সন্ধান রইল। Yamaha এনেছে নতুন Yamaha RX 100 বাইক। ২০২৫ সালে এই মডেল টি আরও মডিফাই করায়, এক কথায় বাইকটি সবার নজর কাড়তে বাধ্য। 1985-এ ভারতের বাজারে ব্যবসা আরম্ভ করেছিল Yamaha. তারপর থেকেই ভারতবর্ষের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। ক্রমশ তাঁদের শক্তিশালি, এবং স্টাইলের ডিজাইন দ্বারা ও দমদার পরফর্মেন্স দ্বারা এটি আইকনিক হয়ে উঠেছে।
Yamaha RX 100 এর বিশেষত্ব কী কী?
আপনি কি নতুন বাইক কিনবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য ইয়ামাহার Yamaha RX 100 বাইকটি আদর্শ। এই বাইকটিতে এমন সব বিশেষত্ব যুক্ত করা হয়েছে যে, একজন রাইডার বা বাইকপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবেই। এর ক্লাসিক ও প্রিমিয়াম ডিজাইন থাকার কারণে আরও স্টাইলিশ লুক দেয়। শক্তিশালী বাইকটি যেকোনো জায়গায় নিরাপদ রাইডিং এক্সপিরিয়েন্স দেবে।
Yamaha RX 100 বাইকটি কেন কিনবেন?
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আপনি Yamaha RX 100 বাইকটি কেন কিনবেন। তাই আজকের প্রতিবেদন থেকে বাইকের বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।
Yamaha RX 100 এর প্রিমিয়াম লুক
Yamaha এর নতুন মডেলের এই বাইকটি ক্লাসিক ও প্রিমিয়াম লুক দেয়। স্লিম চেহারার বাইকটি আকর্ষনীয় ক্রম ফিনিশ আর রেট্রো লুক প্রদান করে। বাইকটির শক্তিশালী ফ্যুল ট্যাঙ্ক এবং স্লিক লাইন এটিকে স্পোর্টি লুক প্রদান করে। স্বাভাবিকভাবেই বাইকপ্রেমী দের এটা দারুন পছন্দের হবে।
আরও পড়ুন: আগামী 6 মাসে কম খরচে যেসমস্ত 5G স্মার্টফোন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার্স জেনে নিন।
Yamaha RX 100 এর ইঞ্জিন
Yamaha RX 100 বাইকটিতে শক্তিশালী ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এটিতে আছে 98 সিসির দুই-স্ট্রোক ইঞ্জিন যা 7.5 হর্সপাওয়ার শক্তি উৎপাদন করে। বাইকটি সর্বোচ্চ স্পিড 110 বর্গ/ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। শুধু শহর না হাইওয়ের ওপর দিয়ে চলার জন্যও এই বাইকটি পারদর্শী। এই বাইকটির ফুল ট্যাঙ্ক ক্ষমতা হল 10 লিটার, মাইলেজ হল ৫৫ KMPL অর্থাৎ ৫৫ কিলোমিটার প্রতি লিটার।
Yamaha RX 100 এর দাম কত?
Yamaha RX 100 বাইকটির দাম মোটামুটি লাখ টাকার কাছাকাছি। তবে আপনারা চাইলে EMI-তে কিনতে করেন। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী স্টোরে ভিজিট করতে হবে।
উপসংহার
Yamaha এমনিতেই দারুন বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। আর বাইকটি সকলের জন্যই ব্যবহারের উপযুক্ত এবং স্টাইলিশ। তাহলে আর দেরি কেন? চটপট বাড়িতে আনুন Yamaha RX 100. আর দারুন এক রাইডিং অভিজ্ঞতা উপভোগ করুন।