রেডমি লঞ্চ করল Redmi Note 15 Pro 5G স্মার্টফোন। যেখানে একসঙ্গে একগুচ্ছ সুবিধা পাচ্ছেন গ্রাহক। একজন গ্রাহক তাঁর নতুন মোবাইলের জন্য যে যে বিষয়গুলি দেখেন, সেই সমস্ত চাহিদা পূরণ করা হয়েছে এই নতুন ফোনে। ক্যামেরা, স্টোরেজ, ব্যাটারি, প্রসেসর সবটাই এত উন্নত যে আপনার চোখ সরবে না। আসুন তাহলে, এই ফোনটির সমস্ত ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Redmi Note 15 Pro 5G Smartphone
রেডমির নতুন স্মার্টফোনটি কেনার আগে তার ফিচারগুলিতে একবার চোখ বুলিয়ে নিন। ঠিক কী কী সুবিধা পাবেন আপনি এই ফোন কিনলে? ফোনটির ডিসপ্লে, সিস্টেম, ক্যামেরা, স্টোরেজের বিস্তারিত বিবরণ রইলো আজকের প্রতিবেদনে। আগ্রহীরা অবশ্যই একবার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।
Redmi Note 15 Pro 5G-এর ডিসপ্লে
একটি স্মার্টফোনের ডিসপ্লে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফোনটি গেমিং এর জন্য কতটা পারফেক্ট সেটাও কিন্তু ডিসপ্লে পারফেকশন থেকে বুঝতে পারবেন। এই ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির AMOLED ডিসপ্লে। আর এটি 390 পিপিআই পিক্সল দেয়।
Redmi Note 15 Pro 5G-এর ক্যামেরা
এমনিতেই রেডমির ক্যামেরা দারুন প্রশংসার দাবি রাখে। আর এই ফোনটিতে যুক্ত করা হয়েছে 108MP+16MP+12MP+8MP রেয়ার ক্যামেরা। এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন 32MP অতিরিক্ত সেলফি ক্যামেরাও।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন আপডেট মেটা এআই, কী সুবিধা, সব গোপন তথ্য ফাঁস হচ্ছে না তো?
Redmi Note 15 Pro 5G-এর স্টোরেজ
এই ফোনটি কিনলে আপনি বিপুল স্টোরেজ পাচ্ছে। এই ফোনে রয়েছে 512 জিবি-র রম মেমোরি। তার সঙ্গে 12 জিবির র্যাম স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরেও চাইলে আপনি মেমোরি কার্ড কিনে নিতে পারেন। আপনার ছবি, ভিডিয়ো, আর অন্যান্য ফাইলস এই ফোনে যত্নে রাখতে পারবেন।
Redmi Note 15 Pro 5G-এর প্রসেসর
Redmi Note 15 Pro 5G মোবাইল টিতে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে? এই মোবাইলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক 1300 অক্টা কোর প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড 13 সিস্টেমের অন্তর্ভুক্ত।
Redmi Note 15 Pro 5G-এর ব্যাটারি
রেডমীর এই ফোনটি শক্তিশালী ব্যাটারি পাওয়ার দেয়। ফোনটিতে পাচ্ছেন 5100 MH এর ব্যাটারি। এটি অতিরিক্ত 67 ওয়াট ফাস্টিং সপোর্টও দেয়। অর্থাৎ একবার চার্জ দিয়ে নিলে সারাদিন ব্যবহার করতে পারবেন। কোনরকম চিন্তাভাবনা ছাড়াই। আর বারবার চার্জ দেওয়ার ঝামেলাও থাকবে না।
Redmi Note 15 Pro 5G-এর দাম
এবার নিশ্চয়ই আপনাদের মনে একটাই প্রশ্ন ঘুরছে, আর সেটি হল ফোনটির দাম কত? তাই জেনে রাখুন, এই ফোনটির মূল্য রাখা হয়েছে 23,999/- টাকা থেকে প্রায় 25,999/- টাকা।
উপসংহার
রেডমির এই ফোনটি পাওয়া যাচ্ছে অনলাইন স্টোরে ও অফলাইন স্টোরে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফোনটি আপনার বাজেটের মধ্যে দারুন চয়েস হতে পারে। পাশাপাশি এত আকর্ষণীয় ফিচার থাকার কারণে বহু মানুষ এই ফোনটি ক্রয় করছেন।