বহু প্রতিক্ষার পর অবশেষে বাজারে লঞ্চ হল রেডমির নতুন প্রিমিয়াম স্মার্টফোন Redmi Note 12 Ultra 5G. এমনিতেই সাধারণ মানুষের মধ্যে রেডমির জনপ্রিয়তা আছে। যার ফলে বিগত কয়েক বছরের মধ্যেই অন্যান্য স্মার্টফোনের ব্র্যান্ডগুলির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রিডমি। আর এবার লঞ্চ হওয়া নতুন সেটটির জন্য ক্রেতাদের দিক থেকে সাড়া মিলবে বলেই আশাবাদী ব্র্যান্ডটি।
Redmi Note 12 Ultra 5G Smartphone
তবে, নতুন একটি স্মার্টফোন কিনতে হলে তার ক্যামেরা, স্টোরেজ, ব্যাটারি, সবকটি দিক দেখে নেওয়া জরুরি। তাই রেডমীর (Redmi) নতুন এই সেটটির সম্পূর্ণ বিবরণ আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল।
Redmi Note 12 Ultra 5G এর ক্যামেরা
রেডমির নতুন স্মার্টফোন Redmi Note 12 Ultra 5G তে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল প্রাইমরি ক্যামেরা। যা দিনে ও রাতে দুর্দান্ত ফটো ক্যাপচার করে। এর সাথে দেওয়া হয়েছে আলটার-ওয়াইড এবং ম্যাক্রো লেন্স। এটি হাতে পেলে যে কোনও মানুষের ফটোগ্রাফির অভিজ্ঞতা ভালো হবেই।
Redmi Note 12 Ultra 5G এর নেটওয়ার্ক
Redmi Note 12 Ultra 5G ফোনটিতে দ্রুতগতির 5G নেটওয়ার্ক সাপোর্ট করা আছে। বলা হচ্ছে, এটি একটি ফিউচার-রেডি ফোন, ইন্টারনেট স্পিড এবং ভাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স দিচ্ছে।
আরও পড়ুন: কমদামে দুর্দান্ত OPPO F27 Pro Plus 5G এর প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এলো। ফিচার্স ও দাম জেনে নিন
Redmi Note 12 Ultra 5G এর ডিসপ্লে
Redmi Smartphone এর এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে, কুয়ালকম স্ন্যাপড্রাগন 695 যেমন দমদার চিপসেট। এই ফোনটি জোটামাটিস্কিং ও গেমিং এর জন্য পারফেক্ট। এই ফোনে 6.67 ইঞ্চি ফুলএইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে। সঙ্গে 120Hz রিফ্রেশ রেট। এই ফোন ব্যবহার করে যে কোনো ব্যবহারকারী স্মুদ আর সঙ্গে দুর্দান্ত ওভিং এক্সপিরিয়ান্স পাবেন।
রেডমি ১২ ফোনের ব্যাটারি ব্যাকআপ
Redmi Note 12 Ultra 5G সেটটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে 5000mAh এর ক্ষমতা সম্পন্ন ব্যাটারি পেয়ে যাবেন। 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে। অর্থাৎ একবার চার্জ দিলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না।
Redmi Note 12 Ultra 5G এর দাম কত?
রেডমি এই স্মার্টফোন কার্যত জলের দরে বিক্রি হচ্ছে। ভারতে এটির প্রাইস রাখা হয়েছে প্রায় ₹14,999 টাকা থেকে। এই ফোনটি আপনি কিনে নিতে পারেন অফলাইন এবং অনলাইন প্লাটফর্ম থেকে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এবং এমআই স্টোরে ফোনটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন, মাত্র ১২০০০ টাকায় পাবেন, Redmi 15 Pro. মডেল ও ফিচার্স দেখে নিন।
উপসংহার
তাহলে আর চিন্তা কিসের? দুর্দান্ত এই স্মার্টফোন ঘরে আনুন তাও আবার নামমাত্র দামে।বিশেষজ্ঞরা বলছেন, ১৫,০০০ টাকা বাজেটে এই ফোনটি একটি নির্ভরযোগ্য ও দারুন কোয়ালিটির স্মার্টফোন। অনলাইন ও অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে।