iPhone এর নতুন মডেল প্রকাশ নিয়ে সবার উত্তেজনা থাকে তুঙ্গে। আর এবার সবাইকে চমকে দিয়ে লঞ্চ হচ্ছে iPhone 17. চলতি বছরেই ফোনটি লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। তবে লঞ্চ হওয়ার আগেই ফোনটির সমস্ত ফিচার্স প্রকাশ্যে এলো। যা দেখে চমকে যাবেন আপনিও। এই প্রতিবেদনে রইল বিস্তারিত বিবরণ। প্রকাশের আগেই জেনে নিন সমস্ত কিছু।
iPhone 17, iPhone 17 Air, 17 Pro, iPhone 17 Pro Max Features
অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল। আর এবার নাকি সবাইকে অবাক করে দিয়ে বাজারে আসতে চলেছে iPhone 17 সিরিজের ফোন। শুনেই নিশ্চয়ই মনে হচ্ছে এইবার কী কী ফিচার থাকছে? চিন্তা নেই, আজকের প্রতিবেদন পড়লেই সবটা জানতে পারবেন। যা খবর মিলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নতুন iPhone 17 সিরিজ লঞ্চ করতে চলেছে Apple। আগের সিরিজগুলিকে পিছনে ফেলে iPhone 17 -এ একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। আর এটাও সত্যি যে বড়সড় ও উল্লেখযোগ্য আপগ্রেড আসতে চলেছে।
iPhone 17 models new features
এখনো পর্যন্ত রিপোর্ট বলছে যে, অ্যাপেল চারটি মডেল আনবে। সেগুলি হলো 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max. অর্থাৎ এখন থেকে আর রাখা হচ্ছে না Plus ভ্যারিয়েন্ট মডেলটি। তবে এবার যেন লঞ্চ হতে চলা iPhone 17 এ থাকছে একটি উন্নত ডিসপ্লে আর সঙ্গে একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড। অন্তত তেমনটাই আশা করা হচ্ছে।
iPhone 17 to iPhone 17 Pro Max Features Leaks
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, iPhone 16-এর ভার্টিকেল ড্যুয়াল -ক্যামেরা সেটআপ ডিজাইনটি বজায় রাখছে Apple। তবে কিছুটা হলেও সাইজ বেড়ে হতে পারে। মোটামুটি প্রায় ৬.৩ ইঞ্চি। ১২০ হার্ৎজের ProMotion রিফ্রেশ রেট থাকছে। যা কিনা আগে Pro মডেলগুলির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। ফোনটিকে টেকসই করার জন্য Apple একটি অ্যান্টি-রিফ্লেকটিভ, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিংও যুক্ত করতে পারে। আগের গুলির মতোই এতে থাকবে 8GB RAM। তবে সম্ভবত ব্যাটারি -তে বড় পরিবর্তন হতে পারে।
iPhone 17 Camera
সবচেয়ে বড় ব্যাপার হল iPhone 17-এর ক্যামেরা। Apple তার নতুন ফোনে বড় পরিবর্তনটি আনতে পারে সেলফি ক্যামেরায়। ফোনটিতে থাকছে সিক্স এলিমেন্ট লেন্স-সহ একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় কোনও পরিবর্তন খুব সম্ভবত হবে না। iPhone 17 আপনি পেয়ে যাচ্ছেন সাদা, নীল, কালো, ও গোলাপি রঙের অপশনে। আরও কিছু শেড অ্যাড হতে পারে।
iPhone 17 Pro Max Launch date
এখনো পর্যন্ত যা খবর মিলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নতুন ফোনটি লঞ্চ হওয়ার কথা। তাই আশা করা হচ্ছে যে, হয়তো চলতি বছর ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যেই অ্যাপেল ডেবিউ করতে পারে iPhone 17 সিরিজ।
iPhone 17 এর দাম কত?
এখনো পর্যন্ত যা খবর মিলছে, iPhone 17 এর দাম রাখা হচ্ছে iPhone 16 এর মতোই। সূত্রের খবর, আমেরিকায় বেস মডেলের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। আর ভারতে ফোনটি আপনি ক্রয় করতে পারবেন ৭৯৯০০ টাকা থেকে।
আরও পড়ুন, মাত্র 14,999 টাকায় আইফোনের মতো ক্যামেরা! দাম ও ফিচার্স জেনে নিন
উপসংহার
তাহলে? আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই ভারতের বাজারে রাজত্ব করবে নতুন iPhone 17. অত্যাধুনিক ফিচার-সহ ফোনটি যে নজর কাড়বেই, সে তো আর আলাদা করে বলার নয়। ধারনা করা যাচ্ছে দিওয়ালির আগেই ভারতে এই ফোন বাজারে আসবে। তবে এই তথ্যগুলো অফিসিয়াল সাইট থেকে নেওয়া নয়, তাই ভারতীয় ভ্যারিয়েন্ট এ ফিচার্স ও দাম কিছুটা ভিন্নও হতে পারে। জানতে হলে নজর রাখুন বাংলার চোখ টেক এ।