Moto G86 5G: মাত্র 14,999 টাকায় আইফোনের মতো ক্যামেরা! দাম ও ফিচার্স জেনে নিন

Motorola moto G86 5G Price Specifications

মোটোরোলা লঞ্চ করেছে নতুন Moto G86 5G স্মার্টফোন। যারা নতুন স্মার্টফোন কিনবেন বলে ভাবছিলেন, তাঁদের জন্য সুখবর। মটোরোলা এমনি তেই স্মার্টফোনের বাজারে বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। প্রচুর মানুষ ভরসা রেখেছেন এই ব্র্যান্ডের উপর। তাই নতুন স্মার্টফোন বাজারে আসতে তার যে চাহিদা বাড়বে, নিঃসন্দেহে বলাই যায়। এই ফোনে কম দামের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার্স হচ্ছে ক্যামেরা। কি কি সুবিধা পাবেন, জেনে নিন।

Moto G86 5G Smartphone 

স্মার্টফোন ইউজার্সের জন্য একটি কম বাজেটের ফোন লঞ্চ করেছে মটোরোলা। এটি পাওয়ারফুল সঙ্গে থাকছে 5জি-সপোর্ট। Moto G86 5G তে এত সব দুর্দান্ত ফিচার থাকছে, যে আপনিও শুনলে অবাক হবেন। সঙ্গে পাচ্ছেন আকর্ষণীয় ডিজাইন ও সেরা ফর্মেন্স। আসুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই ফোনটিতে। 

Moto G86 5G-এর ক্যামেরা 

মটোরোলার এই ফোনে থাকছে ঝকঝকে ক্যামেরা, যা ডিএসএলআর এর মত ছবি তুলবে। পাচ্ছেন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ডিটেল্ড ফটোগ্রাফি, লো লাইট ফটোগ্রাফি অপশন এবং স্রেট মোড যেমন অ্যাডভান্স পোর্ট মিলতি। শুধু তাই নয়, এর সাথে আপনি পাচ্ছেন 8MP অল্টার-ও ক্যামেরা এবং ডেপথ সেন্সর।

Moto G86 এর ডিসপ্লে

মোটোরোলার নতুন ফোনে পাচ্ছেন 6.6 ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এর সাথে। ইউজার্স পাচ্ছেন স্মুদ স্ক্রলিং এবং দুর্দান্ত গেমিং এক্সপিরিয়ান্স। 

Moto G86 5G-এর স্টোরেজ

Moto G86 স্মার্টফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর। এই ফোন ইউজারদের দিচ্ছে 5G কানেক্টিভিটির সাথে স্মুদ ও ল্যাগ-ফ্রি পারফর্মেন্স। এর সাথে পাবেন 6GB/8GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ বিকল্পও।

আরও পড়ুন, রেডমির নতুন প্রিমিয়াম স্মার্টফোন Redmi Note 12 Ultra 5G. ৩০০০ টাকা ডিস্কাউন্ট

Moto G86 এর ব্যাটারি

মটোরোলার নতুন স্মার্টফোন 5000mAh এর ক্ষমতা দিতে সক্ষম। পাচ্ছেন 30W এর টর্বো ফাস্টিং। এই ফোনটি স্মুদ, ক্লিন এবং ব্যাগ-ফ্রি অভিজ্ঞতা দিতে পারে কোনো ব্লটওয়্যার ছাড়াই।

Moto G86 5G এর দাম

এবার আসা যাক স্মার্টফোনটির দামের প্রসঙ্গে। এই ফোনটির দাম রাখা হয়েছে একদম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। ভারতে Moto G86 5G এর দাম শুরু হচ্ছে 14,999/- টাকা থেকে। এই ফোন আপনি পেয়ে যাচ্ছেন ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মটোরোলার অফিশিয়াল ওয়েবসাইটে। দাম ১৫ হাজারের মধ্যে হলেও এর সাথে থাকছে কিছু ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ ডিলস। যার কারণে এবং আরও কম দামে এই ফোন কেনা যায়।

উপসংহার

তাই আপনি যদি ১৫ হাজার বাজেট নিয়ে একটি নতুন স্মার্টফোন কিনবেন বলে ভেবে থাকেন এই স্মার্টফোনটি তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো একটি বিকল্প। দারুন ক্যামেরা, বিপুল স্টোরেজ এর সঙ্গে শক্তিশালী প্রসেসর সব মিলিয়ে কামাল করছে মোটোরোলার নতুন ফোনটি।

Scroll to Top