ভারতের সেরা স্মার্টফোন Vivo V50 5G. রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 12GB RAM!

Vivo V50 5G Smartphone 

ভারতের বাজারে লঞ্চ হল ভিভোর নতুন স্মার্টফোন Vivo V50 5G. দুর্দান্ত সব ফিচারযুক্ত এই ফোনটি দারুন ক্যামেরা কোয়ালিটি, বিপুল স্টোরেজ আর সঙ্গে শক্তিশালী ব্যাটারি অফার করে। আপনি যদি নতুন স্মার্টফোন কিনবেন বলে চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে ভিভো হতে পারে আপনার জন্য সেরা চয়েস। আসুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনে কি কি ফিচার্স রয়েছে, এবং দাম কতো।

Vivo V50 5G Smartphone 

ভারতের স্মার্টফোন মার্কেট অধিকাংশই দখল করে রেখেছে অপো, ভিভোর মতো কোম্পানি গুলি। আসলে এত সুবিধা ইউজার পাচ্ছেন যে কোন চিন্তা না করেই স্মার্টফোনের মডেলগুলি ক্রয় করতে চাইছেন। ভিভোর নতুন স্মার্টফোনে আপনি পাচ্ছেন 50MP সেলফি এবং 50MP ডুয়েল ক্যামেরা। সঙ্গে 6,000mAh ব্যাটারি এবং 90W চার্জিং ফিচার তো থাকছেই। 

Vivo V50 5G এর ডিসপ্লে

Vivo eএর V50 5G ফোনে আপনি পাচ্ছেন 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে তৈরি হয়েছে এমোলেড প্যানেল দিয়ে, যা আল্ট্রা স্লিম কোয়াড কার্ভ স্ক্রিনযুক্ত। ফোনটি সাপোর্ট করে 120 হার্টস রিফ্রেশ রেট ও 4500nits ব্রাইটনেস। সঙ্গে 387PPI আউটপুটও সাপোর্ট করে। পাশাপাশি এই ফোনে যোগ করা হয়েছে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার।

Vivo V50 5G এর প্রসেসর

Vivo V50 ফোনটির প্রসেসর অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ। প্রসেসিংয়ের জন্য দেওয়া হয়েছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপ ড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর।

Vivo V50 5G এর ক্যামেরা

Vivo V50 ফোনটির ক্যামেরাও উন্নত। পাচ্ছেন Carl Zeiss লেন্স। ফাইভ জি ফোনটিতে রয়েছে মোট তিনটি ক্যামেরা সেন্সর এবং তিনটিতেই সাপোর্ট করে 50 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া AI Studio Light Portrait 2.0 অরা লাইট রয়েছে।

আরও পড়ুন, OnePlus Nord 2 Pro 5G: বাজারে এলো সেরা ফোন। জলের দামে পাবেন 5000 mAh ব্যাটারি, 32 MP ক্যামেরা, 12 GB স্টোরেজ

Vivo V50 5G এর ব্যাটারি

Vivo V50 5G ফোনের ক্ষেত্রে সুপার ব্যাটারি পাওয়ার দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি। এছাড়া, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo V50 5G স্মার্টফোনটিতে মূলত IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

Vivo V50 5G এর স্টোরেজ

ফোনটির স্টোরেজ ব্যবহারকারীর জন্য যথেষ্ট। ভিভোর সেট Vivo V50 5G স্মার্টফোনটি মূলত দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি 8GB RAM ও 12 GB RAM সাপোর্টেড LPDDR4X RAM ফিচার সহ কাজ করছে। ফোনটি 512GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্টেড আর UFS 2.2 Storage সহ কাজ করে।

Vivo V50 5G Smartphone Price

Vivo V50 5G এর দাম

ফোনটির দাম রাখা হয়েছে আপনার সাধ্যের মধ্যে18GB RAM + 128GB স্টোরেজ এর মডেলটির দাম 34,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটির দাম 36,999 টাকা, আর 12GB RAM + 512GB স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে 40,999 টাকা।

আরও পড়ুন, বাজারে এলো Redmi Note 15 Pro 5G স্মার্টফোন। রয়েছে 512 GB স্টোরেজ, 5100mAh ব্যাটারি, 108 MP রেয়ার, 32 MP সেলফি ক্যামেরা!

উপসংহার

অর্থাৎ বুঝতেই পারছেন সবদিক থেকে দুর্দান্ত ফিচার-সহ এই স্মার্টফোন ভারতের বাজারে ঝড় তুলেছে। আগামী দিনে ফোনটির চাহিদা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে আর দেরি কেন? অনলাইন ওয়েবসাইট কিংবা মার্কেটে গিয়ে নিজের জন্য নতুন ফোনটি ক্রয় করে আসুন। এছাড়া আরও এই ধরনের তথ্য পেতে বাংলার চোখ ফলো করুন।

Scroll to Top