Summer Project – গরমের ছুটিতে স্কুল পড়ুয়াডের সামার প্রজেক্ট করতে হবে। শিক্ষক ও পড়ুয়াদের নির্দেশ।

নতুন বছর শুরু হয়ে এপ্রিল মাস (Summer Project) আসার কয়েকদিন বাকি। আর এপ্রিল মে মানেই অত্যধিক গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা। অন্যদিকে স্কুলগুলোতে গরমের ছুটি পড়ার সময়। তবে এই সামার ভ্যাকেশন নিয়ে সরকার নতুন কিছু নিয়ম জারি করলেন। জানিয়েও দিলেন বিজ্ঞপ্তি প্রকাশ করে। গরমের ছুটি মানেই ছাত্র ছাত্রীদের আনন্দ ও উল্লাস, পড়াশুনা নেই, আছে শুধু ঘুরতে বেড়ানো। কিন্ত এবার গরমের ছুটিতে কোনো ঘোরাফেরা নেই। করতে হবে Summer Project বা সামার প্রজেক্ট।

Summer Project In Primary School Has To Be Done

এবছর থেকে এই Summer Project বা সামার প্রজেক্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারণ একটানা অনেকদিন ছুটি থাকলে ছাত্রছাত্রীরা বইমুখো হয়না। ফলে পড়াশুনার একটা ছেদ পরে যায়। তাই ছুটি চলাকালীন যদি প্রজেক্ট নিয়ে থাকা হয় তাহলে পড়াশুনা কেন্দ্রীক প্রজেক্ট বানানো হল সেইসাথে পড়াশুনার মধ্যেই ব্যাস্ত থাকলো।

স্কুল পড়ুয়াদের লম্বা ছুটির সময়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভিন্ন কাজে ব্যস্ত এবং বাহ্যিক বিষয়ে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ২০২৩ সালে চালু হয়েছিল Summer Project বা সামার প্রজেক্ট। এবছরও গ্রীষ্মের ছুটিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সামার প্রজেক্ট বাধ্যতামূলক থাকবে।

২০২৩ সালে যখন এই প্রজেক্ট চালু হয়েছিল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। তাদের গ্রীষ্মকালীন ছুটিতে বাড়িতে প্রজেক্টর কাজ দেওয়া হত। কিন্তু এ বছর থেকে রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন প্রকল্প বা Summer Project বা সামার প্রজেক্ট শুরু করতে চলেছে শিক্ষা কমিশন।

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, পুঁথিগত বিদ্যার বাইরেও পড়ুয়ারা যাতে শিক্ষিত হয় তাই এই উদ্যোগ। আমরা এই নিয়ে ইতিমধ্যে বেশ কিছু অনুষ্ঠানও করেছি। কুইজ সেশন, মাদক নিয়ে সচেতনতা শিবির হয়েছে স্কুলগুলিতে।

এমনকি এই বিষয়গুলি নিয়ে ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে। উচ্চ প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত Summer Project বা সামার প্রজেক্ট যথেষ্ট সাড়া ফেলেছিল। তাই এ বার প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদেরও এই ‘এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি’-র মধ্যে যুক্ত করা হল।

প্রসঙ্গত, প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রকল্পগুলি স্কুলের পাঠ্যসূচির সঙ্গে মিল রেখেই Summer Project বা সামার প্রজেক্ট দেওয়া হবে। মূলত যে প্রজেক্ট করে তাদের আগ্রহ ও উৎসাহ বাড়বে তেমনটাই দেওয়া হবে। লেখার জন্য হাতের লেখাও পরিষ্কার হবে সেইসাথে সর্বোপরি শিক্ষার মান উন্নয়ন হবে।

তবে কিছু শিক্ষক এই Summer Project বা সামার প্রজেক্ট নিয়ে কিছু মন্তব্য করেছেন তারমধ্যে নারকেলডাঙ্গা হাইস্কুলের শিক্ষক স্বপন ম‌ণ্ডল বলেন, “প্রাথমিকে সামার প্রজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি ভাল বিষয়। গত বছর এই প্রজেক্ট চালু করা হয়েছে।

তার কার্যকারিতা কী হয়েছে তার কোনও রিপোর্ট সরকারি ভাবে দেওয়া হয়নি। শুধু এলাকার সঙ্গে পরিচয় না করিয়ে বিদেশের ধাঁচে সামার ক্যাম্প-এর ব্যবস্থা করলে পড়ুয়াদের যেমন প্রকৃতি সম্পর্কে সচেতনতা বাড়বে, তেমনই স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কেও তারা ওয়াকিবল হবে।”

সেই সঙ্গে শিক্ষা দপ্তর স্কুল গুলোর উদ্দেশ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে নিজের এলাকার সঙ্গে পরিচিতি ঘটায় সেইজন্য প্রকৃতিকে চিনতে জানতে তেমন ধরনের প্রজেক্ট দিতে হবে যাতে তারা প্রকৃতির সাথে মিশে দেখে চিনে সেই প্রজেক্ট করতে সুবিধা হয়।

এছাড়া শিক্ষকেরা নিজের উদ্যোগে যাতে কোনও ঐতিহাসিক স্থানে পড়ুয়াদের নিয়ে যান এবং তাদের প্রকৃতি এবং বাংলার সৃষ্টির সঙ্গে পরিচয় করান তা উল্লেখ করা হয়েছে।

রাজ্যে নতুন সরকারি ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ! কোন কোন বন্ধ থাকছে? দেখুন

প্রজেক্টের ধরন
রাজ্যের সকল স্কুলে Summer Project বা সামার প্রজেক্ট বাধ্যতামূলক। তাই এই Summer Project বা সামার প্রজেক্ট নিয়ে সকল স্কুলের শিক্ষকদের উৎসাহী করতে হবে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রজেক্টে থাকবে বিভিন্ন বিষয়ে ছবি আঁকা, রং করা। আর এগুলি হবে প্রকৃতি কেন্দ্রিক। প্রজেক্টের মাধ্যমে পরিবেশের সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে সেইসাথে পরিবেশ প্রকৃতিকে চিনতে জানতে সাহায্য করবে এই প্রজেক্ট।

Holidays বা ছুটি

তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের জন্য নিজের বাড়ির পোষ্য, গাছপালা নিয়ে লেখা ও ছবি আঁকার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বন্ধু, পরিবার ও স্কুলের উপরে গল্প লেখার প্রজেক্ট দেওয়া হয়েছে।
সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য জলবায়ু পরিবর্তন-সহ স্থানীয় ইতিহাস ও নিদর্শন নিয়ে প্রজেক্ট ওয়ার্ক এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নবম থেকে দশম শ্রেণিতে পোস্ট অফিস, নার্সারি সম্পর্কেও পড়ুয়াদের Summer Project বা সামার প্রজেক্টে উল্লেখ করতে হবে। কোনও গ্রন্থাগার থাকলে তার সম্বন্ধেও জানতে হবে পড়ুয়াদের। প্রত্যেক পড়ুয়াদের হস্তশিল্প, কুটিরশিল্প এবং অ্যাকাডেমিক গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত করতে হবে শিক্ষকদের।

পশ্চিমবঙ্গে টানা ছুটি থাকবে। কারা পাবে? কবে থেকে শুরু? এখনই দেখে নিন।

শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলোতে একটি মিটিং করে টিচার ও অভিভাবকদের মধ্যে এই Summer Project বা সামার প্রজেক্টের গুরুত্ব ও এর সমন্ধে অবগত করতে বলা হয়েছে। এই Summer Project বা সামার প্রজেক্ট প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের অনেকটাই বাড়তি উৎসাহ দেবে।

সেইসাথে পড়াশুনার প্রতি অন্য আঙ্গিকে আগ্রহ বাড়িয়ে তুলবে। গরমের লম্বা ছুটিতে পড়াশুনার সাথেই থাকার জন্য পড়াশুনা থেকে ছেদ পড়বে না। ফলে ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হবে আশা করা যায়।
Written by Shampa Debnath.

Leave a Comment