LPG Cylinder – দোল উপলক্ষ্যে মা বোনেদের ফ্রি এলপিজি সিলিন্ডার উপহার দিলো রাজ্য সরকার।

কেন্দ্রীয় সরকার গত শনিবার থেকেই সারা দেশে LPG Cylinder বা এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে ১০০ টাকা। আর সেই খবরের জনসাধারণ বেজায় খুশি। সামনেই লোকসভা ভোট আর তার আগেই নরেন্দ্র মোদী একের পর এক খুশির খবর দিয়ে চলেছে। এতদিন ৯২৯ টাকায় গ্যাস সিলিন্ডার পেতেন সাধারণ গ্রাহকরা। সেই দাম থেকেই ১০০ টাকা কমিয়ে গত শনিবার থেকে ৮২৯ টাকায় এলপিজি সিলিন্ডার পাবেন সাধারণ গ্রাহকরা।

The State Govt is Giving Free LPG Cylinders for Holi

সেইসাথে ২০১৬ সালে মোদী উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করেন যার মাধ্যমে অনেক কম দামে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা গ্যাস সিলিন্ডার পাবেন। ২০২২ সালে প্রথম ২০০ টাকা ভর্তুকি দিয়ে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা LPG Cylinder বা সিলিন্ডার পেতেন। সেটা ২০২৩ পূজার সময় থেকে ৩০০ টাকা ভর্তুকি করা হয়েছে।

অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা গ্যাস বুকিং এর সময় ৯২৯ টাকা দিয়েই বুক করতে হতো। বুকিং এর পর সরকার ৩০০ টাকা ভর্তুকি দিয়ে দিতেন। সেই টাকা গ্রাহকের একাউন্টে জমা হয় প্রতিমাসে। শনিবার ১০০ টাকা দাম কমানোর জন্য এবার থেকে ৮২৯ টাকা দিয়ে বুক করলে ৩০০ টাকা ভর্তুকি পাওয়ায় মাত্র ৫২৯ টাকায় LPG Cylinder বা এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।

এছাড়াও মোদী আরও সুখবর দিলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। এই ভর্তুকি সময় বাড়িয়ে দেওয়া হলো আরোও একবছর। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এই ভর্তুকি পেয়ে যাবেন। স্বাভাবিক ভাবেই এই খবরে খুশি সাধারণ গ্রাহকরা।

তবে সরকার থেকে এই ভর্তুকি এক বছর বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বছরে আরও ১৬৫০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে কেন্দ্রীয় সরকারের। বছরের ১২ সিলিন্ডার পিছু ৩৬০০ টাকা দিয়ে থাকেন একেকজন গ্রাহককে। দেশে মোট ৩১.৩৬ কোটি LPG Cylinder বা গ্যাস সিলিন্ডার সংযোগ রয়েছে। তার মধ্যে ৯.৬ কোটি গ্রাহক উজ্জ্বলা যোজনার আওতায় পড়েন।

এদিকে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে ৩০০ শতাংশ। তবে সেই তুলনায় সেই সময় দেশে গ্যাসের দাম বাড়েনি। এর জেরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির লোকসান হয়েছে ২৮ হাজার কোটি টাকার। তাই সরকার তাদের এককালীন ২২ হাজার কোটির ক্ষতিপূরণ দিয়েছিল।

1 বছরের জন্য রান্নার গ্যাসের দাম কমালো প্রধানমন্ত্রী। নারী দিবসে মা বোনেদের বিশেষ উপহার।

এই সবের মাঝে উত্তরপ্রদেশের রাজ্যের সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দোলে একটি করে ফ্রি LPG Cylinder বা এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। কারণ গতবছর উত্তরপ্রদেশ সরকার ঘোষনা করেছিলেন দিওয়ালি এবং হোলিতে বিনামূল্যে একটি করে এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে।

Holidays বা ছুটি

রাজ্যের প্রায় ১ কোটি ৭৫ লাখ মানুষ এই সুবিধা পাবেন। এই সিলিন্ডারের দামের টাকা উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি। যদিও ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়েনি কিন্ত বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই বেড়েছে। ফলে সমস্যায় পড়েছে ব্যাবসায়ীরা।

দিকে এই মাসের শুরুতেই গ্যাসের দাম বাড়ানো হয়। ব্যাবসা মন্দ চললেও LPG Cylinder বা গ্যাস সিলিন্ডার কিনতেই হয়। তাই অনেকটাই সমস্যায় আছেন বাণিজ্যিক সংস্থা গুলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক LPG Cylinder বা এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৪ টাকা।

একধাক্কায় কমলো রান্নার গ্যাসের দাম। মাত্র 35 টাকা লিটার। আজ থেকে নতুন দাম কার্যকর।

অর্থাৎ ১ মার্চ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে ১,৯১১ টাকা খরচ হবে। অন্যদিকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম সেই গত ২০২৩ এর আগস্ট মাস থেকে একই রয়েছে। আবার গত শনিবার কেন্দ্রীয় সরকার দাম ১০০ টাকা কমানোয় আরও উপকৃত হয়েছেন সাধারণ গ্রাহক থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।
Written by Shampa Debnath.

Leave a Comment