Railway Recruitment 2023 – মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি।

South Western Railway Recruitment 2023

রেলে চাকরি (Railway Recruitment 2023) করতে ইচ্ছুক? কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করেও লাভ হচ্ছে না। তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি রেলের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। দক্ষিণ-পশ্চিম রেলওয়ে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগ পদের নাম, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে নিচে জানানো হল।

রেলওয়ে ডিপার্টমেন্টের নামঃ
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে (SWR)
নিয়োগ স্থানঃ
হুব্বল্লি ডিভিশন,
ক্যরিএজ রিপেয়ার ওয়ার্কশপ, হুব্বল্লি,
ব্যাঙ্গালোর ডিভিশন,
মাইসুরু ডিভিশন,
সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসুরু।

পোস্ট অফিসের সেরা 5 টি স্কিম, যেখানে পাবেন FD-র থেকে বেশি সুদ। দেখে নিন তালিকা।

নিয়োগ পদের নামঃ অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদের সংখ্যা- ৯০৪ টি।
হুব্বল্লি ডিভিশন- ২৩৭ টি পদ
(ফিটার– ১০১ টি,
ওয়েল্ডার– ৫ টি,
ইলেকট্রিশিয়ান– ৭৬ টি,
রিফ্রেইজারেশন এন্ড এয়ার কন্ডিশনার মেকানিক– ১৬ টি,
প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (PASAA)– ৩৯ টি)

ক্যরিএজ রিপেয়ার ওয়ার্কশপ, হুব্বল্লি- ২১৭ টি,
(ফিটার– ৯৭ টি,
ওয়েল্ডার– ৩২ টি,
ইলেকট্রিশিয়ান– ২৯ টি,
মেশিনিস্ট– ৮ টি,
কার্পেন্টার– ১১ টি,
টার্নার– ৯ টি,
পেইন্টার– ১৫ টি,
প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (PASAA)- ১৬ টি)

ব্যাঙ্গালোর ডিভিশন– ২৩০ টি,
(ফিটার- ১০ টি,
ফিটার (Diesel Loco Shed)- ৩৭ টি,
ফিটার (Carriage & Wagon)- ৬৭ টি,
ওয়েল্ডার- ১০ টি,
ইলেকট্রিশিয়ান (Diesel Loco Shed)-১৭ টি,
ইলেকট্রিশিয়ান জেনারেল– ৭৯ টি,
প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (PASAA)- ১০ টি,

32000 বাতিল শিক্ষকদের সুখবর, মামলা থেকে সরে গেলেন জাস্টিস গাঙ্গুলী, আর কি কি নির্দেশ এলো?

মাইসুরু ডিভিশন- ১৭৭ টি
(ফিটার– ৬০ টি,
ওয়েল্ডার– ২ টি,
ইলেকট্রিশিয়ান– ৪৩ টি,
স্টেনোগ্রাফার-২ টি,
প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (PASAA)- ৭০ টি)

সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসুরু- ৪৩ টি
(ফিটার– ১৮ টি,
ওয়েল্ডার– ৬ টি,
ইলেকট্রিশিয়ান– ৪ টি,
মেশিনিস্ট– ৫ টি,
টার্নার– ৪ টি,
পেইন্টার– ৩ টি,
প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট (PASAA)- ৩ টি)

শিক্ষাগত যোগ্যতাঃ
কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ন হতে হবে বা সমমানের যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট (Railway Recruitment 2023) থাকতে হবে।

বয়সসীমাঃ ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা পাবেন বয়সের ছাড়।

আবেদন পদ্ধতিঃ
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদনের লিংকঃ
https://jobs.rrchubli.in/act-2223/

আবেদন ফিঃ
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে জেনারেল ও ওবিসি ক্যাটাগরীর প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। SC/ST দের লাগবে না কোনো ফি।
আবেদনের শেষ তারিখ- ২ আগস্ট, ২০২৩.

বিজ্ঞপ্তিঃ
https://www.rrchubli.in/SWR%20-%20Act%20Apprentice%20Notification-2022.pdf
আরো বিশদে জানতে হলে বিজ্ঞপ্তি দেখতে পারেন।
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Leave a Comment