Weather Update – বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, জানুন কি জানালো আবহাওয়া দপ্তর।

Weather Update – পুরো খবর জানতে পড়ুন বিস্তারিত।

বিগত কয়েক দিন ধরে ‘রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা’ (Weather Update) চলছে। কখনও মেঘ তো আবার কখনো কাঠফাটা রৌদ্র। বৃষ্টি হলেও রৌদ্রের তাপ এতটুকু কমেনি। কিছুক্ষণ আগে অস্বস্তিকর আবহাওয়া তো কয়েক মিনিট পরেই ঠান্ডা হাওয়া। এরকম আবহাওয়ায় মানুষের মনে প্রশ্ন একটাই “কী হচ্ছে আবহাওয়ার সাথে? দক্ষিণবঙ্গের আবহাওয়া এত বিভ্রান্তিকর কেন?”

Advertisement

অনেকেই এর জন্য দায়ী করছেন নিম্নচাপকে (Weather Update) আবার কেউ কেউ টেনে আনছেন বিশ্ব উষ্ণায়ন -কে। কিন্তু এরকম পরিস্থিতিতেও কলকাতা ও কলকাতার আশেপাশের জেলাগুলিতে দুপুর হলেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টির নাচন (Weather)। সেই নাচনের তীব্রতা যদিও খুব একটা বেশি নয়। তা সত্ত্বেও সাময়িক স্বস্তি পাচ্ছেন মানুষ। তবে এই স্বস্তি কিন্তু ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পর গরমে সেই কালঘাম ছুটেই যাচ্ছে সাধারণ মানুষের। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মানুষের মন আর আবহাওয়া (Today weather) দুটোতেই পড়েছে বিভ্রান্তির স্পর্শ।

Advertisement

 বাংলার কৃষকদের মুখে হাসি ফুটলো, ধানের সহায়ক মূল্য বাড়ালো রাজ্য সরকার। জানুন নতুন রেট।

দক্ষিণ বঙ্গের মানুষের প্রাণ এই মুহূর্তে ওষ্ঠাগত। আবার অপরদিকে চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই নিম্নচাপ তীব্র (Weather Update) আকার ধারণ করে উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই নিম্নচাপের জেরে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল গুলিতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (Weather)। উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করেছে আলিপুর আবহাওয়া ডক্টর। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তবে এর স্থায়িত্ব মাত্র ২৪ ঘন্টা।

আবার রবিবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে। এরপর আগামী ২-৩ দিন বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম থাকবে। আজ সর্বোচ্চ আবহাওয়া থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু বাতাসে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। কলকাতার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয়ের পাদদেশী পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ৪-৫ দিনে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে (Weather forcast)। গোটা সপ্তাহ জুড়ে রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও তেমনভাবে শোনা যায়নি ।

জুলাই মাসে আরও 5 টি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক, গ্রাহকের টাকার কি হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button