Electricity Meter: বাড়ি বাড়ি ডিজিটাল মিটার দেওয়া হচ্ছে। বাড়িতে বিদ্যুৎ লাইন থাকলে জেনে নিন

Smart Electricity Meter: গ্রাহকদের সুবিধার্থে বিদ্যুৎ দফতরের তরফ থেকে নতুন স্মার্ট প্রিপেইড মিটার। দেখে নিন কি কি সুবিধা পাবেন এই মিটার বাড়িতে বসালে।

জনগণের সুবিধার্থে বিদ্যুৎ দফতরের নিয়ে আসলো নতুন মিটার যার নাম স্মার্ট প্রিপেইড মিটার। একদিকে যেমন রাজ্যের রাজনৈতিক দলগুলো স্মার্ট মিটারের বিরোধিতা করছে। অন্যদিকে, প্রশাসন নিরন্তন মানুষকে সচেতন করে চলেছে এই মিটার নিয়ে। এমনি ধারাবাহিকতায় বিদ্যুৎ দফতরের অধিকারিকরা স্মার্ট মিটার নিয়ে মানুষের মধ্যে কার ছড়িয়ে পড়া ভুল ধারণা দূর করছেন। এই মিটার থেকে মানুষেরা অনেক সুবিধা পাছে বলে দাবি করা হচ্ছে। এখন পুরনো মিটার বদল করে নতুন স্মার্ট মিটার বসানো হচ্ছে কোনও টাকা ছাড়াই। এছাড়া, গ্রাহকদের রিচার্জে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

Smart Electricity Meter Manufacturers in India

3 কিলোওয়াট গ্রাহকরা 3-ফেজ সংযোগ পাবেন

এখন থেকে ৩ কিলোওয়াট গ্রাহকরা 3-ফেজ সংযোগ পাবেন। আগে এই সুবিধা শুধুমাত্র 5 কিলোওয়াট সংযোগের জন্য উপলব্ধ ছিল। আর এ বছর বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে 10.67 শতাংশ।

গ্রিন এনার্জির হার হ্রাস

এটি গ্রাহকদের জন্য অনেক লাভজনক হবে বলে জানানো হয়েছে। কমিশন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রতি ইউনিট গ্রিন এনার্জি (সবুজ ট্যারিফ) 0.44 থেকে 0.36 প্রতি ইউনিটে কমিয়েছে, যা সবুজ শক্তির ব্যবহারকে উৎসাহিত করবে এবং গ্রাহকদের সুবিধা হবে।

স্মার্ট মিটারের মিলবে এইসব সুবিধা

১. বিদ্যুৎ খরচ সম্পর্কে রিয়েল টাইম তথ্য পাওয়া যায়।
২. বিদ্যুৎ চুরি রোধে সাহায্য করে।
৩. বিদ্যুৎ বিলের হিসাব অটোমেটিক হয়ে যায়, তাই বিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থেকে।
৪. বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে সাহায্য করে, যার ফলে এনার্জিও সঞ্চয় হয়।

৫. স্মার্ট মিটারে রিমোট রিডিংয়ের সুবিধা রয়েছে, যা মিটার রেডারের প্রয়োজনীয়তা দূর করে।
৬. বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার তথ্য আগে থেকে পাওয়া যায়।
৭. ভোক্তা তার বিদ্যুৎ ব্যবহারের উপর ভিত্তি করে বিদ্যুতের হার নির্বাচন করার অপশান পাবেন।
৮. স্মার্ট মিটার (Smart Electricity Meter) লোড ম্যানেজমেন্টের সুবিধা রয়েছে, যা অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার সম্পর্কে সতর্ক করে।
৯. পরিবেশ বান্ধব কারণ এটি এনার্জি সঞ্চয় করতে সহায়তা করে।

সবচেয়ে বড় এই সুবিধা পাওয়া যায়

এই স্মার্ট মিটার বা Smart Electricity Meter বাড়িতে বসানোর আগে গ্রাহকদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে তাঁরা বড় অঙ্কের টাকা দেওয়া থেকে রেহাই পাচ্ছে। কোনও কারণে যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে গ্রাহকরা মিটারে লাগানো পুশ বাটনের মাধ্যমে 72 ঘন্টা ধরে বিদ্যুৎ চালুও রাখতে পারবেন। তবে হ্যাঁ, মাসে মাত্র একবারই এই সুবিধা পেতে পারবেন।

আরও পড়ুন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবে সরকার। বাংলা শস্য বীমা প্রকল্পের লিস্ট ও ফরম কিভাবে ফিলাপ করবেন?

রিচার্জে ছাড়

ডিএম এর মতে, এই প্রিপেইড স্মার্ট মিটারের রিচার্জে বা Electricity Meter Cost গ্রাহকদের মোট 3 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রিপেইমেন্টে 1.5 শতাংশ, অনলাইন রিচার্জে 1 শতাংশ এবং স্মার্ট মিটারে 0.50 শতাংশ আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত। এর পাশাপাশি গ্রাহকরা যদি তাঁদের একাউন্টে 2000 টাকা বা তার বেশি জমা করে রাখেন, তাহলে তাঁরা সুদের সুবিধাও পাবেন। তিন মাস পর্যন্ত আমানতে সুদ দেওয়া হবে 6.75 শতাংশ। তিন থেকে ছয় মাস পর্যন্ত আমানতে 7 শতাংশ এবং ছয় মাসের বেশি আমানতে 7.25 শতাংশ সুদ দেওয়া হবে।

প্রসঙ্গত, এই সুখবর খবর কিন্তু বাংলার জন্য নয়, এটি উত্তর প্রদেশের বিদ্যুৎ গ্রাহকরা স্মার্ট মিটারের দাম থেকে মুক্তি পাবে বিদ্যুৎ নিয়ন্ত্রক কিমিশনের চেয়ারম্যান অরবিন্দ কুমার, সদস্য সঞ্চয় সিং নতুন হার ঘোষণা করার সময় বলেছিলেন যে পঞ্চম বছরেও উত্তর প্রদেশে বিদ্যুতের বা Electricity হাড় বাড়ানো হবে না এবং হাড় অপরিবর্তিত থাকবে। এদিন কমিশন আরও স্পষ্ট করে বলে দিয়েছে যে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কোনও খরচ গ্রাহকদের উপর চাপানো হবে না।