Train Cancelled – বাতিল করা হল শিয়ালদহ ও হাওড়া লাইনের একাধিক ট্রেন, ভোগান্তি সমস্ত যাত্রীদের।

হাওড়া ও শিয়ালদহ এই দুটি স্টেশন খুবই গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রীদের জন্য সেই স্টেশানেই অনেক ট্রেন বাতিল বা Train Cancelled। লোকাল ট্রেনে যাতায়াত করে না এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো যাতায়াত করে। এছাড়া এই দুটি স্টেশন হচ্ছে যাতায়াতের কেন্দ্রবিন্দু। বিভিন্ন প্রান্তে বাস স্ট্যান্ড ধরার জন্য বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এই শিয়ালদহ বা হাওড়া রুটের থেকে ট্রেন ধরতে হয়। তাই কখনো হাওড়া বা শিয়ালদায় ট্রাফিক ব্লক হয়ে ট্রেন বাতিল হলে যাত্রীদের সর্বপ্রথম ভোগান্তির শিকার হতে হয়।

Advertisement

Several Train Cancelled on The Main Line

বিশেষ করে কর্মক্ষেত্রে ও স্কুল, কলেজ হাসপাতাল ও বিশেষ কাজের জন্য অনেকটাই সমস্যার পড়েন যাত্রীরা। তবে অনেক সময় কিছু বিশেষ কারণে পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রী নিরাপত্তা এবং পরিষেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন। এর আগেও পূর্ব রেল অনেক সময় রেল লাইনের কাজের জন্য বা ট্রেনের বগি নিরাপদ করার জন্য অনেক ট্রেন বাতিল বা Train Cancelled করেছিলেন, ফের আরেকবার রেলের কাজের জন্য ট্রাফিক ব্লক হতে চলেছে হাওড়া ডিভিশনে।

Advertisement

কোন কোন স্টেশন ব্লক হচ্ছে

আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে ডাউন লাইনে ব্লক বা Train Cancelled করা হচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে এই লাইনে স্লিপার রিনিউ এবং ব্যালাস্ট প্যাকিং সহ ট্র্যাক রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় কাজ করতে চলেছে পূর্ব রেল। এর কারনে অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে ট্রেনের যাত্রীদের।

5 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল কাদের হবেনা? কিভাবে এই সার্টিফিকেট পাওয়া যায়

উদ্দেশ্য

মূলত ট্রেনের গতি বাড়ানো, সময়ানুবর্তিতা বজায় রাখা ও যাত্রীদের যাত্রা আরও মসৃণ করতে রক্ষণাবেক্ষণের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে পূর্বরেল কর্তৃপক্ষ। যাত্রীদের যাতায়াতের সময় এই কাজগুলি করা সম্ভবপর নয় দেখে এছাড়া গভীর রাতে কাজ করা অসুবিধাজনক বলেই যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় তার জন্যই উল্লিখিত সেকশনে ২৫.০৫.২০২৪ থেকে ২৬.০৬.২০২৪ তারিখের মধ্যে ১৫ দিন ২৪০ মিনিট ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই একাধিক ট্রেন বাতিলের বা Train Cancelled নির্দেশ দেওয়া হয়েছে।

Summer Vacation - গরমের ছুটি

কোন দিন ট্রেন বাতিল থাকছে

যে দিনগুলিতে ট্রেন বাতিল বা Train Cancelled থাকবে সেগুলি হল চলতি মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখ এবং আগামী মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখ। কয়দিন আগেও শিয়ালদহ ডিভিশনেও কুড়ি দিনের ট্রাফিক ব্লক ছিল সেই সময়ও শিয়ালদার বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছিল তবে রেল কর্তৃপক্ষের কথা অনুযায়ী কয়েকদিনের অসুবিধা ভবিষ্যদের অনেকের সুবিধা এনে দেয়। তাই যাত্রীদের একটু এই কয়দিন অন্যরটা চলাচলের জন্য আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

চতুর্থ দফায় লোকসভা ভোটের সমীক্ষা। হেভিওয়েট প্রার্থী কারা? কোন আসনে কে এগিয়ে?

তবে এই রেলের কাজের ফলেই রেল পরিষেবা আরো উন্নয়ন ঘটবে এবং রেলের যাত্রাপথ যাতে আরও স্বস্তির ও নিরাপদ হয়, সেই কারণেই পরিষেবার মানোন্নয়নের চেষ্টায় পূর্ব রেল কর্তৃপক্ষ। আজকের এই প্রতিবেদনটি এই কারণেই যাতে এই প্রতিবেদনটি পড়ে কোন কোন দিন হাওড়া ডিভিশনের ট্রেন বন্ধ বা Train Cancelled থাকবে সেটি জেনে আপনারা আপনাদের গন্তব্যের দিন অন্য কোনদিন পরিবর্তন করতে পারবেন আর যদি একান্তই সেই দিনগুলো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য অত্যাবশ্যকীয় হয় তাহলে অন্য কোন গন্তব্য রুট ব্যবহার করতে পারেন।
Written by Shampa debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button