Holidays – মার্চ মাসে এক্সট্রা 5 দিন ছুটি! রাজ্যের স্কুল, কলেজ সহ সরকারি প্রতিষ্ঠানগুলিও থাকবে বন্ধ।

বাচ্চা থেকে বড়ো সবাই Holidays বা ছুটির কথা শুনলে এখনো আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আর বছরের প্রথম ক্যালেন্ডার হাতে পেয়েই সবাই চোখ বুলিয়ে নেয় কোন কোনদিন কি কি উৎসব পড়েছে? অর্থাৎ ছুটি পাওয়া যাবে একটু কর্মজীবন থেকে। আর স্কুল কলেজের ছাত্রছাত্রী একটু পড়াশুনা থেকে। একঘেয়ে জীবন সেটা স্কুল, কর্মজীবন যেটাই হোক একরকম কাজ করতে করতে হাফিয়ে ওঠে সবাই তাই মাঝে মধ্যেই একটু ছুটি পেলে সাময়িক আনন্দ পাওয়া যায়। আর দু থেকে তিনদিনের ছুটি পেলে কাছে পিঠে ঘুরে তো আসাই যায়।

Advertisement

School Holidays List in March Month

নতুন বছর পড়ার পর বেশ দুটি মাস গুটি গুটি পায়ে চলেই গেল। এই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেশ অনেকগুলোই উৎসব ছিল। অনেকদিনই Holidays বা ছুটি পাওয়া গেছে। তবে মার্চ মাসেও রয়েছে বেশ অনেকগুলো উৎসব। সবচেয়ে বড়ো উৎসব দোল উৎসব। এছাড়া শিবরাত্রি ও আরো কিছু উৎসব রয়েছে মার্চ মাসে। দেখে নিন মার্চের ছুটির তালিকা-

Advertisement
  • 5 মার্চ 2024 (মঙ্গলবার) – মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী
  • 8 মার্চ 2024 (শুক্রবার) – মহা-শিবরাত্রি
  • 25 মার্চ 2024 ( সোমবার) – দোল
  • 28 মার্চ (বৃহস্পতিবার) – পবিত্র বৃহস্পতিবার
  • 29 মার্চ ( শুক্রবার ) – শুভ শুক্রবার
  • 31 মার্চ (রবিবার) – ইস্টার

স্কুল শিক্ষকরা পাবে এক্সট্রা ছুটি! কোন কোন বিশেষ কারণে ছুটি নিতে পারবেন বলে জানালো পর্ষদ?

এই Holidays বা ছুটি গুলো জাতীয় ছুটি তাই সর্বত্র এই ছুটি রয়েছে। কিন্তু কিছু ছুটি জাতীয় ছুটি ছাড়া আঞ্চলিক ছুটি থাকে। যেগুলো আলাদা ভাবে দেওয়া হয়। মার্চের মধ্যে পড়েছে রঙের উৎসব দোল। আর এই ছুটির দিনে কাছের শান্তিনিকেতন থেকে ঘুরে আসার একটা প্ল্যান করে ফেলতেই পারেন।

Holidays - ছুটি

ছুটিতে কোনো প্ল্যান ছাড়া ঘুরতে বেরিয়ে পড়ার আনন্দই আলাদা। আর ছুটিতে শিশুদের সবচেয়ে আনন্দ হয় কারণ পড়া ছেড়ে বাঁচে। শিশুদের কাছে জিজ্ঞেস করলেই তারা উত্তর দেয় পড়তে না খেলতে ভালো লাগে। তাই ছুটির কথা শুনলেই তাদের আনন্দের শেষ নেই। তবে বড়রা কম যায়না।

রেশন কার্ড থাকলেই রান্নার গ্যাস পাবেন 428 টাকায়। বড় ঘোষণা করলো সরকার।

এক দু দিনের ছুটি পেলে তাদের রোজকার কর্মজীবনের থেকে একটি রেহাই মেলে। এই টুকুই ব্যস্ততম জীবনের পরম পাওয়া। তাই মার্চের উৎসব গুলো আনন্দে উপভোগ করুন। আর ঘুরে বেড়িয়ে মনকে বসন্তের ফুরফুরে বাতাসে ভাসিয়ে দিন।
এমন আরও ছুটি বা অন্য রকম খবরের জন্য এই পেজের সাথে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button