SBI SWP স্কীমে বিনিয়োগ করলে প্রতিমাসে পাবেন 10000 টাকা। Systematic Withdrawal Plan এর সুবিধা জেনে নিন।

প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ উপার্জন করেন তার কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন ব্যাংক বা SBI SWP বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে। এ ফিক্সড ডিপোজিট এর কারনই হলো মেয়াদের সময় বেশি লাভযুক্ত রিটার্ন পাওয়া। প্রত্যেকটি ব্যক্তি চাইবে তার বিনিয়োগের টাকা থেকে রিটার্নের টাকা যেন বেশি হয়। তাই ফিক্সড ডিপোজিট, MIS, SIP ইত্যাদি বেশ জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হয়ে উঠেছে।

Advertisement

SBI Swp Plan Mutual Fund Calculator and Rate

তবে বর্তমানে সবচেয়ে বেশি লাভযুক্ত রিটার্ন পাবেন SWP বা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানে বিনিয়োগ করলে। তার কারণ এই SWP-তে একবার বিনিয়োগ করলে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন মোটা রিটার্ন। এসবিআই ব্যাংকের নাম নিশ্চয়ই সবাই শুনেছেন। এসবিআই বর্তমানে SWP অর্থাৎ SBI Equity Hybrid Fund Direct Plan Growth প্ল্যান এনেছেন যেখানে আপনি বিনিয়োগের মাধ্যমে সুনিশ্চিত রিটার্ন পাচ্ছেন।
সুদের পরিমাণ :- এসবিআই ব্যাংকের এই প্লানের মাধ্যমে ১৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে গত ১০ বছর ধরে।

Advertisement

SWP Mutual Fund Calcularor

এই খাতে বিনিয়োগ করলে ১৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। তাই যদি আপনি ১০,০০০,০০ টাকা বিনিয়োগ করেছিলেন ২০১৪ সালে। তাহলে তিনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন। আর ১০ বছর পর মোট লাভযুক্ত রিটার্নের পরিমাণ হয় ১২,০০,০০০ টাকা। এছাড়াও সাথে থাকবে ১৪,৪৫,৮৩১ টাকা। ওই ব্যক্তির বিনিয়োগ ও সুদ মিলিয়ে মোট টাকার পরিমাণ হবে ১৪,৪৫,৮৩১ টাকা।

SIP vs SWP

এসআইপিতে বিনিয়োগকারীর হাতে একসঙ্গে মোটা টাকা থাকে না। তাই তিনি প্রতি মাসে বিনিয়োগ করেন। এসডব্লিউপি হলো ঠিক এর উল্টোটা। এখানে একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। তারপর প্রতি মাসে সুদ এবং আসলের একটা অংশ বিনিয়োগকারীর হাতে আসে। অবসরপ্রাপ্তদের জন্য এটা আদর্শ স্কিম।

মধ্যবিত্তের জন্য সেরা বিনিয়োগ, স্বল্প সঞ্চয় প্রকল্পে বাড়লো সুদের হার।

SWP Benefits

অবসর ব্যক্তিদের জন্য এই প্ল্যানটি খুবই লাভজনক কারণ একটি ব্যক্তি তার কর্মজীবনে যদি একসঙ্গে টাকা বিনিয়োগ করেন তাহলে রিটারমেন্টের পরে তার প্রত্যেক মাসে এই বিনিয়োগ থেকে আয়ের উৎস হবে। এছাড়া মেয়াদ শেষ হলেও একটা মোটা টাকা তিনি পাচ্ছেন। তাই অবসর পরিকল্পনায় এসডব্লিউপি-কে আদর্শ মনে করা হয়। কারণ নিয়মিত আয় পাওয়া যায়। বিনিয়োগকারী প্রত্যাহারের পরিমাণ এবং সময়কাল ঠিক করতে পারেন।

Loan on Aadhaar Card - (আধার কার্ডে লোন পাবেন)

মিউচুয়াল ফান্ড বা SWP থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসে। বিনিয়োগের সময়কালের উপর ভিত্তি করে এসডব্লিউপি থেকে প্রাপ্ত লাভকে স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি মূলধন লাভ হিসেবে ধরা হয়। দীর্ঘমেয়াদি লাভে করের হার অনুকূল থাকে। ফলে বিনিয়োগকারীদের আয় বাড়ে। এসডব্লিউপি-র আওতায় মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ সম্পূর্ণ করমুক্ত।

মাসিক আয় ২০ হাজার টাকা হলে, ১ কোটি টাকা জমাতে কিভাবে বিনিয়োগ করবেন, জেনে নিন।

এসডব্লিউপিতে বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড বা SWP বিনিয়োগ থেকে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারেন। যাঁরা নিয়মিত আয় চান, তাঁদের জন্য উপযুক্ত হলো এই স্কিম। আপনি যদি চান অবসর জীবনে প্রত্যেক মাসে একটি ভালো আয় পেতে এবং লাভযুক্ত মোটা রিটার্ন পেতে তাহলে এসডব্লিউপিতে অনায়াসে বিনিয়োগ করতে পারেন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button