SBI দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। SBI বা State Bank of India এবার গ্রাহকদের পকেটের বোঝা বাড়িয়েছে ব্যাংক। মুদ্রাস্ফীতির ফাঁসে পড়ে যখন মধ্যবিত্তের প্রাণ জেরবার, ঠিক তখনই State Bank of India সহ আরো কিছু ব্যাংক তাদের ঋণ থেকে শুরু করে EMI, সবকিছুরই দাম বাড়িয়ে চলেছে উত্তরোত্তর। সদ্যই SBI তাদের লোন আরো বেশি বাড়িয়ে তুলেছে।
দেখে নেওয়া যাক SBI কি কি নতুন নিয়ম এলো।
সাধারণ মানুষের জন্য ঋণ অনেকটা ওষ্ঠগত হয়ে উঠবে। যেহেতু SBI এর গ্রাহকসংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় এক্ষেত্রে সবচেয়ে বেশি বাজে প্রভাব পড়বে সাধারণ মধ্যবিত্তের ওপর। স্টেট ব্যাংক তাদের MCLR এ 15 বেসিস পয়েন্ট বাড়িয়েছে চলেছে। অর্থাৎ এবার থেকে আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে এবার আগের চেয়ে অন্ততপক্ষে 0.15% বেশি সুদ সমেত টাকা ফেরত দিতে হবে।
স্টেট ব্যাংকের তরফে যে নয়া রেট ঘোষণা হয়েছে সেটি গত 15 নভেম্বর থেকে লাগু হয়েছে। MCLR বেঞ্চমার্কের ওপর নির্ভর করে বিভিন্ন লোন দেয় State Bank of India। নতুন রেটে দেখা যাচ্ছে যে, বাড়ি, গাড়ি এবং ব্যক্তিগত লোনের জন্য সুদের হার 7.95% থেকে 10 বেসিস পয়েন্ট বেড়ে 8.05% হয়েছে যা, সেইসাথে 2 ও 3 বছরের ঋণের জন্য যেখানে এতদিন 8.25% সুদ লাগতো।
জোর করে লোন বা কিস্তির টাকার জন্য চাপ দিতে পারবে না কোনও ব্যাংক, রাত বিরেতে ফোন করাও চলবে না।
এবার থেকে সেখানে 8.35% হারে সুদ গুনতে হবে গ্রাহকদের। একেই মূল্য বৃদ্ধির বাজার তার ওপর এই ঘোষণায় মাথায় হাত মধ্যবিত্তদের 15 বেসিস পয়েন্ট বাড়ানোয় MCLR হয়েছে 7.75 শতাংশ। ছয় মাসের মধ্যে MCLR 15 বেসিস পয়েন্ট বৃদ্ধির সাথে সাথে সুদের হার বেড়ে হয়েছে 8.05 শতাংশ। SBI এক্ষেত্রে সুদের কম বেশি করে RBI এর রেপোরেটের ওপর ভিত্তি করে।