SBI এর নতুন নিয়ম কবে থেকে লাগু হবে, জানতে হলে পড়ুন বিস্তারিত।
দেশের বিভিন্ন ব্যাঙ্কের মধ্যে সবথেকে নামিদামি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সম্প্রতি এই ব্যাঙ্ক এমন কিছু জিনিসের দাম বাড়িয়েছে যার ফলে মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। সম্প্রতি জানা যাচ্ছে, SBI লোন থেকে শুরু করে EMI সব কিছুরই সুদের পরিমাণ বাড়িয়েছে। শুধু SBI নয়, আরো অন্য ব্যাঙ্কও সুদের দাম বাড়িয়েছে।
SBI-এ লোনের দাম বাড়ায় সাধারণ মধ্যবিত্ত মানুষের লোন নেওয়ার সুদের পরিমাণ অনেকটাই বেড়ে উঠবে। ফলস্বরূপ, এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় মাথায় হাত পড়বে সাধারণ মধ্যবিত্ত মানুষের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব সময় MCLR বেঞ্চমার্কের ওপর ভরসা করেই গ্রাহকদের লোন দিয়ে থাকেন। তাই এসবিআই MCLR-এ ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। অর্থাৎ এবারে এসবিআই থেকে লোন নিতে গেলে লোনের পরিমাণ সহ সুদ দিতে হবে ০.১৫% বেশি।
লোন নেবেন? পার্সোনাল লোনে সবচেয়ে কম সুদ লাগবে এই ব্যাংকগুলিতে।
জানা গিয়েছে, গত ১৫ ই নভেম্বর থেকে এই নতুন রেট ঘোষণা করা হয়েছে। এই নতুন রেটে ফলে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত লোনে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৮.০৫%। এর পাশাপাশি দু থেকে তিন বছরের লোন নিলে বর্তমানে সুদ দিতে হবে ৮.৩৫%।
এছাড়া MCLR-এ ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করায় MCLR হয়েছে ৭.৭৫%। ছয় মাসের মধ্যে MCLR-এর সুদের হার বেড়েছে ৮.০৫%। তাই বর্তমানে জানা যাচ্ছে, এসবিআই ব্যাঙ্কের এই সুদের হ্রাস-বৃদ্ধি ঘটে RBI-এর রেপোরেটের উপর ভিত্তি করে।