SBI FD Interest Rate – স্টেট ব্যাংকে 31st মার্চের মধ্যে বিনিয়োগ করলেই পাবেন অতিরিক্ত লাভযুক্ত রিটার্ন।

ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রত্যেকটি ব্যক্তি নিজের সামর্থ্য মতন অর্থ সঞ্চয় করেন। এছাড়া বর্তমানে এমনই সেভিংস একাউন্টের চেয়ে ফিক্সড ডিপোজিট স্কিম এতটাই সফলতা এনেছে যে প্রত্যেক ব্যক্তি এই ফিক্সড ডিপোজিট করার জন্য আগ্রহ দেখান। অন্যদিকে প্রতিটি মানুষ যাতে আরও উৎসাহিত হয় সেজন্য প্রতেকটি ব্যাংক আরও নতুন নতুন ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করার প্রধান কারণ হলো এতে নিরাপদ গ্যারান্টি যুক্ত রিটার্ন পাওয়া যায়।

SBI FD Interest Rate for Amrit Kalash & We Care Scheme

এতে সুদের হার ও বেশি থাকে। এছাড়া বর্তমানে ব্যাংকগুলো সুদের হার আরোও বৃদ্ধি করেছে। তেমনটাই SBI নতুন দুটি স্কিম (SBI FD Interest Rate) এনেছে যাতে উচ্চ সুদের হার দেওয়া হবে। আর আপনি পেয়ে যাবেন সাধারণ রিটার্নের চেয়ে অনেক গুণ বেশি। আপনিও কি SBI গ্রাহক তাহলে সময় রয়েছে ৩১ মার্চ পর্যন্ত।

অল্প সময়ের সুযোগে এই দুটি স্কিমে (SBI FD Interest Rate) বিনিয়োগ করে লাভযুক্ত রিটার্ন পান। SBI থেকে লঞ্চ হওয়া দুটি স্কিম হলো অমৃত কলস ডিপোজিট স্কিম‘ এবং ‘উই কেয়ার ডিপোজিট স্কিম। নবীন ও প্রবীণ দুই নাগরিকদের জন্যই এই সুবিধা রয়েছে। দেখে নেওয়া যাক সুদের হার, মেয়াদ কাল ও লাভের অঙ্ক সমন্ধে আরও তথ্য।

  • অমৃত কলস ডিপোজিট স্কিম
  • উই কেয়ার ডিপোজিট স্কিম

অমৃত কলস ডিপোজিট স্কিম

SBI 2023-র 12 এপ্রিল ‘অমৃত কলস’ স্কিমটি চালু করে। এরপর ৩ বার এর সময় বৃদ্ধি করা হয়। কারণ সর্বোত্তম সুবিধা যুক্ত এই স্কিম গ্রাহকদের মন জয় করেছে। তবে আর বেশি দিন এই স্কিমের সুবিধা পাবেন না গ্রাহকরা। ৩১ মার্চের মধ্যে বিনিয়োগ না করলে এই স্কিমে (SBI FD Interest Rate) বন্ধ হয়ে যাবে।

400 দিনের এই FD-তে সাধারণ লগ্নিকারীদের জন্য সুদের হার 7.1 শতাংশ রেখেছে স্টেট ব্যাঙ্ক। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এই স্কিমে সুদ পাবেন 7.6 শতাংশ। যেটা অন্যান্য স্কিমের থেকে অধিক লাভ রিটার্ন দেয়। উল্লেখ্য, অমৃত কলস FD তে (SBI FD Interest Rate) একজন বিনিয়োগকারী 2 কোটি টাকা পর্যন্ত লগ্নি করতে পারেন।

এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে আয়করে কোন ছাড় নেই। ফলে TDS কেটে নিয়ে সুদের টাকা অ্যাকাউন্টে জমা করবে ব্যাঙ্ক। অমৃত কলসের সবচেয়ে বড় সুবিধা হল মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আপনি ইচ্ছা করলে টাকা তুলতে পারবেন। SBI জানিয়েছে, এই স্কিমে লগ্নির জন্য আলাদা কোনও প্রোডাক্ট কোডের প্রয়োজন নেই।

স্টেট ব্যাংকে 31 শে মার্চের মধ্যে এইকাজ করলেই মিলবে ডবল সুদ ও ট্যাক্স ছাড়।

Yono ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে এই FD অ্য়াকাউন্ট (SBI FD Interest Rate) খোলা যাবে। এই স্কিমে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীর ন্যূনতম বয়স 19 বছর হতে হবে। অমৃত কলসে অ্যাকাউন্ট খোলার সময় যে নথি গুলো প্রয়োজন হবে সেগুলো হলো আধার কার্ড, বয়সের প্রমাণ পত্র, বৈধ প্রমাণপত্র, পাসপোর্ট ছবি ও Email আইডি লাগবে।

সুদের হার
এই স্কিমে আপনি ১ থেকে ২ বছরের মেয়াদে যদি টাকা বিনিয়োগ (SBI FD Interest Rate) করেন তাহলে সুদের পরিমাণ হবে ৬.৮০ শতাংশ। এছাড়া আপনি যদি ৪০০ দিনের মেয়াদে বিনিয়োগ করেন তাহলে ৭.১০ শতাংশ সুদ পাবেন। আর যদি আপনি একজন প্রবীণ নাগরিক হন তাহলে ৭.৬০ শতাংশ সুদ পাবেন।

HDFC FD Interest Rates বা এইচডিএফসি ফিক্সড ডিপোজিটের সুদের হার

উই কেয়ার ডিপোজিট স্কিম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ সিনিয়র সিটিজেন স্কিম হল উই কেয়ার ডিপোজিট স্কিম। প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে উচ্চ সুদের হার পাবে। উই কেয়ার স্কিমে 5 বছর থেকে 10 বছরের মেয়াদে বিনিয়োগ করা সবচেয়ে ভালো রিটার্ন দেয়। স্কিমে আপনি ৫ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করলে ৭.৫ শতাংশ সুদ পাবেন।

যেটা সাধারণ FD এর ক্ষেত্রে সুদের হার থাকে ৬.৫ শতাংশ। অনেকটাই বেশি লাভ আপনি পাবেন।
প্রবীণ নাগরিকরা সাধারণ FD এর (SBI FD Interest Rate) তুলনায় ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বেশি সুদ পাবেন। তবে এই দুটি স্কিমে বিনিয়োগ করার সময় সীমিত।

স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আধার কার্ড ব্যাংক একাউন্ট লিংক থাকলে 5 মিনিটে পাবেন।

তাই যদি আপনি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে ইচ্ছুক থাকেন ৩১ মার্চের আগেই (SBI FD Interest Rate) বিনিয়োগ করুন। অন্যদিকে শোনা যাচ্ছে মুদ্রাস্ফীতির কারণে সকল ব্যাংকে সুদের হার কমিয়ে দেওয়া হতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং এধরনের অন্যান্য দেশে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বাড়ছে।

ভারতে ২০২৪ সালে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.০৯ শতাংশ। ফলে অন্যান্য দেশে সুদের হার কমালে ভারতের রিজার্ভ ব্যাংক সেই একই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে। তাই সুদের হার বেশি থাকার সময় যদি বিনিয়োগ করে রাখা যায় তবে এখনকার সুদের হার অনুযায়ী আপনি রিটার্ন পাবেন।
Written by Shampa Debnath.

Leave a Comment