RBI – বন্ধন ও ক্ষুদ্র ঋন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। মধ্যবিত্তের মাথায় হাত।

RBI New Rules Personal Loan And EMI.

ব্যাংক থেকে অনেকেই ঋণ নিয়ে থাকেন। এছাড়া কিছু ব্যক্তি ব্যক্তিগত ভাবে ঋণ (RBI Bank Loan) দিয়ে থাকে। কিন্ত তারা অনেক সুদ নিয়ে নেয় দেখে বেশিরভাগ মানুষ ব্যাংকের থেকে ঋণ নিতে বেশি পছন্দ করে। ব্যাংক ছোট থেকে বৃহৎ নানা পরিমাণের ওপর ঋণ দেয়। কিন্ত এই ক্ষুদ্র ঋণ দেওয়ার ফলে অনেক সময় ভুগতে হয় ব্যাংক সংস্থাকে।

কারণ অনেকেই ছোট কোনো কাজ করার জন্য ১০,০০০ টাকার মতন ঋণ নেন। বড়ো কোনো অ্যাকাউন্টের ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংক সেই ব্যক্তির থেকে সম্পত্তি বন্ধক রাখেন। কিন্ত ছোট কোনো আম্যাউন্ট এর ঋণের (RBI) ক্ষেত্রে কিছু সম্পত্তি বন্ধক রাখা হয়না।

আর এমন ছোট ছোট ঋণ নিয়েই অনেকে অ্যাপল, আইফোন থেকে নানাধরনের কেনাকাটা করা করেন আজকাল। এর ফলে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি বেড়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য আর বি আই কিছু নতুন নিয়ম জারি করলো এই ক্ষুদ্র ঋণের ব্যাপারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের (RBI) যে আর্থিক উন্নতির জন্য এই ছোট ঋণ দেওয়াকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে। এই বিষয়ে বেশ কয়েকবার ব্যাঙ্কগুলিকে সতর্ক বার্তা দিয়েছে আরবিআই। এবার এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হল।

কি সেই ব্যাবস্থাঃ
ব্যাঙ্ক বা বিভিন্ন‌ আর্থিক লেনদেন প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তিকে এই ছোট পরিমাণের ঋণ দেওয়ায় ক্ষতির হার ২৫ শতাংশ বেড়েছে Reserve Bank of India এর হিসেবে। সেই ঝুঁকি মেটাতে ব্যাঙ্কগুলিকে তাদের নিজের থেকে ব্যাংকের আর্থিক খাতায় অর্থের হিসাবের ব্যালেন্স ঠিক রাখার জন্য অর্থ প্রদান করতে হবে। এবং প্রতি পদক্ষেপে নির্দেশ পাঠাতে হবে আরবিআই-কে।

মাধ্যমিক পাশে এইমস হাসপাতালে ৩০৩৬ শূন্যপদে স্থায়ী চাকরির সুযোগ। জানুন আবেদন পদ্ধতি।

মধ্যাকথা এই ক্ষুদ্র ঋণ দেওয়াকে কেন্দ্র করে আর বি আইয়ের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে দেশে অনিরাপদ ঋণ গ্রহণের বেড়েছে ২৩ শতাংশ। দেশে সাধারণ ঋণ গ্রহণের স্বাভাবিক বৃদ্ধি মাত্র ১২ থেকে ১৪ শতাংশ। ফলে এবার কঠোর নীতি প্রয়োগ করা ছাড়া আর বি আইয়ের উপায় নেই। তবে এরফলে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান গুলো বিপাকে পড়তে পারে।

বেকারদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত অর্থ দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। কারা কারা পাবেন দেখে নিন।

এবার থেকে এনপিএ ধরনের ঋণ গ্রাহকদের দেওয়া থেকে বিরত থাকবে ব্যাংকগুলো। গ্রাহকদের কাছ থেকে ক্রেডিট কার্ড বা অন্যান্য ধরনের EMI-তে সুদ নিয়ে ঋণ দেওয়া শুরু করবে এমনই ভাবা হচ্ছে। তবে আর বি আই এর এই নতুন নিয়ম সাধারণ মানুষদের ওপর কোনো প্রভাব ফেলবেন। কারণ যারা বাড়ি করার জন্য, কিংবা শিক্ষার জন্য, সোনার ঋণ নেবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
Written by Shampa Debnath.

Leave a Comment