RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিগত কয়েক মাস ধরে লাগাম ছাড়া মুল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রন করার জন্য রেপো রেট বৃদ্ধি করা হয়েছে। এই নিয়ম মেনেই সকল সরকারী ও বেসরকারি ব্যাংক গুলি Fixed Diposit এ সুদের হার বৃদ্ধি করেছে। বেশ কিছু দিন ধরে সকল গ্রাহকদের অভিযোগ ছিল এককালীন আমানতের ক্ষেত্রে প্রত্যেক ব্যাংক সুদ কমিয়ে দিচ্ছে। কিন্তু এখন সুদ বাড়ার খবর পাওয়ায় হাসি ফুটেছে সকলের মুখে।
আবার নতুন কি নিয়ম জারি করল RBI দেখুন।
আমাদের দেশের নাগরিকরা নিজেদের পরিশ্রমের সঞ্চয় জমা করার জন্য আজও এই Fixed Deposit এর ওপরেই ভরসা করে। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সকল গ্রাহককে এক বারে বেশি অঙ্কের টাকা জমা করতে হয়। কিন্তু কখন টাকার দরকার পরে যায় সেটা বলা যায় না। এই জন্যই মাঝপথে ফিক্সড ডিপোজিট ভেঙ্গে ফেলতে হয়। কিন্তু এরকম ভাবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তুলে নিলে দিতে হয় পেনাল্টি এবং পুরো সুদও পাওয়া যায় না।
প্রথমে জেনে নেওয়া দরকার যে কয় ধরনের Fixed Deposit আমাদের দেশে উপলব্ধঃ-
১. Cumulative Fixed Deposit:- RBI এর নয়া নিয়মে এই ধরনের ফিক্সড ডিপোজিটে আপনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সুদ সমেত আসল টাকা ফেরত পাবেন। এর আগে কোন সুদ পাওয়া যাবে না।
২. Non Cumulative Fixed Deposit:- এই Fixed Deposit এর ক্ষেত্রে মেয়াদ ৭ দিন থেকে নিয়ে ১০ বছর পর্যন্ত হতে চলেছে। এইখানে টাকা রাখলে আপনি প্রতি মাসে বা ছয় মাস অন্তর সুদ পেতে পারেন। কিছু আর্থিক বিশেষজ্ঞদের মত অনুসারে যেই সকল গ্রাহকেরা Fixed Deposit এর মেয়াদ উত্তীর্ণর পরে আয়করে ছাড় পেতে চান তারা ৫ বছরের জন্য নন – লিঙ্কড অপশন সিলেক্ট করতে পারেন। এর ফলে ১.৫ লক্ষ টাকা ফেরত পেতে পারেন।
এই 13 টি ব্যাংকে একাউন্ট থাকলেই মহা বিপদ, RBI এর শাস্তির ফলে চিন্তায় গ্রাহকেরা।
মেয়াদের আগে Fixed Deposit এর টাকা তুলতে গেলে কি নিয়ম আছে দেখে নিনঃ-
মেয়াদ উত্তীর্ণর আগে টাকা তোলার নিয়ম আছে কিন্তু এই ক্ষেত্রে ০.৫% থেকে ৩% পর্যন্ত পেনাল্টি চার্জ দিতে হবে। এবার দেশের কিছু কেন্দ্রীয় সরকারী ও NBFC – Non Banking Financial Company র কিছু নিয়ম মেয়াদ উত্তীর্ণর আগে টাকা তোলার ক্ষেত্রে।
• পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকঃ- RBI এর নয়া নিয়মে সকল ধরনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে মেয়াদ পুরো হওয়ার আগে টাকা তুলে নিতে চাইলে ১% পেনাল্টি দিতে হবে। এছাড়াও মূল সুদে ১% সুদ কম দেওয়া হবে।
• ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়াঃ- ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ০.৫% জরিমানা করা হয়। এছাড়াও ৫ লক্ষের বেশি আমানত হলে ১% জরিমানা দিতে হবে।
• এইজ ডি এফ সি ব্যাংকঃ- Housing Development Finance Corporation মেয়াদ উত্তীর্ণর আগে টাকা তুলে নিলে ১% টাকা জরিমানা করে।
• আই সি আই সি আই ব্যাংকঃ- Industrial Credit And Investment Corporation Of India ৫ কোটি টাকার কমের আমানত ১ বছরের আগে তুলে নিলে ০.৫% জরিমানা দিতে হবে। এক বছরের পরে ১% জরিমানা দিতে হবে।
• মাহিন্দ্রা ফাইনান্সঃ- প্রথমের ৩ মাসে আপনি কোন ধরনের টাকা তুলতে পারবেন না। এছাড়াও ৩ – ৬ মাসের মধ্যে ৩% জরিমানা দিতে হবে।
• বাজাজ ফাইনান্সঃ- এই ক্ষেত্রে প্রথম ৩ মাসে আপনি কোন নিয়মেই টাকা তুলতে পারবেন না। ৬ মাসের পরে ২ – ৩% জরিমানা দিতে হবে। প্রথম ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনি ফিক্সড ডিপোজিট এর আকাউণ্টে কোন সুদ পাবেন না।
কিছু বিশেষজ্ঞদের মত অনুসারে আমরা চাই না নিজেদের কষ্টের পুঁজি তুলতে গিয়ে আমাদের ১% কেন ০.০১% জরিমানাও যাতে না দিতে হয়। সেই নিজের সব টাকা Fixed Deposit জমা না দিয়ে বিভিন্ন ভাবে জমা রাখা উচিত। আপনার যদি মনে হচ্ছে ১ – ২ বছরের মধ্যে টাকার প্রয়োজন থাকতে পারে তাহলে এককালীন বেশি টাকা জমা না করাই শ্রেয়।
কোন কোন ব্যাংকের অবস্থা ভালো না, লিস্ট দিলো RBI, আজ থেকে ভেবে চিনতে টাকা রাখুন।
দীর্ঘ মেয়াদি বিনিয়োগ এরিয়ে চলুন। এর ফলে আপনাকে নিজের পুঁজির ওপর কোন ধরনের জরিমানা দিতে হবে না।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য।