RBI এর কড়া বার্তা মানতে হবে এই নিয়ম জানুন বিস্তারিত।
আপনার কি সরকারি ব্যাংকে (RBI) একাউন্ট রয়েছে? আপনি কি সরকারি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। দেশের সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে বড় খবর। সরকারি ব্যাংকে একাউন্ট থাকলে এবার থেকে আর করা যাবে না লেনদেন! পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যে নোটিশ জারি করেছে। দেশের কোটি কোটি মানুষের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে। জানা যাচ্ছে সঠিক সময়ে কে ওয়াই সি জমা না করলে ব্যাংক জরিমানা করতে পারে।
আসলে ব্যাংক (RBI) কর্তৃক নির্দেশিকা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের কে ওয়াই সি জমা করতে হবে। এর জন্য ডেড লাইন বলে দেওয়া হয়েছে। চলতি বছরের ৩১ শে আগস্ট এর মধ্যে গ্রাহকদের ব্যাংকে গিয়ে কে ওয়াই সি জমা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ না মানলে গ্রাহকদের বিপদে পড়তে হতে পারে।
জানা যাচ্ছে, এই মর্মে নোটিশ পৌঁছে যাবে কে ওয়াই সি আপডেট না করা গ্রাহকদের কাছে। যারা এখনও পর্যন্ত কে ওয়াই সি জমা দেননি তারা আর কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে কে ওয়াই সি জমা করে আসুন। না হলে আপনার কাছেও নোটিশ যেতে পারে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) পক্ষ থেকে কে ওয়াই সি সম্পর্কিত নিয়মে পরিবর্তন এসেছে। আর এই কারণেই ২০২৩ এর ৩১ শে আগস্ট এর মধ্যে গ্রাহকদের কেওয়াইসি জমা করতে বলা হচ্ছে। কে ওয়াই সি জমা করতে গেলে কয়েকটি নথি লাগবে।
ব্যাঙ্কে কে ওয়াই সি আপডেট করতে গেলে নিম্নলিখিত নথিগুলি লাগবে-
১. রেজিস্টার্ড মোবাইল নম্বর
২. পাসপোর্ট সাইজ ফটো
৩. প্যানকার্ড
৪. পরিচয় পত্র
৫. ঠিকানার প্রমাণ পত্র
৬. সেল্ফ ডিক্লারেশন।
প্রসঙ্গত উল্লেখ্য, আগে জমা দেওয়া তথ্যে যদি কোনও পরিবর্তন না থাকে সে ক্ষেত্রে সেল্ফ ডিক্লারেশন জমা করতে হবে। আপনার কে ওয়াই সি স্টেটাস চেক করতে অনলাইন ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করতে পারবেন। এর মাধ্যমে জেনে যাবেন আপনাকে কে ওয়াই সি জমা করতে হবে কিনা। এর জন্য অনলাইন ক্রেডেন্সিয়াল এর মাধ্যমে লগইন করে কে ওয়াই সি স্টেটাসে ক্লিক করতে হবে। এরপর কেওয়াইসি আপডেট সম্বন্ধিত তথ্য স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন।
বৈঠকের পর 4% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। সরকারি কর্মীদের পুজোর আগেই সুখবর।