Bank Holiday – ব্যাংকের কর্মীদের ছুটি বাতিল। রবিবারও করতে হবে কাজ। এমনই নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক।

ব্যাংক কর্মীদের সাপ্তাহিক Bank Holiday বা ছুটি থাকে রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার। এছাড়া সামাজিক ও ধর্মীয় কারণে ছুটি থেকেই থাকে। কিন্ত রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে রবিবারও কাজ করতে হবে ব্যাংক কর্মীদের এই মার্চ মাসে। কোনো ছুটি নেই। এমনটাই বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দেশ দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

RBI Cancelled for Bank Holiday in Sunday

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে নেওয়া সিদ্ধান্ত বুধবার বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে। এহেন বিজ্ঞপ্তি দেখে ব্যাংক কর্মীদের রীতিমত চক্ষু চড়ক গাছ! সপ্তাহের কাজের শেষে একটাই রবিবার তাও কাজের মধ্যে থাকতে হলে যে কারও এমনটাই অবস্থা হবে। কিন্তু কেন এই ছুটি বাতিল? কি জানাচ্ছে রিজার্ভ ব্যাংক।

রিজার্ভ ব্যাংক থেকে জানানো হচ্ছে, গ্রাহকদের কথা ভেবেই নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ব্যাংকে একই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মার্চ মাস হলো ইয়ার এন্ডিং (Bank Holiday) মাস এই মাসেই সারাবছরের হিসাব নিকাশ করা হয়। অথচ এই মার্চ মাসেই পরে গিয়েছে পরপর কতগুলো অনুষ্ঠান।

যেমন ২৯ মার্চ পড়েছে গুড ফ্রাইডে, যেদিন দেশের প্রায় সব জায়গাতেই বন্ধ থাকবে ব্যাংক। আবার ঠিক তার পরদিন ৩০ মার্চ অর্থাৎ শনিবার পড়েছে মাসের চতুর্থ শনিবার। সেই দিন আবার চতুর্থ শনিবার হওয়ার কারণে ছুটি পাচ্ছেন ব্যাংক কর্মীরা। আবার তার পরদিন ৩১ মার্চ অর্থাৎ ইয়ার এন্ডিংয়ের শেষ দিন পড়েছে রবিবার।

তাহলে হিসেব মতো সেই দিনও Bank Holiday বা ছুটি। ঠিক তারপর দিন ১ এপ্রিল সোমবারও ব্যাংক কর্মীরা ছুটি পান। ফলে ৪ দিন পরপর ছুটি পরে যাচ্ছে ব্যাংক কর্মীদের। ফলে গ্রাহকদের জন্যও এটা খুবই সমস্যার হয়ে দাঁড়াবে। তাদের মার্চের শেষের কাজকর্ম বিঘ্নিত হবে টানা ছুটির কারণে।

প্রায় 14 দিন বন্ধ থাকবে ব্যাংক! এক নজরে ছুটির তালিকা দেখে নিন।

তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবেই আগামী ৩১ মার্চ রবিবার দেশের সমস্ত ব্যাংক খোলা থাকবে। গ্রাহকদের সুবিধা ছাড়াও যাতে ব্যাংকের আর্থিক (Bank Holiday) লেনদেনের হিসাব সঠিক রাখা যায় তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Holidays বা ছুটি

তবে শুধু ব্যাংক কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এমন নয়, এর পাশাপাশি আয়কর বিভাগের যে সকল কর্মীরা তাদের ২৯ মার্চ গুড ফ্রাইডের Bank Holiday বা ছুটি বাতিল করার পাশাপাশি ৩০ ও ৩১ মার্চ শনিবার এবং রবিবারের ছুটিও বাতিল করা হয়েছে।

রবিবারে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিলো RBI. গ্রাহকদের কতটা সুবিধা হবে? কোন কোন ব্যাংক খোলা থাকবে?

অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত আয়কর দপ্তরের অফিস খোলা থাকবে। মার্চ মাসে কাজের প্রচুর চাপ থাকে। আর তার মধ্যে এত Bank Holiday বা ছুটির কারণে সেগুলো সম্ভব হবেনা। তাই ছুটি বাতিলের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক।
Written by Shampa Debnath.

Leave a Comment