Ration Items 2024: নভেম্বর থেকে রেশনের নিয়মে বদল! কম দেওয়া হবে চাল, ডাল, বেশি করে পেতে কি করবেন?

রেশনিং প্রকল্প বা Ration কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ। এর মাধ্যমে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা ন্যায্যমূল্যে বা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন, যা তাদের জীবনে বড় ধরনের সহায়তা করে। এটি বিশেষ করে সেসব পরিবারকে সহায়তা করে যারা প্রতিদিনের আহারের জোগাড় করতে হিমশিম খায়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, দেশের দরিদ্রতম অংশের মানুষের পুষ্টির মান উন্নত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

Ration Items List

বিশেষত COVID-19 মহামারির সময় এই প্রকল্পটি বহু মানুষের জীবন রক্ষা করেছে, কারণ তখন লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে দারিদ্র্যের সম্মুখীন হয়েছিল। সরকারের এই উদ্যোগ সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে। বর্তমান সময়ে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, ২০২৪ সালের জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) এর আওতায় পাঁচ বছর ধরে বিনামূল্যে খাদ্যশস্য (চাল, গম এবং অন্যান্য শস্য) প্রদান অব্যাহত থাকবে। কিছু প্রতিবেদন অনুসারে, নভেম্বর মাস থেকে রেশনিংয়ে কিছু খাদ্য সামগ্রীর বা Ration Items 2024 পরিমাণ কমানো হতে পারে, যা নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। জেনে নেওয়া যাক কোন কোন সামগ্রী কমবে?

নভেম্বর থেকে কমছে রেশন দ্রব্যের পরিমান

কেন পরিবর্তন করা হলো রেশন থেকে পাওয়া চাল, গমের পরিমান। রেশন থেকে কত পরিমান চাল পাওয়া যাবে নভেম্বর মাসে। এই সমস্ত কিছু জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। জানা যাচ্ছে এই পহেলা নভেম্বর থেকেই শুরু হবে এই নতুন নিয়ম। এতদিন ধরে যে পরিমান চাল পেতো গ্রাহকেরা সেই পরিমান নভেম্বর মাস থেকে কমে যাবে।

এতদিন পর্যন্ত ৩ কেজি চাল এবং ২ কেজি গম দেওয়া হতো রেশন। নভেম্বর মাস থেকে এর পরিমাণটাই বদলে যাবে। এখন থেকে রেশনে ৩ কেজি চালের পরিবর্তে ২.৫ কেজি চাল দেওয়া হবে। এছাড়া অন্ত্যোদয় কার্ডে দেওয়া খাদ্য সামগ্রীর পরিমাণও পরিবর্তন করা হয়েছে। আগে ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল দেওয়া হতো। এখন থেকে আগের পরিমাণ বদলে গিয়ে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম দেওয়া হবে।

রেশন পেতে হলে কি কি করতে হবে?

তবে অনেকে এই সুবিধাও পাবেন না, যদি না ই- কেওয়াইসি সম্পন্ন করা থেকে। ভারত সরকার রেশন কার্ড গ্রাহকদের ই – কেওয়াইসি বা Ration Card KYC দেওয়ার কথা বলেছিলেন অনেক মাস আগে, তবে এখনো পর্যন্ত অনেক গ্রাহক এই কাজটি সম্পন্ন করেননি। ভারত সরকার ই – কেওয়াইসি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছিলেন ২০২৪ সেপ্টেম্বর মাস পর্যন্ত। কিন্তু তখনো অনেকের ই -কেওয়াইসি জমা দেওয়া হয়নি দেখে, আরো এক মাস বর্ধিত করা হয়েছিল সময়।

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার নতুন খবর! এই প্রকল্পের টাকা বাড়ছে, এবার কত টাকা পাবেন? কবে থেকে পাবেন?

এদিকে নভেম্বর মাস পরে যাওয়ার পরও অনেক গ্রাহক এই কাজটি করেননি দেখে তাদের জন্য শেষবারের মতন সুযোগ দেওয়া হয়েছে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা যদি ই- কেওয়াইসি সম্পন্ন না করে থাকেন , তাহলে ডিসেম্বরের মধ্যে আপনার রেশন কার্ড চিরদিনের মতন বাতিল বলে গণ্য করা হবে। রেশন কার্ড বাতিল হলে আপনি আর রেশনজাত খাদ্য সামগ্রী পাওয়ার মতন কোন সুবিধা ভোগ করতে পারবেন না। তাই যাদের এখনো ই-কেওয়াইসি জমা দেওয়া হয়নি তাঁরা ডিসেম্বরের মধ্যে এই কাজটি সম্পন্ন করে ফেলবেন (Ration Card).